Home লাইফস্টাইল ক্যান্সারের উপসর্গ এড়িয়ে যাচ্ছেন না তো?

ক্যান্সারের উপসর্গ এড়িয়ে যাচ্ছেন না তো?

দখিনের সময় ডেস্ক:
ক্যান্সার নিঃসন্দেহে জটিল রোগ। অনেক ক্ষেত্রেই উপসর্গ ছাড়াই হঠাৎ ভয়ঙ্কর রূপে দেখা দেয় এ রোগ। চিকিৎসকদের মতে, এই রোগ যত প্রাথমিক পর্যায়ে নির্ণয় করা যায়, ততই চিকিৎসার সুযোগ বেশি। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় ক্যান্সারের প্রাথমিক উপসর্গগুলোকে অবহেলা করেন অনেকেই। ফলে সময় থাকতে চিকিৎসা শুরু করা সম্ভব হয় না। ক্যান্সারের লক্ষণগুলো সম্পর্কে তাই অবগত থাকা জরুরি। সাম্প্রতিক একটি গবেষণা জানাচ্ছে, খাবার গিলতে সমস্যা হওয়া ক্যান্সারের একটি অন্যতম লক্ষণ হতে পারে।
ঠান্ডা লেগে গলাব্যথা হওয়া নতুন নয়। অনেকেই শীতকালে গলার ব্যথায় কষ্ট পান। তবে এই সমস্যা শুধু ঠান্ডা লাগার কারণে না-ও হতে পারে। ঠান্ডা লেগে গলাব্যথা হলে তা দু-চার দিনের বেশি থাকে না। কিন্তু গলাব্যথার কারণ যদি হয় ক্যান্সার, তা হলে সহজে ব্যথা সারতে চায় না। তাই গলাব্যথা যদি না কমে তা হলে একটু সতর্ক থাকা জরুরি। প্রয়োজনে চিকিৎসকেরর পরামর্শও নিতে হবে। গলাব্যথা ছাড়াও ক্যান্সারের আরও কিছু উপসর্গ রয়েছে। শরীরের বিভিন্ন অংশে মাংসপিণ্ড ফুলে যাওয়াও কিন্তু ক্যান্সারের উপসর্গ হতে পারে। এমন কিছু চোখে পড়লে অবিলম্বে চিকিৎসকের কাছে যাওয়া জরুরি।
কোনও কারণ ছাড়াই যদি ওজন কমতে থাকে, সে ক্ষেত্রেও বাড়তি গুরুত্ব দিয়ে দেখতে হবে। কারণ শরীরের ওজন ক্রমশ কমে যাওয়ার নেপথ্যে ক্যান্সার থাকতে পারে বলে মনে করছেন চিকিৎসকেরা। ওজন কমে যাওয়ার পেছনে একাধিক কারণ থাকতে পারে। ডায়াবেটিস, থাইরয়েডের সমস্যা কিংবা নিছক পুষ্টির অভাবেও অনেক সময় ওজন কমে যায়। তবে এই ধরনের কোনো সমস্যা যদি না থাকে, তা হলে এটি ক্যান্সারের লক্ষণ হতে পারে। ক্যান্সারের আরও একটি লক্ষণ হতে পারে অনবরত কাশি। এমনিতেই কাশি তিন সপ্তাহের বেশি স্থায়ী হলে তা গভীরতর রোগের ইঙ্গিত দেয়। ফুসফুসের ক্যান্সারের অন্যতম প্রধান লক্ষণ কাশি। তাই কাশি সহজে না কমলে তা উপেক্ষা করা ঠিক হবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

বাউফলে ইউএনও’র বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর বিরুদ্ধে অনিয়ম,দুনীতি ও অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈশোম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল...

নিজের চেয়ার ঠিক রাখতেই ব্যস্ত পুলিশ কর্মকর্তারা

দখিনের সময় ডেস্ক: জুলাই ২৪-এর আন্দোলনে গণহত্যার জন্য একক বাহিনী হিসেবে পুলিশকে দায়ী করা হয়। মানুষের ক্ষোভের আগুনে পুড়েছে বাহিনীটির শতশত থানা, যানবাহন। জীবন গেছে...

সংস্কারের আগে নির্বাচন করলে কখনোই সংস্কার হবে না: তোফায়েল

দখিনের সময় ডেস্ক: সংস্কারের আগে নির্বাচন করলে আর কখনোই সংস্কার হবে না। জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশন সদস্য...

Recent Comments