Home নির্বাচিত খবর ২৮ অক্টোবর ঢাকার প্রবেশমুখে চেকপোস্ট বসাবে র‍্যাব

২৮ অক্টোবর ঢাকার প্রবেশমুখে চেকপোস্ট বসাবে র‍্যাব

দখিনের সময় ডেস্ক:
রাজনৈতিক দলগুলোর ডাকা আগামী ২৮ অক্টোবরের সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর প্রবেশদ্বারগুলোয় চেকপোস্ট জোরদার রাখবে র‌্যাপিট অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। কেউ যেন কোনো নাশকতা সৃষ্টির উদ্দেশে আগ্নেয়াস্ত্র বা বিস্ফোরক দ্রব্য নিয়ে সমাবেশে ঢুকতে না পারে এ কারণেই গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হবে। আজ বুধবার দুপুরে কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
খন্দকার আল মঈন বলেন, ‘বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। শান্তিপূর্ণভাবে দেশের রাজনৈতিক দলগুলো সমাবেশ করবে, এটাই স্বাভাবিক। সম্প্রতি দেখা গেছে রাজনৈতিক দলগুলো শান্তিপূর্ণভাবে সমাবেশ করেছে। আর র‌্যাব আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে জনসাধারণকে নিরাপত্তা দিয়ে যাচ্ছে।’ র‌্যাবের এ মুখপাত্র আরও বলেন, ‘আগামী ২৮ অক্টোবর কয়েকটি রাজনৈতিক দল সমাবেশ করার জন্য অনুমতি চেয়েছে। সমাবেশ কোথায় হবে, তার অনুমতি ডিএমপির এখতিয়ার। আর র‌্যাবের দায়িত্ব জনগণের নিরাপত্তা প্রদান করা। পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা। জনসাধারণের জানমালের নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষা প্রদানে দায়িত্ব পালন করে যাবে র‌্যাব।’
তিনি বলেন, ‘সমাবেশ ঘিরে ঢাকার মহাসড়কগুলোয় পেট্রোলিং ব্যবস্থা জোরদার করা হয়েছে। যাতে জনগণ নিশ্চিন্তায় তাদের কাজ করতে পারেন। কারও নাশকতার পরিকল্পনা থাকলে আইডেন্টিফাই করে তাদের আইনের আওতায় আনতে কাজ করছে গোয়েন্দারা। রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে কোনো মহল যেন নাশকতা বা সহিংসতা করতে না পারে এ জন্য গোয়েন্দারা কাজ করছে। সাইবার ওয়ার্ল্ডেও এ নিয়ে কাজ চলছে।’ র‌্যাবের এ মুখপাত্র আরও বলেন, ‘এরপরও যদি নাশকতা বা সহিংসতা হয়, তাহলে র‌্যাবের স্ট্রাইকিং ও স্পেশাল ফোর্স প্রস্তুত রয়েছে। যেকোনো ধরনের উদ্ভুত পরিস্থিতি মোকাবিলার জন্য সর্বদা প্রস্তুত র‌্যাব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি, দেশকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে

দখিনের সময় ডেস্ক: সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের পাহাড়ি এলাকাতেও বহুমুখী ষড়যন্ত্র থেমে...

দ্রুত প্রণয়ন করা হবে বিচারক নিয়োগ নীতিমালা: প্রধান বিচারপতি

দখিনের সময় ডেস্ক: প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে নীতিমালা দ্রুত প্রণয়ন করা হবে। একই সঙ্গে সুনির্দিষ্ট আইনও করা হবে বলে...

গায়েবি মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে: আসিফ নজরুল

দখিনের সময় ডেস্ক: অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচার বিভাগ ব্যবহার করে মানুষকে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। বিগত...

ইসরায়েলে মশাবাহিত ‘ওয়েস্ট নাইল’ ভাইরাসে নিহত ৭০, আক্রান্ত ৯১৩

দখিনের সময় ডেস্ক: মধ্যপ্রাচ্যের দু’টি দেশ লেবানন ও ফিলিস্তিনে দাপিয়ে বেড়াচ্ছে ইসরায়েল। গাজায় যুদ্ধ শেষ করতে না করতেই, দেশটি নতুনভাবে লেবাননে যুদ্ধ শুরু করেছে। এদিকে, মশাবাহিত...

Recent Comments