Home লাইফস্টাইল চাকরিতে পদোন্নতি চাইলে এই কাজগুলো কখনোই করবেন না

চাকরিতে পদোন্নতি চাইলে এই কাজগুলো কখনোই করবেন না

দখিনের সময় ডেস্ক:
কাজের স্বীকৃতি কিংবা জীবনে প্রতিষ্ঠা আমরা সবাই চাই। নিজেকে উচ্চতার শিখরে নিয়ে যাওয়ার একটি উপায় হলো পদোন্নতি। এটি আপনার ভালো কাজের স্বীকৃতিই কেবল নয়, সেইসঙ্গে আর্থিক স্বচ্ছলতা এবং আরও বেশি সম্মান বয়ে আনে। পদোন্নতি পেলে আপনার অভিজ্ঞতার ঝুলি আরও বেশি সমৃদ্ধ হয়।
আপনি যদি চাকরিজীবী হন তবে পদোন্নতি আপনার কাঙ্ক্ষিত নিশ্চয়ই। সফলতার এই মাত্রা নিজের ক্যারিয়ারে যোগ করতে কে না চায়! কিন্ত পদোন্নতি পেতে চাইলে আপনাকেও নিজের যোগ্যতা ও কর্মনিষ্ঠা প্রমাণ করতে হবে। আপনি যদি নিজেকে সঠিকভাবে প্রমাণ করতে না পারেন, তবে আপনার স্বপ্ন অধরা রয়ে যাবে। পদোন্নতি পেতে চাইলে কিছু কাজ করা থেকে বিরত থাকতে হবে। কোনগুলো? চলুন জেনে নেওয়া যাক-
অতিরিক্ত দায়িত্ব এড়ানো: যদি আপনার বস আপনাকে অতিরিক্ত কাজের দায়িত্ব দেন, তাহলে নিজেকে প্রমাণ করার সুযোগটি কাজে লাগান। হতে পারে সে আপনাকে পরীক্ষা করছে যে আপনি এই পরিবর্তন এবং অতিরিক্ত দায়িত্ব কতটা ভালোভাবে মোকাবিলা করতে পারছেন। এদিকটায় সব সময় খেয়াল রাখুন। পদোন্নতি পেতে চাইলে কোনো দায়িত্ব এড়িয়ে যাবেন না। কারণ পরবর্তীতে এটি আপনার পদোন্নতির ক্ষেত্রে বাধা হতে পারে।
অন্যদের দোষারোপ করা এবং অজুহাত তৈরি করা: আপনি যদি চান যে ঊর্ধ্বতনরা আপনাকে গুরুত্ব সহকারে নেবেন, তাহলে আপনাকে সব সময় জবাবদিহির জন্য তৈরি হতে হবে। সবাই ভুল করে। তাই ভুল হলে তা স্বীকার করুন এবং আবার চেষ্টা করুন। এতে প্রকাশ পাবে যে আপনি দায়িত্ব নিতে ইচ্ছুক। সেইসঙ্গে আপনি অফিসের কাছ থেকে শিখতে এবং পেশাদারিত্ব বৃদ্ধিতে সক্ষম। অফিসে যদি কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন সেজন্য অজুহাত তৈরি করবেন না। নিজেকে পরিবর্তনের চেষ্টা করুন। এটি আপনার দক্ষতা বৃদ্ধি এবং অগ্রসর হওয়ার ক্ষমতা দেখানোর সর্বোত্তম উপায়।
দুর্বল কমিউনিকেশন স্কিল: কমিউনিকেশন স্কিল ভালো হলে জীবনের সব ক্ষেত্রে তা সাহায্য করে। এটি আপনার কর্মজীবনে অগ্রগতির জন্য অপরিহার্য। আপনি যদি অন্যদের সঙ্গে ঠিকভাবে মিশতে বা কথা বলতে না পারেন তবে সেটি সবার নজরে আসবেই। এতে আপনার পদোন্নতি হওয়ার সম্ভাবনা কমে যাবে। অফিসে দ্বন্দ্ব তৈরি করা কখনোই ভালো অভ্যাস নয়। আপনার কারণে যদি এ ধরনের সমস্যার সৃষ্টি হয় তবে আপনি নিজের ক্যারিয়ারকে বিপদে ফেলতে পারেন। অফিসে সব ধরনের দ্বন্দ্ব এবং অন্যদের প্রতি অসম্মানজনক আচরণ এড়ানো উচিত, কারণ এটি আপনাকে সিনিয়র পদের জন্য দুর্বল হিসেবে প্রমাণ করে। সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক থাকলে এবং কমিউনিকেশন স্কিল দুর্দান্ত হলে আপনি পদোন্নতির পথে একধাপ এগিয়ে থাকবেন।
আপডেট না থাকা: অলস কিংবা অদক্ষ লোকের কোথাও জায়গা হয় না। অফিস সব সময় দক্ষ ও আপডেট কর্মী চায়। পদোন্নতি পেতে চাইলে নিজেকে সংশ্লিষ্ট বিষয়ে আপডেট রাখা জরুরি। নিজেকে আপডেট করার জন্য আপনাকে সচেষ্ট হতে হবে। যে ধরনের কাজ করছেন তার আধুনিক এবং সর্বশেষ খুঁটিনাটি আপনাকে জানতে হবে। বর্তমান বিশ্ব অত্যন্ত গতিশীল। একবার পিছিয়ে পড়লে আবার এগিয়ে যাওয়া কঠিন হয়ে যাবে।
মিথ্যা বলা এবং অসৎ হওয়া: পদোন্নতি পেতে চাইলে আপনাকে একজন বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য ব্যক্তি হিসাবে নিজেকে প্রমাণ করতে হবে। এর মানে হলো, আপনি যদি মিথ্যা বলে ধরা পড়েন বা অসৎ হন, তাহলে আর আপনার প্রতি অফিসের আস্থা থাকবে না। তাই সব সময় সত্যিটা বলুন এবং মিথ্যা এড়িয়ে চলুন। কারও সম্পর্কে বানিয়ে কিছু বলবেন না। এমনকী অফিস গসিপেও জড়াবেন না। এসব করতে গেলে পদোন্নতি তো পাবেনই না, চাকরি থেকেও বাদ পড়তে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রনো ভাই রাজনৈতিক অবস্থান বদল করেননি

ছাত্রজীবনে রাজনৈতিক বিশ্বাস ও সম্পৃক্ততার সূত্রে বাম রাজনীতিকদের বিষয়ে বিশেষ শ্রদ্ধাবোধ লালন করে আসছি। এ ধারায় আশি-একাশি সালে পেশাগত জীবনের সূচনালগ্নে বাম নেতাদের সঙ্গে...

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ, আলোর যাত্রার সূচনায় রাজনীতি

দখিনের সময় ডেস্ক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ (শুক্রবার)। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর...

৬ তারিখে বাজেট দেবো, বাস্তবায়নও করবো : প্রধানমন্ত্রী

দখিনের সময় ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা ৬ তারিখে বাজেট দেবো। বাজেট আমরা ঠিক মতো দিতে পারবো, বাস্তবায়নও করবো। দেশি-বিদেশি নানা কারণে জিডিপি কিছুটা...

মাদকের নতুন ডিজি মোস্তাফিজুর, বরিশালের কৃতি সন্তান

দখিনের সময় ডেস্ক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব খন্দকার মোস্তাফিজুর রহমান। বর্তমানে তিনি গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্বে আছেন। মোস্তাফিজুর...

Recent Comments