Home আন্তর্জাতিক বৌদ্ধ ভিক্ষু সেজে থাইল্যান্ডে, ধরা পড়লেন ৭ বাংলাদেশি

বৌদ্ধ ভিক্ষু সেজে থাইল্যান্ডে, ধরা পড়লেন ৭ বাংলাদেশি

দখিনের সময় ডেস্ক:
অভাবনীয় জালিয়াতি করে আলোচনায় এসেছেন সাত বাংলাদেশি। যারা বৌদ্ধ ভিক্ষুর বেশ ধরে থাইল্যান্ডের সীমান্ত পাড়ি দেওয়ার সময় আটক হয়েছেন। পরে দেশটিতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার দেখানো হয় ওই ৭ বাংলাদেশিকে। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে থাইল্যান্ডের সংবদামধ্যম থাইগার। প্রতিবেদনে বলা হয়, ইমিগ্রেশনসংক্রান্ত যাচাইবাছাই এড়াতে বৌদ্ধ ভিক্ষুর বেশ ধরেছিলেন সাত বাংলাদেশি। কিন্তু শেষ রক্ষা হয়নি তাদের। থাইল্যান্ডের ইমিগ্রেশন ও হাট ইয়াই ট্যুরিস্ট পুলিশের কাছে ধরা পড়েছেন তারা।
জানা গেছে, থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় সোংখলা প্রদেশ থেকে ছদ্মবেশী এই সাত বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে চালানো হয় যৌথ অভিযান । সংবাদমাধ্যম থাইগার জানায়, গ্রেপ্তার হওয়া সবাই পুরুষ। তাদের মাথা কামানো ছিল। পরনে ছিল সন্ন্যাসীদের পোশাক। স্থানীয় লোকজনের সঙ্গে মিশে যেতে ও কর্তৃপক্ষের চোখ এড়াতে এমন বেশ ধরেছিলেন তারা। চক্রটির পেছনে কেউ রয়েছেন কি না, বিষয়টি খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ। এ ছাড়া এই সাতজনের বাইরে আর কোনো দল একইভাবে থাই সীমান্ত পাড়ি দিচ্ছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।
জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৪৬ বছর বয়সী রূপদা নামে একজন দলটির নেতৃত্ব দেওয়ার কথা স্বীকার করেছেন। থাই সংবাদ সংস্থা দ্য পাতায়া নিউজ জানিয়েছে, তদন্ত করে কর্তৃপক্ষ জানতে পারে, দলটি মিয়ানমার থেকে তাক প্রদেশের মায়ে সোট জেলার একটি পথ দিয়ে থাইল্যান্ডে প্রবেশ করেছিল। প্রাথমিকভাবে তারা বাংলাদেশ থেকে যাত্রা শুরু করেছিল। তাদের চূড়ান্ত গন্তব্য ছিল মালয়েশিয়া। গ্রেপ্তারের পর তাদের হাট ইয়াই থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের দেশে ফেরত পাঠানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

গ্যাস্ট্রিক থেকে চিরতরে মুক্তি দিতে পারে এই ৫ মশলা

দখিনের সময় ডেস্ক: গ্যাস্ট্রিক মানুষের নিত্যদিনের সঙ্গী। সকাল শুরু হয় বুকজ্বালা, পেটের মধ্যে মোচড়, চোয়া ঢেঁকুর দিয়ে। সেই রেশ দিনভর থাকে। ওষুধ খেয়ে তার পর...

শীতে ঠোঁট ফাটার সমস্যা কীভাবে এড়াবেন?

দখিনের সময় ডেস্ক: শীতের সময় ঘনিয়ে আসছে। এখন থেকেই ঠোঁট শুকিয়ে চামড়ায় টান পড়ছে। মুখে হালকা ময়েশ্চারাইজার মাখতেই হচ্ছে। আর কয়েকদিন পর থেকে বেছে নিতে...

শীতে পায়ের গোড়ালি ফাটা থেকে মুক্তি পেতে ব্যবস্থা নিন এখনই

দখিনের সময় ডেস্ক: ঋতু পরিবর্তনের পালাক্রমে শীত আসন্ন, ক’দিন বাদেই দেখা মিলবে। প্রকৃতির সেই প্রভাব পড়ে মানুষের ওপরও। এই সময় ত্বক হয়ে ওঠে শুষ্ক, রুক্ষ...

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সেরনিয়াবাত সাদিক

দখিনের সময় রিপোর্ট: জনপ্রিয়তা যাচাই করার সুযোগ করেদেবার জন্য প্রধানমন্ত্রী ও আওযামী  লীগ সভাপতি শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও...

Recent Comments