Home রাজনীতি ওবায়দুল কাদেরের বক্তব্য আক্রমণাত্মক : রিজভী

ওবায়দুল কাদেরের বক্তব্য আক্রমণাত্মক : রিজভী

দখিনের সময় ডেস্ক:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য মানবতাহীন, আক্রমণাত্মক ও সন্ত্রাসীদের মতো বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ওবায়দুল কাদের বলেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের প্রতিহত করবে। বিরোধী দলের কী সভা-সমাবেশ করার অধিকার নেই? বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মহিলা দলের এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আগামীকাল মহিলা দলের নারী সমাবেশে প্রস্তুতি তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
রিজভী বলেন, ওবায়দুল কাদের ৩৬ দিনের কথা বলছেন, এটা শেষ হলে কী করবেন? ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীদের লেলিয়ে দেবেন। তারা বিএনপির সভা-সমাবেশে লাঠি, দা-ছুরি নিয়ে আক্রমণ করবে? খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাবন্দি রাখা হয়েছে দাবি করে রিজভী বলেন, তাকে চিকিৎসা থেকেও বঞ্চিত করা হচ্ছে। কারাবন্দী হিসেবে ১/১১র সময় শেখ হাসিনা বিদেশে চিকিৎসা নিয়েছেন। শুধু তাই নয়, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম, মায়া চৌধুরী ও হাজী সেলিম কারাবন্দী অবস্থান বিদেশি চিকিৎসা নিয়েছেন। কিন্তু দেশনেত্রী খালেদা জিয়াকে চিকিৎসা দিচ্ছে না সরকার।
খালেদা জিয়া বিদেশি চিকিৎসা নিয়ে আইনমন্ত্রী দেওয়ার বক্তব্যের প্রসঙ্গে রিজভী বলেন, আজকের আইনমন্ত্রী ১/১১ সরকারের সময় দুদকের আইনজীবী হিসেবে রাজনীতিবিদের ওপর সবচেয়ে বেশি কাজ করেছেন। এই ব্যক্তিটি অত্যন্ত নিষ্ঠুর। বাংলাদেশ এখন তো শেখ হাসিনার আইন চলছে। দেশের প্রচলিত আইনের সঙ্গে তার কোনো মিল নেই। আইনমন্ত্রী শেখ হাসিনাকে খুশি করতে বক্তব্য দিয়ে যাচ্ছেন।
আগামীকাল নারী সমাবেশে সবাইকে অংশ নিতে আহ্বান জানিয়ে মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস বলেন, এদেশ সবচেয়ে বেশি নির্যাতিত নারীরা। স্বামীকে আটক করলে নারীদের ছেলে-মেয়েদের সবকিছুর ব্যবস্থা করতে হয়। বাজারে নারীদের যেতে হয়। আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের খাদিজাকে এই সরকার বিনা বিচারে আটকে রেখেছেন। আসুন সবাই এই সরকারের অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করি। এসময় উপস্থিত ছিলেন, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ ও বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা আব্দুস সালাম প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

প্রতিদিন খেজুর খাবেন যে কারণে

দখিনের সময় ডেস্ক: আপনার কি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সুস্বাদু কোনো খাবার প্রয়োজন এবং সেইসঙ্গে অতিরিক্ত ওজন কমাতে চাইছেন? এক্ষেত্রে সবচেয়ে ভালো হতে পারে খেজুর।...

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

বাউফলে ইউএনও’র বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর বিরুদ্ধে অনিয়ম,দুনীতি ও অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈশোম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল...

নিজের চেয়ার ঠিক রাখতেই ব্যস্ত পুলিশ কর্মকর্তারা

দখিনের সময় ডেস্ক: জুলাই ২৪-এর আন্দোলনে গণহত্যার জন্য একক বাহিনী হিসেবে পুলিশকে দায়ী করা হয়। মানুষের ক্ষোভের আগুনে পুড়েছে বাহিনীটির শতশত থানা, যানবাহন। জীবন গেছে...

Recent Comments