Home জাতীয় নারীর জন্য অর্থনৈতিক স্বাধীনতা খুবই জরুরি: প্রধানমন্ত্রী

নারীর জন্য অর্থনৈতিক স্বাধীনতা খুবই জরুরি: প্রধানমন্ত্রী

দখিনের সময় ডেস্ক:
নারী অধিকার প্রতিষ্ঠায় অর্থনৈতিক স্বাধীনতা খুবই জরুরি মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘একজন নারীর জন্য অর্থনৈতিক স্বাধীনতা খুবই জরুরি। অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে পারলেই মেয়েদের আর কারও মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না।’
গণভবন কমপ্লেক্স ভেন্যুর মঞ্চে আয়োজিত এক নারী সমাবেশে তিনি এসব কথা বলেন। প্রতিটা ক্ষেত্রে নারীরা যেন সমান অধিকার পায় সে ব্যবস্থা করা হয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘সবক্ষেত্রে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে সরকার।’ তিনি বলেন, ‘নারীরা এখন গ্রামে বসেই কাজও করতে পারবে, উপার্জনও করতে পারবে। নিজ গুণেই নারীদের অধিকার আদায় করতে হবে।’ শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতা সবসময় নারী ক্ষমতায়নে বিশ্বাস করতেন। তিনি দেশের নারীদের সার্বিক উন্নয়ন এবং অধিকার প্রতিষ্ঠার জন্য স্বাধীনতার পর যে সংবিধান দিয়েছিলেন সেই সংবিধানে কিন্তু নারীর সমঅধিকারের কথা বলা আছে।’
তিনি বলেন, ‘আল্লাহতায়ালা মানুষকে সমান শক্তি দিয়েই পাঠিয়েছেন, শক্তিটা কাজে লাগাবার সুযোগটা তো দিতে হবে। সেই সুযোগটা আমরা দিয়েছি। আজ ইসলাম ধর্ম, আমি দেখি অনেক দেশে নারীদের পড়তে দেয় না। লেখাপড়া শেখায় বাধা দেয়। নানা রকম নির্যাতন হয়। আমার প্রশ্ন হচ্ছে প্রথম ইসলাম ধর্ম কে গ্রহণ করেছে? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম ধর্ম প্রচার করেন কই কোন পুরুষ তো সাহস করে আসে নাই। এসেছিল একজন নারী। প্রথম বিবি খাজিদা ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি কে ছিলেন? তিনি ব্যবসা-বাণিজ্য করতেন, তিনি বিভিন্ন দেশে দেশে ঘুরতেন। তিনি তার ব্যবসায়ে নবী করিম (স:)কে চাকরি দিয়েছিলেন। তিনি তার অর্থ সম্পদ দিয়ে ইসলাম প্রচারে সহযোগিতা করেন। তাহলে, যে ধর্ম একজন নারী সহাস করে নিল আজকে সেই নারীকে পর্দার আড়ালে রাখা, বন্দী করে রাখা, কাজ করতে না দেওয়া এটা কেমন ধরনের কথা? এটা কেমন ধরনের ইসলামকে রক্ষা করা এটা আমি বুঝি না।’
এর আগে আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজধানীর ধানমন্ডিতে জয়িতা টাওয়ার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি জামদানি গ্যালারি ও জয়িতা মার্কেট প্লেসও উদ্বোধন করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

চিয়া সিড কি পেটের মেদ কমাতে পারে?

দখিনের সময় ডেস্ক: চিয়া সিড সুপারফুড হিসেবে পরিচিত। বিশেষ করে যারা পেটের মেদ ঝরাতে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাদের জন্য এটি বেশ উপকারী হিসেবে...

খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

দখিনের সময় ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান। সোমবার (২৫ নভেম্বর) রাত ৮টার বিএনপির...

বরিশাল ডিসি কম্পাউন্ডে নোটিশ ছাড়াই অস্থায়ী দোকান উচ্ছেদ, বিপাকে ষ্ট্যাম্প বিক্রেতারা

দখিনের সময় ডেস্ক: বরিশাল জেলা প্রশাসন কম্পাউন্ডে থাকা ১০টি অস্থায়ী দোকান উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। এসব দোকানে ষ্ট্যাম্প ভেন্ডাররা ষ্ট্যাম্প বিক্রি করতো। এ দোকানগুলো কোর্ট...

ঝালকাঠিতে এক বিধবা রহস্য জনক মৃত্যু

ইমাম বিমান, ঝালকাঠি থেকে: ঝালকাঠি সদর উপজেলাধীন দশনাকান্দা গ্রামে খালপাড় থেকে আয়েশা বেগম (৫৫),নামের পঞ্চাশার্ধ বয়সি এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ২৫ নভেম্বর...

Recent Comments