Home শিক্ষা ক্যাম্পাস বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কক্ষে ফ্যান অচল, ভোগান্তিতে শিক্ষার্থীরা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কক্ষে ফ্যান অচল, ভোগান্তিতে শিক্ষার্থীরা

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বরিশাল বিশ্ববিদ্যালয়ে কয়েকটি কক্ষে ফ্যান অচল থাকার কারণে ভোগান্তিতে রয়েছে শিক্ষার্থীরা। বিশেষ করে  প্রশাসনিক ভবন(১) ৬৫০৬ নম্বর কক্ষে তিনটি ফ্যান অচল হয়ে আছে। যে কক্ষে নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা। দীর্ঘদিন ধরেই এ সমস্যা থাকলেও নেওয়া হয়নি কোনো দৃশ্যমান পদক্ষেপ। শিক্ষার্থীদের প্রশ্ন, ফ্যান ঠিক করতে কত দিন লাগে?
ওই কক্ষে অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহণকারী কয়েকজন শিক্ষার্থীরা জানান, আমাদের পরীক্ষা ছিলো ওই পাঠদান কক্ষে।  এই গরমে কয়েকটি ফ্যান অচল থাকার কারণে আমাদের পরীক্ষা দিতে বিড়ম্বনায় পড়তে হয়েছে।গরম সহ্য করে কষ্টে পরীক্ষা দিয়েছি আমরা। গত ৭ সেপ্টেম্বর পরীক্ষা ছিলো অন্য আরেকটি বিভাগের।তারাও একই কথা বলেন। এদিকে স্কুল ভবন নামে পরিচিত ১০১ এবং ১০২ নম্বর রুমে কোনো ফ্যানই চলেনা। এই দুই কক্ষ ছোট খাটো জাহান্নাম বলছেন শিক্ষার্থীরা। এছাড়া কীর্তনখোলা হল রুম, ১২০৬ নম্বর কক্ষ ও জীবনানন্দ দাশ কনফারেন্স হলের সামনে চারটা ফ্যান অচল সহ কয়েকটি কক্ষে ফ্যান অচল থাকার কথা জানান বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষার্থীরা জানান, সময়টা গরমের। তাছাড়া বিভিন্ন বিভাগের ক্লাস,ল্যাব ও পরীক্ষা থাকে।ফ্যান অচল থাকলে সেখানে শিক্ষার্থীদের কষ্ট হয়।পরীক্ষা দিতে ভোগান্তিতে পড়ে।প্রশাসনের প্রতিটি কক্ষ মাঝে মাঝে পরিদর্শন করা দরকার। তাহলে এগুলো নজরে থাকবে ও কোথায় সমস্যা তা নির্ধারণ করতে পারে।এগুলো আসলে নজর দেয়না প্রশাসন। এর একটা সমাধান করা জরুরি বলে মনে করছেন তারা।
কয়েকটি বিভাগ থেকে ইতোমধ্যে এ বিষয়ে অবগত করা হয়েছে বলেও জানা গেছে। কয়েকজন শিক্ষকের সাথেও কথা হয় এই প্রতিবেদকের সাথে। তারা জানান, শিক্ষার্থীদের পরীক্ষা ও পাঠদানের সময় ফ্যান অচল থাকতে দেখি। শিক্ষার্থীরাও জানাই তাদের পাঠদান কক্ষে ফ্যান অচল। এতে তাদের কষ্ট হয় ও পড়াশোনায় অমনোযোগী হয়ে যায়। এটি আসলে সমাধান হওয়া দরকার। যারা এর সাথে সংশ্লিষ্ট সেই দপ্তরের লোকজনের দায়িত্ব থাকা দরকার।
উপ-প্রধান প্রকৌশলী মুরশীদ আবেদীন বলেন, সবকিছুর একটা নিয়ম আছে। আমরা এসব ঠিক করার জন্য কোষাধ্যক্ষের মহোদয়ের মাধ্যমে উপাচার্য বরাবর চিঠি দিয়েছি। সেটি অনুমোদন দিলেই আমরা ঠিক করে দিবো।তবে কিছু জায়গায় ফ্যানের সমস্যা সমাধান করা গেছে। এ বিষয়ে ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বলেন, বিষয়টা যেহেতু মাত্র অবগত হলাম।আমরা দ্রুত ব্যবস্থা নিয়ে সমাধান করবো।শিক্ষার্থীদের পাশে থেকে সবসময় কাজ করে যাবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রনো ভাই রাজনৈতিক অবস্থান বদল করেননি

ছাত্রজীবনে রাজনৈতিক বিশ্বাস ও সম্পৃক্ততার সূত্রে বাম রাজনীতিকদের বিষয়ে বিশেষ শ্রদ্ধাবোধ লালন করে আসছি। এ ধারায় আশি-একাশি সালে পেশাগত জীবনের সূচনালগ্নে বাম নেতাদের সঙ্গে...

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ, আলোর যাত্রার সূচনায় রাজনীতি

দখিনের সময় ডেস্ক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ (শুক্রবার)। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর...

৬ তারিখে বাজেট দেবো, বাস্তবায়নও করবো : প্রধানমন্ত্রী

দখিনের সময় ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা ৬ তারিখে বাজেট দেবো। বাজেট আমরা ঠিক মতো দিতে পারবো, বাস্তবায়নও করবো। দেশি-বিদেশি নানা কারণে জিডিপি কিছুটা...

মাদকের নতুন ডিজি মোস্তাফিজুর, বরিশালের কৃতি সন্তান

দখিনের সময় ডেস্ক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব খন্দকার মোস্তাফিজুর রহমান। বর্তমানে তিনি গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্বে আছেন। মোস্তাফিজুর...

Recent Comments