Home শীর্ষ খবর ফ্লাইট মাঝ-আকাশে নারীর কারণে জরুরি অবতরণ, ফ্লাইটের নিরাপত্তা কর্মকর্তা লাঞ্ছিত

ফ্লাইট মাঝ-আকাশে নারীর কারণে জরুরি অবতরণ, ফ্লাইটের নিরাপত্তা কর্মকর্তা লাঞ্ছিত

দখিনের সময় ডেস্ক:
মাঝ-আকাশে কয়েকজন নারী যাত্রীর তর্ক-বিতর্ক ও হাতাহাতির ঘটনার পর কুয়েত এয়ারওয়েজের থাইল্যান্ড থেকে কুয়েতগামী একটি ফ্লাইট ব্যাংককে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টার সময় ফ্লাইটের নিরাপত্তা কর্মকর্তাকেও লাঞ্ছিত করেছেন ওই নারীরা। পরে অভিযুক্ত ওই নারী যাত্রীদের আটক করা হয়।
সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার থাইল্যান্ড থেকে কুয়েতগামী কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটে এই ঘটনা ঘটেছে। ফ্লাইট মাঝ-আকাশে থাকাকালীন কয়েকজন নারী যাত্রী বাদানুবাদে জড়িয়ে পড়েন। এমনকি তাদের মধ্যে কেউ কেউ সহিংস আচরণ করেন। পরিস্থিতি এমন আকার ধারণ করে যে বিমানের নিরাপত্তা কর্মকর্তাকেও লাঞ্ছিত করা হয়।
মাঝ-আকাশে যাত্রীদের এমন আচরণের ঘটনায় বিমানের পাইলট ফ্লাইটের গতিপথ পাল্টে ব্যাংকক আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। বিমানের সব যাত্রী ও ক্রুদের নিরাপত্তা এবং সুরক্ষা বিবেচনায় ফ্লাইটটি ব্যাংককে অবতরণ করা হয়। পরে ব্যাংকক থেকে ফ্লাইটটি কুয়েতে ফেরার পর কুয়েতের পাবলিক প্রসিকিউশন বিভাগ বিমানে সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে কয়েকজন নারী যাত্রীকে আটক করে।
এই ঘটনায় উত্তেজনা বৃদ্ধি, বিমানের নিরাপত্তা কর্মকর্তাকে ব্যবস্থা নিতে বাধা ও লাঞ্ছিত করায় অন্য দুই যাত্রীর বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। ওই দুই ব্যক্তি নারীদের বাদানুবাদে উসকানি দিয়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করেন। কুয়েতের পাবলিক প্রসিকিউশন বিভাগ আটক যাত্রীদের জিজ্ঞাসাবাদের পর আনুষ্ঠানিকভাবে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে। চলমান তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবে অধিক জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তদের মধ্যে দু’জনকে কুয়েতের জেনারেল ডিপার্টমেন্ট অব ক্রিমিনাল এভিডেন্সে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শিশুদের সঙ্গে শিক্ষকের বিকৃতযৌনাচার, ৩০ ছাত্রকে বলাৎকার

দখিনের সময় ডেস্ক: দশ বছরের কম বয়সী ৩০ জন স্কুলছাত্রের সঙ্গে বিকৃত যৌনাচার করেছেন ৩৩ বছরের শিক্ষক মো. আব্দুল ওয়াকেল। শিশুদের বলাৎকার করে তিনি মোবাইলে...

রাজনীতিতে রনো ভাইরা আর নেই

রিকশায় না এসে প্রাইভেট কারে আসা এবং ধানমন্ডির ফ্ল্যাটে থাকার বিষয়ে রনো ভাইয়ের লজ্জিত হওয়ার বিষয়টি আমাকে বহু বছর ধরে বহুবার আন্দোলিত করেছে। ধরাধাম...

যা অছে ইইউ ট্যাক্স অবজারভেটরির রিপোর্টে

দখিনের সময় ডেস্ক: ইইউ ট্যাক্স অবজারভেটরির রিপোর্টের তথ্য অনুযায়ী ২০২২ সালে দুবাই শহরে সাড়ে বাইশ কোটি ডলারের সম্পদ কিনেছেন ৩৯৪ জন। তবে আরও বিভিন্ন তথ্যাদি...

পুলিশের খপ্পরে মৌ চাষির ট্রাক, মরেছে পাঁচ লাখ টাকার মৌমাছি

দখিনের সময় ডেস্ক: দিনাজপুর থেকে ট্রাকে করে ২৫১ বাক্স মৌমাছি নিয়ে রাজবাড়ীতে আসছিলেন মৌচাষি মো. খলিফর রহমান। পথে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের মনসার বটতলা...

Recent Comments