Home বিশেষ প্রতিবেদন কলেজছাত্রী মুনিয়া ছিলো পারিবারিক প্রতারনার টোপ?

কলেজছাত্রী মুনিয়া ছিলো পারিবারিক প্রতারনার টোপ?

আলম রায়হান:

সুন্দরী কলেজ ছাত্রী মোসারাত জাহান মুনিয়া কী পারিবারিক প্রতারনার টোপ ছিলো? টোপ হিসেবে ব্যবহৃত হবার লাঞ্চনায়ই কী এই তরুনী আত্মহত্যা করেছে? এই সব প্রশ্ন দ্রুত সামনে চলে এসেছে। উল্লখ্য, পরিবারের সম্মতিতেই কলেজছাত্রী মুনিয়া গুলশানের বিলাসবহুল ফ্লাটে থাকতো।

গত ১ মার্চ মুনিয়া ওই ফ্ল্যাটে উঠেছে। সব মিলে ১ লাখ ১১ হাজার টাকার ভাড়ার চুক্তি হয়েছিল বাড়িওয়ালার সঙ্গে। মুনিয়ার বোন এবং ভগ্নিপতি ব্যাংকার হওয়ায় বাড়িওয়ালী ভাড়া দিতে রাজি হয়েছিলেন। এই বোন ও ভগ্নিপতিকে পুলিশ হেফাজতে নিয়ে আসল রহস্য বেরিয়ে যেতে পারে, এ আভিমত কুমিল্লার এক টেভিশন সাংবাদিকের।

কুমিল্লার অই টেলিভিশন সাংবাদিক জানিয়েছেন, কুমিল্লার কয়েকটি পরিবার আছে যারা পরিবারের সুন্দরী মেয়েদের দিয়ে ব্লাকমেলিং-এর ফাঁদ পাতে। এমনই এক ফাঁদে পড়ে বরিশালের তাসকিন নামে এক কলেজ ছাত্র এখন কুমিল্লা কারাগারে আছে। এই সাংবাদিক মনে করেন, পরিবারে টাকা কামাই করার  প্রতারণার ফাঁদের টোপ হিসেবে ব্যবহৃত হয়েছিলো মুনিয়া। এক পর্যায়ে বিষয়টি টেরপেয়ে হয়তো পরিবারের উপর অভিমান করেই আত্মহত্যা করেছে এই কলেজ ছাত্রী।

এদিকে গুলশানের যে ফ্ল্যাট থেকে কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে, সেখানে ছয়টি ডায়েরি পাওয়া গেছে। এ কথা জানিয়েছে পুলিশ। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক  সায়েম সোবহান আনভীরের ‘প্ররোচনায়’ এই তরুণী আত্মহত্যা করেছেন অভিযোগ করে তার পরিবার ইতিমধ্যে থানায় মামলা করেছে। এর পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনার তদন্ত করছে। ডিএমপির গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, ‘ওই তরুণীর মৃহদেহ উদ্ধারের পর সেখান থেকে তার মোবাইলসহ বিভিন্ন ধরনের আলামত উদ্ধারের সাথে ছয়টি ডায়েরি পাওয়া গেছে। এসব ডায়েরিতে কী লিখা আছে, তা যাচাই করা হচ্ছে।’পরিবারের মামলায় অভিযোগ করা হয়েছে, সায়েম সোবহান আনভীরের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মুনিয়ার। আর ওই বাসায় আনভীরের যাতায়াত ছিল।

সোমবার(২৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় গুলশান-২ এর ১২০ নম্বর রোডের ওই ফ্ল্যাট থেকে মুনিয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে রাত দেড়টার দিকে গুলশান থানায় মামলা করেন ওই তরুণীর বোন নুসরাত জাহান। মুনিয়া ঢাকার একটি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি কুমিল্লায়; পরিবার সেখানেই থাকে। আর মনিয়া  ঢাকায় একাই থাকতেন গুলশানের ওই বিশাল ফ্ল্যাটে।

এদিকে বসুন্ধরা এমডি যাতে দেশের বাইরে যেতে না পারেন, সে জন্য ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে বলেও জানানপুলিশ কর্মকর্তা সুদীপ। তিনি বলেন, ওই ফ্ল্যাটে তরুণী একা থাকার কথা বলা হলেও কে কে আসা যাওয়ার মধ্যে থাকত, সে জন্য ভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। উদ্ধার হওয়া ডায়েরির সাথে সেগুলো যাচাই চলছে। মুনিয়ার মৃত্যু কী আত্মহত্যা, তা নিশ্চিত হতে ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

প্রতিদিন ৩-৪ লিটার পানি পান করলে কী হয়?

দখিনের সময় ডেস্ক: ওজন কমানো একটি চ্যালেঞ্জিং কাজ হতে পারে। কঠোর ডায়েট অনুসরণ করা, খাবারের প্রতি লোভ নিয়ন্ত্রণ করা, প্রতিদিন জিমে যাওয়া, কঠোর ওয়ার্কআউট করা...

ডিভোর্সের দুদিন পরই সুখবর দিলেন এ আর রহমান

দখিনের সময় ডেস্ক: নিন্দুকরা মনে করছে বাংলার মেয়ে গিটার বাদক মোহিনী দে-র জন্যই হয়ত সায়রাকে ছেড়েছেন ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী ও সুরকার এ আর রহমানের। তবে...

যৌন পর্যটনের নতুন কেন্দ্র টোকিও, সেক্স ইন্ডাস্ট্রির জড়িত কিছু চক্র

দখিনের সময় ডেস্ক: যখন স্বর্ণযুগ ছিল, শহরটি অর্থনীতিতে ব্যাপক উন্নতি দেখেছে। এটি এখনো বিশ্বের অন্যতম বাসযোগ্য শহর হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। তবে আশঙ্কার বিষয়...

শীত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

দখিনের সময় ডেস্ক: দেশের কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবার কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে...

Recent Comments