Home খেলাধূলা ভারতের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ

ভারতের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ

দখিনের সময় ডেস্ক:
আগামী ৫ অক্টোবর ভারতে মাটিতে শুরু হবে ১৩তম ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। আসন্ন এই প্রতিযোগিতায় খেলতে দেশ ছেড়েছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার সময় বাংলাদেশ বিমানের ফ্লাইটে ভারতের গোহাটির উদ্দেশ্যে রওনা দিয়েছে বাংলাদেশ। এর আগে আগে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিক ভাবে দলীয় ফটোসেশন করে টাইগাররা।
ফটোসেশনের সময় বেশ ফুরফুরে মেজাজেই দেখা যায় সাকিবকে। হাসি ঠাট্টায় শান্ত, মিরাজ, শরীফুলদের সঙ্গে দেখা যায় বাংলাদেশ অধিনায়ককে। এসময় খেলোয়াড়রা ছাড়াও দলের কোচিং স্টাফরা ছিলেন। বিশ্বকাপে সাকিবদের টিম ডিরেক্টরের দায়িত্ব পাওয়া খালেদ মাহমুদ সুজনকেও দেখা যায় ফটোসেশনে। বাংলাদেশ ছাড়ার আগে সংবামাধ্যমের মুখোমুখি হন খালেদ মাহমুদ সুজন। এসময় সুজন বলেন, ‘আমাদের টিমটা এক্সাইটিং ক্রিকেট টিম। আমাদের দলে অভিজ্ঞতার সঙ্গে তরুণরাও রয়েছে। একটা কথা সিনিয়র খেলোয়াড়েরাই বলছিল, এখন না পারলে কখন! আমিও মনে করি, এখন না পারলে কখন। এটাই আমাদের হাই টাইম।’
দেশ ছাড়ার আগে ক্রিকেট সমর্থকদের কাছে দোআ চেয়েছেন সুজন। তিনি আরও বলেন, ‘বাংলাদেশ যখন খেলে, সারা দেশ খেলে। সবাই উৎসুক হয়ে তাকিয়ে থাকেন। অনেকে নামাজ পড়েন, দোআ করেন। সেটাই থাকুক। আমাদের প্রতি বিশ্বাস রাখুন। অনেকে বলবে, অনেক ছোট ছোট ছেলে যাচ্ছে। তবে এদের অনেক ভালো করার সামর্থ্য রয়েছে। যে ১৫ জনকে বেছে নেওয়া হয়েছে তারা অবশ্যই সেরা। এটা মানতেই হবে এবং আস্থা রাখতে হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

দখিনের সময় ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবিগঞ্জে মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন । বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল আলীম...

সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যা: ৮ শিক্ষার্থী বহিষ্কার

দখিনের সময় ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যা করার ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের আটজন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। সাময়িক...

Recent Comments