দখিনের সময় ডেস্ক:
হাংজু এশিয়ান গেমসের নারী ক্রিকেটে সোনা জিতে নিল ভারত। আজ সোমবারের ফাইনালে শ্রীলঙ্কার মেয়েদের ১৯ রানে হারিয়ে দিয়েছে ভারতের নারী ক্রিকেটাররা। ৪ ওভারে ১ মেডেনসহ মাত্র ৬ রানে ৩ উইকেট নিয়েছেন ভারতের পেসার তিতাস সাধু। এশিয়ান গেমসের চলতি আসরে ভারতের এটা দ্বিতীয় সোনা। প্রথম সোনা এসেছিল শ্যুটিংয়ে। টস জিতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৬ রান করে ভারত। শেফালি ভার্মার (৯) দ্রুত বিদায়ে ওপেনিং জুটির অবসান হয়। অপর ওপেনার স্মৃতি মান্ধানা আর তিনে নামা জেমাইমা রদ্রিগেজ মিলে ৭৩ রানের জুটি গড়েন।
তাদের ব্যাটিংয়ে মনে হচ্ছিল, ১৩০ রানের কাছাকাছি যেতে পারবে ভারত। কিন্তু ৪৬ রান করে মন্ধানা আউট হওয়ার পরেই খেই হারায় ভারতের ব্যাটিং। এরপর জেমাইমাও ৪২ রান করে আউট হয়ে যান। পরের ব্যাটাররা রান করতে না পারায় ভারত ৭ উইকেটে ১১৬ রানে থামে। জবাবে প্রথম ওভারেই ১২ রান নেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু। চাপ বাড়ার আগেই মঞ্চে আবির্ভাব তিতাস সাধুর।
দ্বিতীয় ওভারে আতাপাত্তুকে (১২) আউট করে শ্রীলঙ্কাকে বড় ধাক্কা দেন এই পেসার। সেখান থেকে লঙ্কানরা আর ঘুরে দাঁড়তে পারেনি। হাসিনি পেরেরা (২৫) ও নীলাক্ষি ডি সিলভার জুটিতে কিছুটা সময় তারা লড়াই করেছে। শেষ ৪ ওভারে শ্রীলঙ্কার জিততে দরকার ছিল ৪০ রান। পূজা বস্ত্রকর আউট করেন ২৩ রান করা নীলাক্ষিকে। শেষ পর্যন্ত ৯৭ রানে শেষ হয়ে যায় তাদের ইনিংস। ১৯ রানের জয়ে সোনা জিতে নেয় ভারত।