Home খেলাধূলা ভারতের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ

ভারতের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ

দখিনের সময় ডেস্ক:
আগামী ৫ অক্টোবর ভারতে মাটিতে শুরু হবে ১৩তম ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। আসন্ন এই প্রতিযোগিতায় খেলতে দেশ ছেড়েছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার সময় বাংলাদেশ বিমানের ফ্লাইটে ভারতের গোহাটির উদ্দেশ্যে রওনা দিয়েছে বাংলাদেশ। এর আগে আগে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিক ভাবে দলীয় ফটোসেশন করে টাইগাররা।
ফটোসেশনের সময় বেশ ফুরফুরে মেজাজেই দেখা যায় সাকিবকে। হাসি ঠাট্টায় শান্ত, মিরাজ, শরীফুলদের সঙ্গে দেখা যায় বাংলাদেশ অধিনায়ককে। এসময় খেলোয়াড়রা ছাড়াও দলের কোচিং স্টাফরা ছিলেন। বিশ্বকাপে সাকিবদের টিম ডিরেক্টরের দায়িত্ব পাওয়া খালেদ মাহমুদ সুজনকেও দেখা যায় ফটোসেশনে। বাংলাদেশ ছাড়ার আগে সংবামাধ্যমের মুখোমুখি হন খালেদ মাহমুদ সুজন। এসময় সুজন বলেন, ‘আমাদের টিমটা এক্সাইটিং ক্রিকেট টিম। আমাদের দলে অভিজ্ঞতার সঙ্গে তরুণরাও রয়েছে। একটা কথা সিনিয়র খেলোয়াড়েরাই বলছিল, এখন না পারলে কখন! আমিও মনে করি, এখন না পারলে কখন। এটাই আমাদের হাই টাইম।’
দেশ ছাড়ার আগে ক্রিকেট সমর্থকদের কাছে দোআ চেয়েছেন সুজন। তিনি আরও বলেন, ‘বাংলাদেশ যখন খেলে, সারা দেশ খেলে। সবাই উৎসুক হয়ে তাকিয়ে থাকেন। অনেকে নামাজ পড়েন, দোআ করেন। সেটাই থাকুক। আমাদের প্রতি বিশ্বাস রাখুন। অনেকে বলবে, অনেক ছোট ছোট ছেলে যাচ্ছে। তবে এদের অনেক ভালো করার সামর্থ্য রয়েছে। যে ১৫ জনকে বেছে নেওয়া হয়েছে তারা অবশ্যই সেরা। এটা মানতেই হবে এবং আস্থা রাখতে হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

মোহিনীর প্রেমের এআর রহমানের বিচ্ছেদ, যা বলছেন পুত্র

দখিনের সময় ডেস্ক: ব্যক্তিজীবন নিয়ে সংবাদের শিরোনামে এআর রহমান। সায়রা বানুর সঙ্গে দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যের অবসান। বুধবার রাতে রহমানের স্ত্রী সায়রার আইনজীবী এই খবর...

স্মার্টফোনে ইন্টারনেট চলে যাচ্ছে? জেনে নিন গতি বাড়ানোর কৌশল!

দখিনের সময় ডেস্ক: অনেকেই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় হঠাৎ করেই দেখেন, নেটওয়ার্ক চলে গেছে। আশেপাশের অন্যরা নির্বিঘ্নে ইন্টারনেট ব্যবহার করতে পারলেও আপনার ফোনেই সমস্যা...

প্রতিদিন ৩-৪ লিটার পানি পান করলে কী হয়?

দখিনের সময় ডেস্ক: ওজন কমানো একটি চ্যালেঞ্জিং কাজ হতে পারে। কঠোর ডায়েট অনুসরণ করা, খাবারের প্রতি লোভ নিয়ন্ত্রণ করা, প্রতিদিন জিমে যাওয়া, কঠোর ওয়ার্কআউট করা...

ডিভোর্সের দুদিন পরই সুখবর দিলেন এ আর রহমান

দখিনের সময় ডেস্ক: নিন্দুকরা মনে করছে বাংলার মেয়ে গিটার বাদক মোহিনী দে-র জন্যই হয়ত সায়রাকে ছেড়েছেন ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী ও সুরকার এ আর রহমানের। তবে...

Recent Comments