Home রাজনীতি ওবায়দুল কাদেরের বক্তব্য আক্রমণাত্মক : রিজভী

ওবায়দুল কাদেরের বক্তব্য আক্রমণাত্মক : রিজভী

দখিনের সময় ডেস্ক:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য মানবতাহীন, আক্রমণাত্মক ও সন্ত্রাসীদের মতো বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ওবায়দুল কাদের বলেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের প্রতিহত করবে। বিরোধী দলের কী সভা-সমাবেশ করার অধিকার নেই? বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মহিলা দলের এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আগামীকাল মহিলা দলের নারী সমাবেশে প্রস্তুতি তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
রিজভী বলেন, ওবায়দুল কাদের ৩৬ দিনের কথা বলছেন, এটা শেষ হলে কী করবেন? ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীদের লেলিয়ে দেবেন। তারা বিএনপির সভা-সমাবেশে লাঠি, দা-ছুরি নিয়ে আক্রমণ করবে? খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাবন্দি রাখা হয়েছে দাবি করে রিজভী বলেন, তাকে চিকিৎসা থেকেও বঞ্চিত করা হচ্ছে। কারাবন্দী হিসেবে ১/১১র সময় শেখ হাসিনা বিদেশে চিকিৎসা নিয়েছেন। শুধু তাই নয়, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম, মায়া চৌধুরী ও হাজী সেলিম কারাবন্দী অবস্থান বিদেশি চিকিৎসা নিয়েছেন। কিন্তু দেশনেত্রী খালেদা জিয়াকে চিকিৎসা দিচ্ছে না সরকার।
খালেদা জিয়া বিদেশি চিকিৎসা নিয়ে আইনমন্ত্রী দেওয়ার বক্তব্যের প্রসঙ্গে রিজভী বলেন, আজকের আইনমন্ত্রী ১/১১ সরকারের সময় দুদকের আইনজীবী হিসেবে রাজনীতিবিদের ওপর সবচেয়ে বেশি কাজ করেছেন। এই ব্যক্তিটি অত্যন্ত নিষ্ঠুর। বাংলাদেশ এখন তো শেখ হাসিনার আইন চলছে। দেশের প্রচলিত আইনের সঙ্গে তার কোনো মিল নেই। আইনমন্ত্রী শেখ হাসিনাকে খুশি করতে বক্তব্য দিয়ে যাচ্ছেন।
আগামীকাল নারী সমাবেশে সবাইকে অংশ নিতে আহ্বান জানিয়ে মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস বলেন, এদেশ সবচেয়ে বেশি নির্যাতিত নারীরা। স্বামীকে আটক করলে নারীদের ছেলে-মেয়েদের সবকিছুর ব্যবস্থা করতে হয়। বাজারে নারীদের যেতে হয়। আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের খাদিজাকে এই সরকার বিনা বিচারে আটকে রেখেছেন। আসুন সবাই এই সরকারের অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করি। এসময় উপস্থিত ছিলেন, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ ও বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা আব্দুস সালাম প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কীর্তনখোলা নদীতে সাইনবোর্ড বসিয়ে মালিকানা দাবি

দখিনের সময় ডেস্ক: করেছে সামিট বরিশাল পাওয়ার লিমিটেড। জমির মালিকানা দাবির সাইনবোর্ড সম্বলিত একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ড...

মৃত্যুদণ্ড কার্যকরের আগ মুহূর্তে ছেলের খুনিকে ক্ষমা করলেন বাবা

দখিনের সময় ডেস্ক: মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। সব প্রস্তুতি সম্পন্ন। ঠিক সেই মুহূর্তে নিজ ছেলের হত্যাকারীকে ক্ষমা করে দিয়েছেন সৌদির এক বাবা। শেষ সময়ে তার...

ফ্লাইট মাঝ-আকাশে নারীর কারণে জরুরি অবতরণ, ফ্লাইটের নিরাপত্তা কর্মকর্তা লাঞ্ছিত

দখিনের সময় ডেস্ক: মাঝ-আকাশে কয়েকজন নারী যাত্রীর তর্ক-বিতর্ক ও হাতাহাতির ঘটনার পর কুয়েত এয়ারওয়েজের থাইল্যান্ড থেকে কুয়েতগামী একটি ফ্লাইট ব্যাংককে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে।...

হাসপাতালে চিকিৎসাধীন নবজাতক ফেলে মা উধাও

দখিনের সময় ডেস্ক: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন এক নবজাতককে ফেলে গেছেন প্রসূতি ও স্বজনরা। রোববার (৫ মে) ভোরে হাসপাতালের শেখ রাসেল স্ক্যানু...

Recent Comments