Home প্রযুক্তি পুরনো এনফিল্ড বিক্রি করলে ৭৭% দাম দেবে কোম্পানি!

পুরনো এনফিল্ড বিক্রি করলে ৭৭% দাম দেবে কোম্পানি!

দখিনের সময় ডেস্ক:
ভারতের প্রথম কোনও মোটরসাইকেল কোম্পানি হিসাবে বাইব্যাক প্রোগ্রাম চালু করেছে রয়্যাল এনফিল্ড। এই প্রোগ্রামের অধীনে পুরনো রয়্যাল এনফিল্ডের বাইক দিলে সর্বোচ্চ ৭৭ শতাংশ দাম পেয়ে যাতে পারেন। ওটিও ক্যাপিটালের সঙ্গে হাত মিলিয়ে ভারতজুড়ে এই পরিষেবা চালু করেছে রয়্যাল এনফিল্ড।
কোম্পানির মতে, এই উদ্যোগের মাধ্যমে ভারতে মিড-সাইজ মোটরসাইকেল বিভাগের চাহিদা বৃদ্ধি পাবে। পাশাপাশি কোনো রকম ঝামেলা ছাড়াই মোটরসাইকেল বিক্রি করতে পারবেন এবং রয়্যাল এনফিল্ডের নতুন বাইকে আপগ্রেডও করতে পারবেন। অনেকেই আছেন, যারা ব্যবহার করা মোটরসাইকেল বাজারে বিক্রি করার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন। কিন্তু সঠিক খুঁজে না পারার কারণে তারা তুলনামূলক কম দামে সেই বাইক বিক্রি করতে রাজি হন। তবে এবার থেকে রয়্যাল এনফিল্ডের বাইকের ক্ষেত্রে তা করতে হবে না বলে জানিয়েছে কোম্পানিটি।
পুরনো এনফিল্ড বিক্রি করলে কত টাকা পাবেন?
জানা গেছে, গ্রাহকদের ১-৩ বছর মেয়াদ, ৪৫ শতাংশ কম ইএমআই এবং বাইব্যাক প্রোগ্রামে ৭৭ শতাংশ পর্যন্ত নিশ্চিত দাম দেওয়া হবে। গ্রাহকদের কাছে একাধিক বিকল্প থাকবে। যেমন- পুরনো বাইক বিক্রি করে নতুন বাইক অথবা সেটি শুধু বিক্রি করা। কোম্পানিটি জানিয়েছে, এই পরিষেবার অন্যতম সুবিধা হলো নতুন বাইকের ওপর অনেক কম ইএমআই এবং বাইব্যাক প্রোগ্রামে পুরনো মোটরসাইকেল বিক্রি করলে নিশ্চিত দাম। তবে এই পরিষেবা এখনও ভারতের সব জায়গায় চালু হয়নি।
প্রাথমিকভাবে, ভারতের ১২টি শহরে রয়্যাল এনফিল্ড অ্যাসিউরড বাইব্যাক প্রোগ্রাম চালু করা হয়েছে। এই শহরগুলো হলো- দিল্লি, গাজিয়াবাদ, নয়ডা, পুনে, লখনউ, জয়পুর, ভোপাল, ইন্দোর, আহমেদাবাদ, হায়দরাবাদ, বেঙ্গালুরু ও চেন্নাই। আগামী দিনে আরও অনেক শহর এই তালিকায় যুক্ত হন বলে জানিয়েছে রয়্যাল এনফিল্ড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শিবিরের ঢাবি শাখার পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা শিগগিরই: শিবির সভাপতি

দখিনের সময় ডেস্ক ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, দু-একদিনের মধ্যে সেক্রেটারিসহ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। গতকাল শনিবার রাতে গণমাধ্যমকে...

সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরীকে রাজধানীর আদাবর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ রবিবার রাজধানীর...

শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

দখিনের সময় ডেস্ক: কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপে বাড়ির সামনে থেকে তাহমিনা আক্তারের (৭) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) রাত...

স্ত্রীকে কুপিয়ে হত্যা, থানায় এসে স্বামীর আত্মসমর্পণ

দখিনের সময় ডেস্ক: রাজধানীর পল্লবীতে শামসুন্নাহার (৫২) নামের এক নারীকে নিজ হাতে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তার স্বামী। ঘাতক স্বামীর নাম মোখলেছুর রহমান (৫২)।...

Recent Comments