Home সারাদেশ সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরী মারা গেছেন

সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরী মারা গেছেন

দখিনের সময় ডেস্ক:
মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকার ইবনেসিনা হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতি এক বিজ্ঞপ্তিতে তার মৃত্যুর বিষয়টি জানিয়েছে। এবাদুর রহমান চৌধুরী বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য বর্ষীয়ান রাজনীতিবীদ ছিলেন। বড়লেখা জুড়ি মৌলভীবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের সাবেক ত্রাণ ও দুর্যোগ বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বড়লেখার সাংবাদিক কাজী রমিজ জানান, কিংবদন্তি রাজনীতিবিদ সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর প্রথম জানাজার নামাজ আজ বাদ মাগরিব ঢাকার লালামাটিয়া সি ব্লক জামে মসজিদ ও দ্বিতীয় জানাজা নামাজ বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার শহরে টাউন ঈদগাহ এবং তৃতীয় জানাজার নামাজ বেলা ১১টায় বড়লেখা পিসি স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে গাংকুল ঈদগাহ সংলগ্ন কবরস্থানে লাশ দাফন করা হবে।  ১৯৮৮ সালে প্রথমার চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। একই আসন থেকে তিনি বিএনপির প্রার্থী হিসেবে ১৯৯১ সালের পঞ্চম, ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ ও ২০০১ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরী জন্মগ্রহণ করেন মৌলভীবাজারে। স‌ক্রিয় রাজনী‌তি শুরু করেন ঊনসত্তরের গণঅভ্যুত্থান থে‌কে। ১৯৮৮ সালে প্রথমার চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। একই আসন থেকে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে ১৯৯১ সালের পঞ্চম, ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ ও ২০০১ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। চারদলীয় জোট সরকারের আমলে খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পারিবারিক জীবনে ব্যক্তি এবাদুর রহমান চৌধুরী চার কন্যার জনক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

স্মার্টফোনে ইন্টারনেট চলে যাচ্ছে? জেনে নিন গতি বাড়ানোর কৌশল!

দখিনের সময় ডেস্ক: অনেকেই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় হঠাৎ করেই দেখেন, নেটওয়ার্ক চলে গেছে। আশেপাশের অন্যরা নির্বিঘ্নে ইন্টারনেট ব্যবহার করতে পারলেও আপনার ফোনেই সমস্যা...

প্রতিদিন ৩-৪ লিটার পানি পান করলে কী হয়?

দখিনের সময় ডেস্ক: ওজন কমানো একটি চ্যালেঞ্জিং কাজ হতে পারে। কঠোর ডায়েট অনুসরণ করা, খাবারের প্রতি লোভ নিয়ন্ত্রণ করা, প্রতিদিন জিমে যাওয়া, কঠোর ওয়ার্কআউট করা...

ডিভোর্সের দুদিন পরই সুখবর দিলেন এ আর রহমান

দখিনের সময় ডেস্ক: নিন্দুকরা মনে করছে বাংলার মেয়ে গিটার বাদক মোহিনী দে-র জন্যই হয়ত সায়রাকে ছেড়েছেন ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী ও সুরকার এ আর রহমানের। তবে...

যৌন পর্যটনের নতুন কেন্দ্র টোকিও, সেক্স ইন্ডাস্ট্রির জড়িত কিছু চক্র

দখিনের সময় ডেস্ক: যখন স্বর্ণযুগ ছিল, শহরটি অর্থনীতিতে ব্যাপক উন্নতি দেখেছে। এটি এখনো বিশ্বের অন্যতম বাসযোগ্য শহর হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। তবে আশঙ্কার বিষয়...

Recent Comments