Home নির্বাচিত খবর ভাইকে হত্যা : ভাই-বোনসহ সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন

ভাইকে হত্যা : ভাই-বোনসহ সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন

দখিনের সময় ডেস্ক:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কৃষক রিটন মিয়াকে (৪৫) হত্যার অভিযোগ ছিল ভাই-বোন ও স্বজনের বিরুদ্ধে। এই মামলায় নিহত রিটনের পাঁচ ভাই-বোনসহ সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। আজ মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফাতেমা জাহান স্বর্না আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
নিহত কৃষক রিটন মিয়া (৪৫) পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নের খলিশাখালী গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে। মামলার বিবরণে জানা গেছে, বাড়ির সীমনায় গাছ কাটা নিয়ে ২০১৬ সালের ২৩ নভেম্বর সহোদর ভাই-বোনদের সাথে কথাকাটাকাটির এক পর্যায়ে রিটন মিয়াকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন নিহত রিটনের চারভাই নজরুল ইসলাম (৪৩), খোকন মিয়া (৪৭), সাত্তার (৪২) ও বকুল (৪৪), তাদের বোন চম্পা আক্তার (৪০), নজরুলের স্ত্রী রহিমা খাতুন (৩২) ও ঠুটারজঙ্গল গ্রামের মকু মিয়ার ছেলে মো. সৈয়দ মিয়া (৫৭)।
আহত রিটনকে প্রতিবেশীরা উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিটন। একই দিন নিহতের স্ত্রী সালমা আক্তার বাদী হয়ে সাতজনকে আসামি করে পাকুন্দিয়া থানায় একটি মামলা দায়ের করেন। ২০১৭ সালে ১৯ অক্টোবর মামলার তৎকালীন তদন্ত কর্মকর্তা পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. সারোয়ার জাহান আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আজ রায় ঘোষণা করেন আদালত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

বাউফলে ইউএনও’র বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর বিরুদ্ধে অনিয়ম,দুনীতি ও অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈশোম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল...

নিজের চেয়ার ঠিক রাখতেই ব্যস্ত পুলিশ কর্মকর্তারা

দখিনের সময় ডেস্ক: জুলাই ২৪-এর আন্দোলনে গণহত্যার জন্য একক বাহিনী হিসেবে পুলিশকে দায়ী করা হয়। মানুষের ক্ষোভের আগুনে পুড়েছে বাহিনীটির শতশত থানা, যানবাহন। জীবন গেছে...

সংস্কারের আগে নির্বাচন করলে কখনোই সংস্কার হবে না: তোফায়েল

দখিনের সময় ডেস্ক: সংস্কারের আগে নির্বাচন করলে আর কখনোই সংস্কার হবে না। জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশন সদস্য...

Recent Comments