দখিনের সময় ডেস্ক:
রাজধানীর উত্তরায় মুঠোফোন ছিনিয়ে নেওয়া ছিনতাইকারীকে ধাওয়া করে ধরতে গিয়ে ছুরিকাঘাতে দেলোয়ার হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার ছোট ভাই আনোয়ার হোসেন (২৫)। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের বিএনএস সেন্টারের সামনে প্রধান সড়কে এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার উত্তরার একটি বাড়ির তত্ত্বাবধানকারী ছিলেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহে।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুম আলম গণমাধ্যমকে বলেন, গত রাতে দেলোয়ার গৃহস্থলির মালামাল নিয়ে একটি পিকআপে করে গ্রামের বাড়ি ময়মনসিংহে যাচ্ছিলেন। দেলোয়ার পিকআপের পেছনে ছিলেন। উত্তরা এলাকা দিয়ে যাওয়ার সময় পিকআপটি ধীরগতিতে চলছিল। এ সময় এক ছিনতাইকারী দেলোয়ারের হাত থেকে মুঠোফোন ছিনিয়ে নেয়। দেলোয়ার চালককে পিকআপ থামাতে বলেন। চালক পিকআপ থামালে দেলোয়ার ছিনতাইকারীর পিছু নেন। দৌড়ে ধরে ফেলেন। তখন ছিনতাইকারী দেলোয়ারের বুকে ও পেটে ছুরিকাঘাত করে এবং মুঠোফোন নিয়ে পালিয়ে যায়।
উত্তরা পশ্চিম থানা-পুলিশ জানায়, ছিনতাইকারীর ছুরিকাঘাতে দেলোয়ার ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠায়। পুলিশ জানায়, এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। ছিনতাইকারীকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।