Home শীর্ষ খবর দেশে আগামী তিন মাস আমদানি করার মতো সংস্থান আছে: পরিকল্পনামন্ত্রী

দেশে আগামী তিন মাস আমদানি করার মতো সংস্থান আছে: পরিকল্পনামন্ত্রী

দখিনের সময় ডেস্ক:
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, দেশ অর্থনৈতিক চাপে আছে, এটা সরকার প্রধান শেখ হাসিনাও বলেছেন। তবে এটা সমস্যা, সংকট নয়। দেশে আগামী তিন মাস আমদানি করার মতো সংস্থান আছে। সংকটের কথা আইএমএফও বলেনি, তারা বলছে এইটা করলে ভালো, ওইটা করলে ভালো। আমরা করবো, কিন্তু আমরা যেটা করতে পারবো না সেটা তাদের সাথে শেয়ার করবো। অন্য বিকল্প খুঁজব, এইটা পারছি না অন্য একটা দেখব। এটা চলমান প্রক্রিয়া।
আজ শনিবার (৭ অক্টোবর) দুুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জে গণঅভ্যর্থনা ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পরিকল্পনামন্ত্রী বলেন দেশের প্রদান সমস্যা হলো মূল্যস্ফীতি। আমরা বুঝি, কারণ জিনিসপত্রের দাম বেড়েছে, বিশেষ করে নিম্ন আয়ের মানুষের কাছে আমরা দায়বদ্ধ। তাদের আরেকটু স্বস্তির অবস্থা সৃষ্টি করতে আমরা চেষ্টা করছি নানা ভাবে, নানা কৌশলে। আমাদের সামান্য কিছু সাফল্য আসছে গত মাসে মূল্যস্ফীতি দুই দশমিক শূন্য শতাংশ কমেছে। আগামী মাসে আরও কমবে। তবে এইটা একটা সমস্যা, সংকট নয়। রিজার্ভের বিষয়ে তিনি বলেন, আমাদের হাতে বর্তমান প্রয়োজনের থেকে আগামী তিন মাসের আমদানি করার মতো রিজার্ভ আছে এবং এসব বিষয়ে আইএমএফের পন্ডিত টিম ঢাকায় ঘুরাফেরা করছে, কথা বার্তা হচ্ছে।
পরিকল্পনামন্ত্রী বলেন, সরকার জেনে বুঝে রাষ্ট্রের সুরক্ষার জন্য,  উন্নয়ন জন্য ঝুঁকি নেয়। সরকার প্রধানও  ঝুঁকি নেন হিসাব নিকাশ করে।  আমরা জেনে শুনে দেশের মানুষের অমঙ্গলের জন্য কোনো কাজ দায়িত্ব-জ্ঞানহীনভাবে করি না এবং আমরা মন্তব্যও করি না। গণঅভ্যর্থনা অনুষ্ঠানের আগে শান্তিগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে রাষ্ট্রীয় সালাম গ্রহণ করেন পরিকল্পনামন্ত্রী।
এ সময় সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী ও পুলিশ সুপার মো. এহসান শাহ উপস্থিত ছিলেন। পরে শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন আয়োজিত শান্তি সমাবেশে বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী। শান্তি সমাবেশে আরও বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর হোসেন,  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিগ বসের সেই আবদুর বাগদান সম্পন্ন, মুখ দেখাননি পাত্রীর

দখিনের সময় ডেস্ক: বিগ বস ১৬-এর খুদে তারকা আবদু রোজিক তার বাগদান অনুষ্ঠানের ছবি শেয়ার করেছেন। এতে দেখা গিয়েছে, আবদু এক তরুণীকে আংটি পরাচ্ছেন। যদিও...

মাঠের পুলিশের এখন অনেক কেবলা

আমলাতন্ত্র বলতে সাধারণত প্রশাসন ক্যাডার বোঝায়। আর বৃহত্তর পরিসরে পুলিশ, শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য খাতের ক্যাডারদের অন্তর্ভুক্ত করলে আমলাতন্ত্রের লটবহর বিশাল! যাদের হাতে অপরিসীম...

ছবির গেলো সব কুল

দখিনের সময় রিপোর্ট: উপজেলা নির্বাাচনের প্রথম ধাপে বরিশাল সদরে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালেক। তিন যে চারজনকে পরাজিত করেছেন তাদের মধ্যে সবচেয়ে...

উপজেলায় ভাতিজার জোরে চাচা পাস, প্রশ্নবিদ্ধ সংসদ নির্বাচন

দখিনের সময় রিপোর্ট: বরিশাল সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালেক। তিনি পেয়েছেন ১৯ হাজার ৮০৭ ভোট। এই স্কুল শিক্ষকের সঙ্গে...

Recent Comments