Home নির্বাচিত খবর কম খরচে সারারাত চলে ইলিশ বিলাস

কম খরচে সারারাত চলে ইলিশ বিলাস

দখিনের সময় ডেস্ক:
বড় তাওয়ায় গরম তেলে ভাজা হচ্ছে ইলিশ। তাওয়ার চারপাশে ভিড় করেছেন ইলিশ খেতে আসা বিভিন্ন জেলার মানুষ। সারারাত এভাবেই চলে ইলিশ উৎসব। নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাটে রুপালি ইলিশ খেতে বন্ধু-বান্ধব, পরিবার ও স্বজনদের নিয়ে অসংখ্য মানুষ যোগ দেন এই উৎসবে।
দ্বীপ উপজেলা হাতিয়ার প্রবেশপথ চেয়ারম্যান ঘাট ইলিশের মৌসুমে বেশ জমজমাট হয়ে উঠেছে। দরদাম করে মাছ কিনছেন ক্রেতারা। ইলিশের দামও তুলনামূলক কম। সেই মাছ চাহিদা মোতাবেক ভেজে বা রান্না করে পরিবেশন করা হচ্ছে গরম ভাতের সঙ্গে। আবার কেউ কেউ মুড়ি দিয়ে খাচ্ছেন ইলিশ ভাজা। এছাড়া আছে গরম ভাতের সঙ্গে ইলিশ মাছ, মাছের ডিম ভাজা, লেজ ভর্তা, বেগুনের চপ, স্থানীয় পান, দই, মিষ্টি ও চা।
স্থানীয়রা জানান, ইলিশের মৌসুমে চেয়ারম্যান ঘাটে মানুষের প্রতিদিনের ব্যবসা এটি। এখানে দিনের চেয়ে রাতে ব্যস্ততা বেশি থাকে। মেঘনা নদীতে হাতিয়ার জেলেদের ধরা এসব রুপালি ইলিশের চাহিদাও বেশি। এখানে স্থায়ী-অস্থায়ী দোকান মিলে প্রায় ২০টি দোকান রয়েছে। এর মধ্যে অস্থায়ী দোকান রয়েছে ১০টির মতো। অস্থায়ী দোকানগুলোতে গড়ে ১০ হাজার টাকার ইলিশ বিক্রি হয়। স্থায়ী দোকানে আরও কয়েক গুণ বেশি বিক্রি হয়। ফলে সব মিলে প্রতি রাতে বিক্রি হয় লাখ টাকা বা আরও বেশি। প্রতি বৃহস্পতি ও শুক্রবার বিক্রি বেশি হয় বলে জানান এখানকার বিক্রেতারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

দখিনের সময় ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবিগঞ্জে মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন । বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল আলীম...

সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যা: ৮ শিক্ষার্থী বহিষ্কার

দখিনের সময় ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যা করার ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের আটজন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। সাময়িক...

বাউফলে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বাউফল প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে কালাইয়া-বাউফল ও বরিশাল সড়ক অবরোধ করেছেন কয়েকশ বিক্ষুব্ধ শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে দুপুর ১ পর্যন্ত দুই ঘন্টা দাশপাড়া...

Recent Comments