Home বরিশাল শেখ হাসিনা আমাদেরকে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখাচছন :ইমরান আহমদ

শেখ হাসিনা আমাদেরকে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখাচছন :ইমরান আহমদ

দখিনের সময় ডেস্ক:
সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ (এম.পি) বলেছেন জনগণ যতবারই বঙ্গবনন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে ততরারই তিনি দেশকে উন্নত করেছেন। ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে নিয়ে গেছেন। তিনি আমাদেরকে ডিজিটাল বাংলাদেশ করে দেখিয়েছেন। আজকে আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত, সমৃদ্ধ, সুখ-শান্তিময় স্মার্ট বাংলাদেশ। সেই লক্ষ বাস্তবায়নে তিনি নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
বৃহস্পতিবার সকালে বরিশালের গৌরনদীতে নবনির্মিত একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)’র উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার সকাল ১১টায় গৌরনদী উপজেলার বড়কসবা এলাকায় সরকারের ৪০টি টিটিসি ও ১টি আইএমটিস্থাপন প্রকল্পের আওতায় নবনির্মিত গৌরনদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) আনুষ্ঠানিক ভাবে উদ্বোধণ করা হয়। প্রধান অতিথি  ফিতা কেটে উদ্বোধন ও ফলক উন্মোচনের পর সেখানে দোয়া-মোনাজাত করা হয়। সরকারের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ শহীদুল আলম এনডিসি’র সভাপতিত্বে অনুষ্ঠিত ওই উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতয় তিনি আরও বলেন, কোনো প্রকার দক্ষতা অর্জন না করেই কর্মী হিসেবে কোন লোক বিদেশে গেলে তাঁদের নানা ভোগান্তিতে পড়তে হয়।
আবার দক্ষতাহীন ও আধা দক্ষ কর্মী কাঙ্খিত আয়ও করতে পারেন না। সে জন্য প্রবাসে কর্মী পাঠানোর আগে তাঁদেরকে দক্ষ করে গড়ে তোলার কথা চিন্তা করেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীর শেখ হাসিনা। কারিগরি শিক্ষা গ্রহনের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের উন্নতির শিখরে পৌঁছানো সম্ভব। আর কর্মময় জীবনে অনেকেই কারিগরি শিক্ষার মাধ্যমে সাফল্য অর্জন করেছেন। আমরা সবাই মিলে আমাদের অভিবাসন নিরাপদ করব। অভিবাসন যাতে বৈধ হয় তা নিশ্চিত করব। তা হলে আমাদের রেমিটেন্স আয় আরো বৃদ্ধি করতে পারব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিআরইউ’র সভাপতি আনিসুর, সম্পাদক খালিদ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সভাপতি আনিসুর রহমান খান স্বপন (নিউ এইজ / ঢাকা ট্রিবিউন) আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খালিদ সাইফুল্লাহ (নয়া...

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

Recent Comments