Home শীর্ষ খবর দেশে আগামী তিন মাস আমদানি করার মতো সংস্থান আছে: পরিকল্পনামন্ত্রী

দেশে আগামী তিন মাস আমদানি করার মতো সংস্থান আছে: পরিকল্পনামন্ত্রী

দখিনের সময় ডেস্ক:
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, দেশ অর্থনৈতিক চাপে আছে, এটা সরকার প্রধান শেখ হাসিনাও বলেছেন। তবে এটা সমস্যা, সংকট নয়। দেশে আগামী তিন মাস আমদানি করার মতো সংস্থান আছে। সংকটের কথা আইএমএফও বলেনি, তারা বলছে এইটা করলে ভালো, ওইটা করলে ভালো। আমরা করবো, কিন্তু আমরা যেটা করতে পারবো না সেটা তাদের সাথে শেয়ার করবো। অন্য বিকল্প খুঁজব, এইটা পারছি না অন্য একটা দেখব। এটা চলমান প্রক্রিয়া।
আজ শনিবার (৭ অক্টোবর) দুুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জে গণঅভ্যর্থনা ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পরিকল্পনামন্ত্রী বলেন দেশের প্রদান সমস্যা হলো মূল্যস্ফীতি। আমরা বুঝি, কারণ জিনিসপত্রের দাম বেড়েছে, বিশেষ করে নিম্ন আয়ের মানুষের কাছে আমরা দায়বদ্ধ। তাদের আরেকটু স্বস্তির অবস্থা সৃষ্টি করতে আমরা চেষ্টা করছি নানা ভাবে, নানা কৌশলে। আমাদের সামান্য কিছু সাফল্য আসছে গত মাসে মূল্যস্ফীতি দুই দশমিক শূন্য শতাংশ কমেছে। আগামী মাসে আরও কমবে। তবে এইটা একটা সমস্যা, সংকট নয়। রিজার্ভের বিষয়ে তিনি বলেন, আমাদের হাতে বর্তমান প্রয়োজনের থেকে আগামী তিন মাসের আমদানি করার মতো রিজার্ভ আছে এবং এসব বিষয়ে আইএমএফের পন্ডিত টিম ঢাকায় ঘুরাফেরা করছে, কথা বার্তা হচ্ছে।
পরিকল্পনামন্ত্রী বলেন, সরকার জেনে বুঝে রাষ্ট্রের সুরক্ষার জন্য,  উন্নয়ন জন্য ঝুঁকি নেয়। সরকার প্রধানও  ঝুঁকি নেন হিসাব নিকাশ করে।  আমরা জেনে শুনে দেশের মানুষের অমঙ্গলের জন্য কোনো কাজ দায়িত্ব-জ্ঞানহীনভাবে করি না এবং আমরা মন্তব্যও করি না। গণঅভ্যর্থনা অনুষ্ঠানের আগে শান্তিগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে রাষ্ট্রীয় সালাম গ্রহণ করেন পরিকল্পনামন্ত্রী।
এ সময় সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী ও পুলিশ সুপার মো. এহসান শাহ উপস্থিত ছিলেন। পরে শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন আয়োজিত শান্তি সমাবেশে বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী। শান্তি সমাবেশে আরও বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর হোসেন,  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

এক-তৃতীয়াংশ ইহুদি-আমেরিকান কিশোর হামাসের প্রতি সহানুভূতিশীল

দখিনের সময় ডেস্ক: এক-তৃতীয়াংশের বেশি আমেরিকান-ইহুদি কিশোর (১৪ থেকে ১৮ বছর বয়সী) 'আমি হামাসের সাথে সহানুভূতিসম্পন্ন'- এমন বক্তব্যের সাথে একমত। ইসরাইলের একটি মন্ত্রণালয়ের পক্ষ থেকে...

প্রতিদিন কলা খাওয়ার উপকার

দখিনের সময় ডেস্ক: প্রতিদিন কলা খেলে মেলে অনেক উপকার। কলায় থাকে প্রয়োজনীয় অনেক ভিটামিন। যে কারণে চিকিৎসকেরা নিয়মিত কলা খাওয়ার পরামর্শ দেন। প্রতিদিন অন্তত দুটি...

মোহিনীর প্রেমের এআর রহমানের বিচ্ছেদ, যা বলছেন পুত্র

দখিনের সময় ডেস্ক: ব্যক্তিজীবন নিয়ে সংবাদের শিরোনামে এআর রহমান। সায়রা বানুর সঙ্গে দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যের অবসান। বুধবার রাতে রহমানের স্ত্রী সায়রার আইনজীবী এই খবর...

স্মার্টফোনে ইন্টারনেট চলে যাচ্ছে? জেনে নিন গতি বাড়ানোর কৌশল!

দখিনের সময় ডেস্ক: অনেকেই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় হঠাৎ করেই দেখেন, নেটওয়ার্ক চলে গেছে। আশেপাশের অন্যরা নির্বিঘ্নে ইন্টারনেট ব্যবহার করতে পারলেও আপনার ফোনেই সমস্যা...

Recent Comments