Home শীর্ষ খবর ব্যাংকে ঢুকে ১০ লাখ টাকা ছিনতাইকালে যুবক আটক

ব্যাংকে ঢুকে ১০ লাখ টাকা ছিনতাইকালে যুবক আটক

দখিনের সময় ডেস্ক:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি থেকে ১০ লাখ টাকা ছিনতাইকালে উজ্জ্বল (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ব্যাংকের ক্যাশ ইনচার্জের কক্ষ টাকা নিয়ে পালানোর সময় ব্যাংকের স্টাফসহ স্থানীয়রা তাকে ধাওয়া দিয়ে আটক করেন। পরে তাকে গণধোলাই শেষে পুলিশে সোপর্দ করা হয়।
অভিযুক্ত উজ্জ্বল চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের বড় দুধ পাতিলা গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে। আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার নাথা ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির আলমডাঙ্গা শাখায় প্রবেশ করেন উজ্জল। সুযোগ বুঝে অতর্কিতভাবে ব্যাংকের শাখার ক্যাশ ইনচার্জের কক্ষে প্রবেশ করে টেবিলের ওপরে থাকা এক হাজার টাকার নোট সম্বলিত ১০টি বান্ডেলে মোট ১০ লাখ টাকা জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ক্যাশে কর্মরত সহকারী অফিসার কায়সার আলম উজ্জ্বলকে টাকা নিয়ে যেতে বাধা দিলে তাকে ভীতি প্রদর্শন ও বল প্রয়োগ করে ধাক্কা দিয়ে টাকা ছিনতাই করে দৌঁড় দেন উজ্জল।
সহকারী অফিসার কায়সার আলমসহ অন্যান্য অফিসাররা চিৎকার চেঁচামেচি করলে ইসলামী ব্যাংকে কর্মরত অফিসার ও উপস্থিত গ্রাহকদের সহযোগিতায় তাকে ধাওয়া করে আটক করা হয়। এরপরই ব্যাংকের ম্যানেজার আব্দুল ওয়াদুদ ছিনতাইকারী উজ্জলের হাতে থাকা ১০ লাখ টাকার বান্ডেল হেফাজতে নিয়ে ক্যাশ ইনচার্জ গিয়াস উদ্দিনকে বুঝিয়ে দেন।
আটকের পর জিজ্ঞাসাবাদে উজ্জল জানান, তিনি গত ২ আগস্টসহ বিভিন্ন সময়ে এই ব্যাংকে প্রবেশ করে চুরি এবং ছিনতাই করার উদ্দেশ্যে ব্যাংকের সকল কার্যক্রম ও গতিবিধি পর্যবেক্ষণ করে গেছেন। এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, উজ্জ্বল পালিয়ে যাওয়ার সময় আটকের পর উত্তেজিত জনতার মারপিটে সামান্য আহত হওয়ায় পুলিশ তাকে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হারদি হাসপাতাল) প্রাথমিক চিকিৎসা দেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

খালেদা জিয়ার সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের সাক্ষাৎ

দখিনের সময় ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠান...

স্কলারশিপ-এ পাকিস্তানে পড়ার সুযোগ ১০০ বাংলাদেশি, প্রধানমন্ত্রীর অনুমোদন

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন দিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্কলারশিপে ১০০ বাংলাদেশিকে পাকিস্তানে পড়ার সুযোগ দেওয়ার বিষয়টির অনুমোদন দিয়েছেন। সংবাদমাধ্যম...

Recent Comments