Home নির্বাচিত খবর জিএস থেকে ইউপি চেয়ারম্যান, অনন্য এক দৃষ্টান্ত শাহরিয়ার বাবু

জিএস থেকে ইউপি চেয়ারম্যান, অনন্য এক দৃষ্টান্ত শাহরিয়ার বাবু

জিল্লুর রহমান মামুন:
চেয়ারম্যান আহম্মেদ শাহরিয়ার বাবুর নেতৃত্বে বরিশাল সদর উপজেলার ১নং রায়পাশা-কড়াপুর ইউনিয়ন পরিষদ চলছে অনন্য এক ধারায়। ফলে ভবনে দালাল চক্রের দেখা নেই, কোন বিক্ষুব্দ ফরিয়াদী নেই, অনিয়মের অভিযোগ নেই, ভবনের বাইরে বা ভিতরে নেই জটলা। সবকিছু চলছে বিধি-বিধানের আওতায়, সরকারী নিয়মে। সবমিলিয়ে ইউপি চেয়ারম্যান হিসেবে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন শাহরিয়ার বাবু। কিন্তু এর কৌশল কী?
এ প্রসঙ্গে দৈনিক দখিনের সময়-এর নঙে্গে আলাপকালে চেয়ারম্যান শাহরিয়ার বাবু বলেন, আমি সব সময় বিবেচনায় রাখি যাতে আমার কারণে আমার দল আওয়ামী লীগ, দলের নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, আমার অভিভাবক আবুল হাসনাত আবদুল্লাহ ও সেরনিয়াবাত সাদিক আবদুল্লার কোন বদনাম না হয়। আমি সবসময় মনে রাখি, আমি তাঁদের কারণেই চেয়ারম্যান। তাঁরা বাছাই করেছেন বলেই জনগণ আমাকে আস্থায় নিয়ে নির্বাচিত করেছেন। আমি কোন অনিয়ম করি না, কাউকে অনিয়মে প্রশ্রয় দেই না!
উল্লেখ্য, গত ইউপি নির্বাচনে জামায়াত-বিএনপির শক্ত প্রার্থী, সিটিং চেয়ারম্যানের প্রতিদ্বন্দ্বী এবং দলীয় বিদ্রোহী প্রার্থীকে হাড্ডাহাড্ডি ভোট যুদ্ধে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আহম্মেদ শাহরিয়ার বাবু। স্মরণ করা যেতে পারে, এর চেয়েও কঠিন বৈরিতা মোকাবিলা করে তিনি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্র সংসদের জিএস নির্বাচিত হয়েছিলেন ১৯৯১ সালে। তখন আওয়ামী লীগের জন্য চরম বৈরী সরকার ক্ষমতায় । অবশ্য, নূরিয়া স্কুলের দশম শ্রেনীর ছাত্র থাকাকালে রাজনীতিতে সম্পৃক্ত হওয়া থেকে এ পর্যন্ত তাঁর ৪০ বছরে  রাজনৈতিক জীবন বৈরী পরিস্থিতি মোকাবিলা করেই এগিয়েছে। এমন কি তাঁর দল ক্ষমতাসীন থাকা অবস্থায়ও বরিশার সদর উপজেলা পরিষদের ২০২১ সালের ১৮ আগস্ট রহস্যজনক ঘটনার জেরে জেল-জুলুমের শিকার হয়েছেন ‘রাজনীতিতে ইমানদার’ ব্যক্তি হিসেবে পরিচিত শাহরিয়ার বাবু।

১নং রায়পাশা-কড়াপুর ইউনিয়ন পরিষদ ভবন

উল্লেখ্য, ৪০ বর্গ কিলোমিটার এলাকার ১নং রায়পাশা-কড়াপুর ইউনিয়নের  জনসংখ্যা প্রায় ৩৫ হাজার। এর মধ্যে সরকারের বিভিন্ন ভাতার সুবিধাভোগী অন্তত ৬ হাজার ৫শ’। অথচ এদের কারো কোন অভিযোগ নেই। এতোটাই সঠিকভাবে পরিষদ পরিচালনা করছেন চেরম্যানের শাহরিয়ার বাবু। এ কারণে অতীতের সকল রেকর্ড ভেঙ্গে চেয়ারম্যান হিসেবে তিনি জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। শুধু তাই নয়, তিনি জনপ্রিয় তার পরিষদ সদস্যর মধ্যেও। যে কারনে ২৩ সেপ্টেম্বর পপুলার স্কুল মাঠে  সদর আসনের সংসদ সদস্য এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল(অব:) জাহিদ ফারুক শামিমের জনসভায় পরিষদের ১২ সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন মাত্র দুই জন। এই দুই জনের মধ্যে আবার একজন সংরক্ষিত আসনের মহিলা সদস্য। বিশেষভাবে উল্লেখ্য, আহম্মেদ শাহরিয়ার বাবু ১নং রায়পাশা কড়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

গাজা-লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে  ৪৪ হাজার

দখিনের সময়  ডেস্কঃ গাজা-লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় প্রাণ গেছে ৮৮ ফিলিস্তিনির। খবর...

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

খালেদা জিয়ার সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের সাক্ষাৎ

দখিনের সময় ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠান...

Recent Comments