Home জাতীয় সোমবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে শুরু হচ্ছে বাস চলাচল

সোমবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে শুরু হচ্ছে বাস চলাচল

দখিনের সময় ডেস্ক:
অবশেষে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে শুরু হচ্ছে বাস চলাচল। সোমবার থেকে এই উড়াল এক্সপ্রেসওয়েতে আটটি দ্বিতল বাস চালানোর কথা জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি)। সংস্থাটির কর্তৃপক্ষ জানায়, বাসগুলো বিমানবন্দর হয়ে সরাসরি যাবে তেজগাঁও-ফার্মগেট পর্যন্ত। ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা এক্সপ্রেসওয়ের উদ্বোধনের পরদিন, ৩ সেপ্টেম্বর থেকে এটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এক্সপ্রেসওয়েতে মোটর সাইকেল ও সিএনজি অটোরিক্সা চলাচলের অনুমতি দেওয়া হয়নি। আর মাঝে থামার সুযোগ না থাকায় বেসরকারি বাস মালিকরাও এই পথে চলাচল করতে রাজী নন। ফলে এখানে শুধুমাত্র ব্যক্তিগত গাড়িই চলছে। এতে উড়াল সড়কটির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। বাস চলাচল শুরু হলে কেটে যাবে সে খরা।
বিআরটিসি জানায়, রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের খেজুরবাগান থেকে যাত্রা করবে বিমানবন্দরগামী বাস। বিজয় সরণি ফ্লাইওভার হয়ে এলিভেটেডে এক্সপ্রেসওয়েতে উঠবে। এরপর সরাসরি থামবে বিমানবন্দরে। মাঝপথে যাত্রী ওঠানামা করা যাবে না। এ পথে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা। তবে উত্তরার জসিমউদ্দীন মোড় পর্যন্ত গেলে দিতে হবে ৪০ টাকা। সংস্থাটির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বলেন, ‘এখানে সর্বনিম্ন ভাড়াটা প্রযোজ্য হবে না। তবে কোনো একজন যাত্রী যদি জসিমউদ্দিন থেকে উঠে কাউলায় স্টপেজ দিয়ে নেমে যায় তাহলে সেজন্য তাকে ১০টাকা দিতে হবে।’
চেয়ারম্যান আরও জানান, এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যাত্রী বাড়লে এসি বাস চালানোর পরিকল্পনা আছে তাদের। তিনি বলেন, ‘আমরা যদি প্রথম দিন আশা অনুযায়ী যাত্রী পাই তাহলে পরের দিন বাস ১০টা হয়ে যেতে পারে। ৮টা বাসের কথা বলেছি এজন্য যে, যদি আমরা যাত্রী নাও পাই তাও আমাদের ৮টা বাস থাকবে। এই ৮টা গাড়ি ডেডিকেটেডলি এখানে থাকবে।’ এরআগে, গত ৩ সেপ্টেম্বর এই এক্সপ্রেসওয়েতে বাস চালানোর ঘোষণা দিয়ে পরে সিদ্ধান্ত থেকে সরে আসে বিআরটিসি। সে সময়ের সিদ্ধান্ত অনুযায়ী, উড়াল সড়কটিতে ৭৯টি যাত্রীবাহি বাস চালানোর কথা ছিল।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে চট্টগ্রাম মহাসড়কের সাথে যুক্ত করবে। প্রাথমিক ভাবে বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত সড়কটি দিয়ে যান চলাচল করছে। মূল এক্সপ্রেসওয়টির দৈর্ঘ্য ধরা হয়েছে ১৯ দশমিক ৭৩ কিলোমিটার। ওঠানামার জন্য এতে থাকছে ৩১ টি র‍্যাম্প। এগুলোর দৈর্ঘ্য ২৭ কিলোমিটার। সে হিসেবে এক্সপ্রেসওয়েটির মোট দৈর্ঘ্য হচ্ছে ৪৬ দশমিক ৭৩ কিলোমিটার। এছাড়াও এটি বনানী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর, সায়েদাবাদ ও যাত্রাবাড়ীকে সংযুক্ত করবে।
এক্সপ্রেসওয়েতে ওঠার জন্য থাকছে ১৫ টি র‍্যাম্প। এই র‍্যাম্পগুলো ব্যবহার করে বিমানবন্দর, কুড়িল ইন্টারচেঞ্জ, আর্মি স্টেডিয়াম, সৈনিক ক্লাব, শহীদ তাজউদ্দীন আহমদ অ্যাভিনিউ, বিজয় সরণি, সোনারগাঁওমোড়, কমলাপুর রেলওয়ে স্টেশন, শনির আখড়া এবং পলাশী মোড় থেকে এক্সপ্রেসওয়েতে ওঠা যাবে। অন্যদিকে, এক্সপ্রেসওয়ে থেকে নামার জন্য থাকছে ১৬ টি র‍্যাম্প। এগুলো ব্যবহার করে বিমানবন্দর, কুড়িল ইন্টারচেঞ্জ, সেনানিবাস, আর্মি স্টেডিয়াম, সৈনিক ক্লাব, শহীদ তাজউদ্দীন আহমদ অ্যাভিনিউ, সোনারগাঁও মোড়, কমলাপুর রেলওয়ে স্টেশন, শনির আখড়া, ইন্দিরা রোড ও পলাশী মোড় দিয়ে এক্সপ্রেসওয়ে থেকে নামা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট অনুড়া কুমারা দিশানায়েকে

দখিনের সময় ডেস্ক: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মতো ভোট গণনায় জনতা বিমুক্তি পেরামুনা (জেভিপি) দলের নেতা ও ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) জোটের প্রার্থী অনুড়া দিশনায়েকে...

সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক: সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বরিশাল- ৫ আসনের সংসদ সদস্য ছিলেন। রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর...

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৯২৬

দখিনের সময় ডেস্ক: বর্ষা মৌসুম শুরুর পর থেকেই এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্তের হার বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে মৃত্যুর ঘটনাও।গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬...

বরিশালে দুই যুবককে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ!

দখিনের সময় ডেস্ক: বরিশাল নগরীর ৬ নং ওয়ার্ড গগন গলি এলাকায় ইসমাইল শিকদারের ছেলে সোহাগ মাহমুদ সিকদার ও তার ছোট ভাই প্রিন্স মাহমুদ সোহেল কে নির্মমভাবে কুপিয়ে...

Recent Comments