Home নির্বাচিত খবর লতিফ সিদ্দিকীর গাড়িবহরে মুরাদ সিদ্দিকীর ‘হামলা’

লতিফ সিদ্দিকীর গাড়িবহরে মুরাদ সিদ্দিকীর ‘হামলা’

দখিনের সময় ডেস্ক:
টাঙ্গাইলে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে তারই আপন ছোট ভাই মুরাদ সিদ্দিকীর বিরুদ্ধে। এ সময় দুই ভাইয়ের সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। এ ছাড়া একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে জেলার দেলদুয়ার উপজেলার পাথরাইল-ছিলিমপুর সড়কের দশকিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
লতিফ সিদ্দিকী ও মুরাদ সিদ্দিকীর অনুসারীরা জানান, আজ সকালে ১৯টি গাড়ির বহর নিয়ে আতিয়া মাজার জিয়ারত করতে যাচ্ছিলেন লতিফ সিদ্দিকী। গাড়ির বহর ঘটনাস্থলে পৌঁছালে মুরাদ সিদ্দিকী তাদের বাধা দেন। এ ছাড়া লতিফ সিদ্দিকীর সমর্থকদের মারধর করেন মুরাদ সিদ্দিকী। ঘটনাস্থলে লতিফ সিদ্দিকী পৌঁছালে মুরাদ সিদ্দিকী চলে যাওয়ার সময় তাদের দুই ভাইয়ের সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি হয়।
একপর্যায়ে মুরাদ সিদ্দিকীর বহরে থাকা পাঁচটি গাড়ির মধ্যে একটি মাইক্রোবাসের সামনের গ্লাস ভেঙে ফেলা হয়। পরে মুরাদ সিদ্দিকী অনুসারীদের নিয়ে তার টাঙ্গাইল শহরের বাসায় চলে যান। আর লতিফ সিদ্দিকী আতিয়া মাজার জিয়ারত করে কালিহাতীর এলেঙ্গাতে চলে যান।
অভিযোগ অস্বীকার করে মুরাদ সিদ্দিকী বলেন, ‘আমি কাদের সিদ্দিকী ও লতিফ সিদ্দিকীর ভাই। মাজার জিয়ারত শেষে বাসায় চলে এসেছি। ওখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’
এ বিষয়ে আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। তবে আমার ৪-৫ জন কর্মীকে মুরাদ মারধর করছে বলে তারা (অনুসারীরা) এ বিষয়ে নালিশ করেছে। মুরাদ্দ সিদ্দিকী বিভিন্নজনকে মোবাইলে হুমকি দিচ্ছে, সেটি আমি জানি। এলেঙ্গার মেয়রকে সে ভয় দেখাচ্ছে। আমি তাকে কখনো রাজনৈতিক নেতা মনে করি নাই। সে ঠিকাদার ও সন্ত্রাসী। এর বাইরে তাকে নিয়ে আমি কোনো চিন্তা করি নাই।’
তিনি বলেন, ‘ছাত্র রাজনীতি ও আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল আজাদ সিদ্দিকী। আমার জানা মতে মুরাদ সিদ্দিকী কোনো দিন আওয়ামী লীগও করে নাই, ছাত্রলীগও করে নাই। তাই তাকে নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই।’
এ বিষয়ে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মৃধা জানান, ঘটনাস্থলে তিনি নিজে ছিলেন। হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটেনি। তবে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

পোশাক শ্রমিকদের বিক্ষোভ: সেনা ও পুলিশের গাড়িতে আগুন, গুলিবিদ্ধ ২

দখিনের সময় ডেস্ক: রাজধানীর কচুক্ষেত এলাকায় যৌথবাহিনীর সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। তারা হলেন ঝুমা আক্তার (১৫) ও আলামিন (১৭)।...

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা আগুন

দখিনের সময় ডেস্ক: জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। রে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে জাপা কার্যালয়ের নিচ তলার কয়েকটি রুম...

জাতীয় পার্টির কার্যালয় সিলগালা করতে বিজয়নগরে দিকে শিক্ষার্থীরা

দখিনের সময় ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর ডাকে জাতীয় পার্টির কার্যালয় সিলগালা করতে বিজয়নগরের উদ্দেশ্যে রওনা করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে...

সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: টানা দ্বিতীয়বারের মতো সাফ শিরোপা জয় করে দেশে ফিরেছেন বাংলাদেশ নারী ফুটবল দল। সাবিনা-ঋতুপর্ণাদের দলকে আগামী ২ নভেম্বর সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা...

Recent Comments