Home আন্তর্জাতিক মুসলিম নভোচারী মহাকাশ থেকে ফিরে যে বার্তা দিলেন

মুসলিম নভোচারী মহাকাশ থেকে ফিরে যে বার্তা দিলেন

দখিনের সময় ডেস্ক:
ছয় মাস মহাকাশে অবস্থান করেছেন সংযুক্ত আরব আমিরাতের নভোচারী সুলতান আলনিয়াদি মহাকাশ থেকে ফিরে প্রথম বার্তা দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে নভোচরী সুলতান আলনিয়াদি। ছয় মাস মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফেরার ৪৮ ঘণ্টা পর এক বার্তা দিয়েছেন সুলতান। সেখানে সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, তিনি সুস্থ আছেন। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, ‘ফ্রম আর্থ টু স্পেস অ্যান্ড ব্যাক’ শিরোনামে এক্স-এ একটি পোস্ট করেন সুলতান। সেখানে তিনি বলেন, ‘আমি এমন সময় এই চিঠিটি আপনাদের লিখছি, যখন আমার পায়ের নিচে আর হৃদয় ভরা ভালোবাসা।’
সুলতান পোস্টে বলেন, ‘আপনারা আমাকে যে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। এই পুরো যাত্রায় আপনাদের ভালোবাসা আমার সঙ্গে ছিল। আমি সুস্থ আছি এবং খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি।’ ইনস্টাগ্রাম ও এক্স-এ ওই বার্তা পোস্টের ঘণ্টাখানেকের মধ্যে ব্যাপক ছড়িয়ে পড়ে। হাজার হাজার লাইক ও কমেন্ট করতে থাকেন শুভানুথ্যায়ীরা। মুজিব নামের একজন ইন্দোনেশিয়ান কমেন্ট করেন, ‘আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য ধন্যবাদ।
ইলহাম নামের এক ব্যবহারকারী কমেন্টে লেখেন, ‘পৃথিবীতে আবারও আপনাকে স্বাগত। আপনার এই অর্জনে আমরা গর্বিত। আপনার এই অর্জন পুরো দেশের জন্যই অনেক বড়।’ দুয়াআহাদ নামে একজন বলেন, তার সন্তানরা সুলতানকে দেখে অনুপ্রাণিত। তার সাত বছর বয়সী সন্তান মহাকাশে তোলা সুলতানের ছবিগুলো দেখতে চায়। বেশিরভাগই তার সুস্বাস্থ্য কামনা করেছেন এবং ধন্যবাদ জানিয়েছেন। দুই সপ্তাহ পর সংযুক্ত আরব আমিরাতে ফেরার কথা রয়েছে সুলতানের। তাকে স্বাগত জানাতে প্রস্তুত দেশবাসী। নানা আয়োজনে তাকে বরণ করা হবে বলে জানিয়েছে খালিজ টাইমস।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

দ্রুত প্রণয়ন করা হবে বিচারক নিয়োগ নীতিমালা: প্রধান বিচারপতি

দখিনের সময় ডেস্ক: প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে নীতিমালা দ্রুত প্রণয়ন করা হবে। একই সঙ্গে সুনির্দিষ্ট আইনও করা হবে বলে...

গায়েবি মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে: আসিফ নজরুল

দখিনের সময় ডেস্ক: অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচার বিভাগ ব্যবহার করে মানুষকে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। বিগত...

ইসরায়েলে মশাবাহিত ‘ওয়েস্ট নাইল’ ভাইরাসে নিহত ৭০, আক্রান্ত ৯১৩

দখিনের সময় ডেস্ক: মধ্যপ্রাচ্যের দু’টি দেশ লেবানন ও ফিলিস্তিনে দাপিয়ে বেড়াচ্ছে ইসরায়েল। গাজায় যুদ্ধ শেষ করতে না করতেই, দেশটি নতুনভাবে লেবাননে যুদ্ধ শুরু করেছে। এদিকে, মশাবাহিত...

বিআরইউ’র সভাপতি আনিসুর, সম্পাদক খালিদ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সভাপতি আনিসুর রহমান খান স্বপন (নিউ এইজ / ঢাকা ট্রিবিউন) আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খালিদ সাইফুল্লাহ (নয়া...

Recent Comments