Home বরিশাল বরিশালে হত্যাচেষ্টা মামলায় প্রধান আসামী কারাগারে

বরিশালে হত্যাচেষ্টা মামলায় প্রধান আসামী কারাগারে

দখিনের সময় ডেস্ক:
বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের বৌসেরহাট এলাকায় হত্যাচেষ্টা মামলায় প্রধান আসামী মো: দেলোয়ার ওরফে কসাই দেলোয়ারকে কাগারে পাঠিয়েছেন অদালত। ১৭ সেপ্টেম্বর থেকে পলাতক থাকার পর মঙ্গলবার  (১৬ অক্টোবর) আদালতে ‍হাজির হয়ে জামিনের জন্য আবেদন করেন কসাই দেলোয়ার। কিন্তু আদালত জামিন প্রার্থনা নাকোচ করে আসামীকে কারাগারে প্রেরণের আদেশ দেন।  বুধবার (১৮ আক্টোবর) জামিন শুনানী অনুষ্ঠিত হবে বলে জানাগেছে।
এর আগে ‍এ মামলায় ৫ আসামীর মধ্যে ৪ আসামী জামিন লাভ করেছেন। এদের মধ্যে ৪ নং আসামী মো: সেলিম চৌধুরীকে ২১ সেপ্টেম্বর পুলিশ গ্রেফতার করেছিলো। তিনি ২৪ সেপ্টেম্বর জামিনলাভ করেন। বাকী চার অসামীর মধ্যে তিনজন ১০ অক্টোবর জামিন পান। কেবল ‍এক নম্বর আসামী মো: দেলোয়ার ওরফে কসাই দেলোয়ার পলাতক ছিলেন।
পাঁচ আসামী মধ্যে ৪ আসামী জামিন লাভ করার আসামীরা খুবই বেপরোয়া হয়ে ‍উঠেছিল। ‍এ আবস্থায় আজ প্রধান আসামীর জামিন আবেদন বাতিল হওয়ায় আইনের প্রতি এলাকাবাসীর শ্রদ্ধা বেড়েছে বলে জানাগেছে। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর রাতে বৌসেরহাট এলাকার মো: দেলোয়ার, আবুল কালাম আজাদ, কাওছার বেপারী, সেলিম চৌধুরী, নজরুল ইসলামসহ অজ্ঞাত আরো ৪/৫ জন একই এলাকার রিয়াজ চৌধুরীর ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে।
চাঁদা না দিলে হত্যার হুমকি দেয়। এনিয়ে বাকবিতন্ডার একপর্যায়ে স্থানীয়রা ঘটনাস্থলে আসলে অভিযুক্তরা নানাধরনের ভয়ভীতি প্রদর্শন করে ওই স্থান ত্যাগ করে। পরদিন ১৭ সেপ্টেম্বর সকাল ৯টা নাগাদ রিয়াজ চৌধুরী বাড়ি থেকে দোকানের উদ্দেশ্যে রওয়ানা করলে পথিমধ্যে অভিযুক্তরা তার পথরোধ করে হত্যার ‍উদ্দেশ্যে এলোপাথাড়ি কোপাতে থাকে। এতে রিয়াজ চৌধুরীর বামহাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। এবং সাথে থাকা নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। বাদীসহ স্থানীয়রা রিয়াজের ডাক চিৎকার শুনে ছুটে আসলে আসামীরা পালিয়ে যায়। পরে রিয়াজকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শরীরে ৪২টি সেলাই দিতে হয়েছে। এলাকাবাসী জানান, আসামীরা স্থানীয়ভাবে সন্ত্রাসী হিসেবে পরিচিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শিবিরের ঢাবি শাখার পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা শিগগিরই: শিবির সভাপতি

দখিনের সময় ডেস্ক ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, দু-একদিনের মধ্যে সেক্রেটারিসহ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। গতকাল শনিবার রাতে গণমাধ্যমকে...

সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরীকে রাজধানীর আদাবর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ রবিবার রাজধানীর...

শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

দখিনের সময় ডেস্ক: কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপে বাড়ির সামনে থেকে তাহমিনা আক্তারের (৭) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) রাত...

স্ত্রীকে কুপিয়ে হত্যা, থানায় এসে স্বামীর আত্মসমর্পণ

দখিনের সময় ডেস্ক: রাজধানীর পল্লবীতে শামসুন্নাহার (৫২) নামের এক নারীকে নিজ হাতে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তার স্বামী। ঘাতক স্বামীর নাম মোখলেছুর রহমান (৫২)।...

Recent Comments