Home জাতীয় রাজধানী আজ সমাবেশের শহর

রাজধানী আজ সমাবেশের শহর

দখিনের সময় ডেস্ক:
আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতে ইসলামী ও ১২-দলীয় জোট পৃথক কর্মসূচি ঘিরে আজ মহাসমাবেশের নগরীতে পরিণত হবে রাজধানী ঢাকা। সরকার পতনের এক দফা দাবিতে রাজধানীতে শনিবার (২৮ অক্টোবর) মহাসমাবেশ করবে বিএনপি। দুপুর ২টায় নয়াপল্টনের দক্ষিণ গেটে বিএনপি মহাসমাবেশ শুরু হবে। অন্যদিকে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে আওয়ামী লীগ। দুপুর ২টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এ সমাবেশ শুরু হবে।
এ ছাড়া জামায়াতে ইসলামী রাজধানীর শাপলা চত্বরে মহাসমাবেশ করার ঘোষণা দিয়ে রেখেছে। দুপুর ২টায় এ সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। জামায়াতকে সমাবেশের অনুমতি দেয়নি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শুক্রবার (২৭ অক্টোবর) ডিএমপির সভা শেষে সাংবাদিকদের জানানো হয়, রাজধানীতে জামায়াতকে মহাসমাবেশের অনুমতি দেওয়া হবে না। তবে অন্যান্য আরও যেসব দল সমাবেশ করলে সেগুলো হলো কারওয়ান বাজার এফডিসি সংলগ্ন এলডিপি কার্যালয়ের সামনে দুপুর ৩টায় সমাবশে করবে এলডিপি, মালিবাগ মোড় দুপুর ৩টায় সমাবেশ করবে এনডিএম, বিজয়নগর পানির ট্যাংক মোড়ে দুপুর ২টায় সমাবেশ করবে ১২-দলীয় জোট।
এ ছাড়া বিজয়নগর পানির ট্যাংক মোড়ে সকাল ১১টায় সমাবেশ করবে গণ অধিকার পরিষদ (নুরুল হক), পুরানা পল্টন আলরাজী কমপ্লেক্সের সামনে দুপুর ২টায় সমাবেশ করবে জাতীয়তাবাদী সমমনা জোট, পুরানা পল্টন কালভার্ট এলাকায় দুপুর ৩টায় সমাবেশ করবে গণ অধিকার পরিষদ (রেজা কিবরিয়া) ও জাতীয় প্রেসক্লাবের সামনে দুপুর ১২টায় সমাবেশ করবে গণতান্ত্রিক বাম ঐক্য। জাতীয় প্রেসক্লাবের সামনে দুপুর ৩টায় সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ, মতিঝিল নটর ডেম কলেজের উল্টো দিকে দুপুর ১২ টায় সমাবেশ করবে গণফোরাম ও পিপলস পার্টি ও পুরানা পল্টন মোড়ে বিকেল ৪টায় সমাবেশ করবে লেবার পার্টি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

নিজের চেয়ার ঠিক রাখতেই ব্যস্ত পুলিশ কর্মকর্তারা

দখিনের সময় ডেস্ক: জুলাই ২৪-এর আন্দোলনে গণহত্যার জন্য একক বাহিনী হিসেবে পুলিশকে দায়ী করা হয়। মানুষের ক্ষোভের আগুনে পুড়েছে বাহিনীটির শতশত থানা, যানবাহন। জীবন গেছে...

সংস্কারের আগে নির্বাচন করলে কখনোই সংস্কার হবে না: তোফায়েল

দখিনের সময় ডেস্ক: সংস্কারের আগে নির্বাচন করলে আর কখনোই সংস্কার হবে না। জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশন সদস্য...

না ভোট ফিরিয়ে আনার সুপারিশ সংস্কার কমিশনের

দখিনের সময় ডেস্ক: সরাসরি রাষ্ট্রপতির নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো প্রার্থী নির্বাচিত না হওয়া, না ভোট ফিরিয়ে আনা ও অর্থের উৎসের স্বচ্ছতা নিশ্চিতসহ বেশ কয়েকটি সুপারিশ...

সুযোগ পেলে গলা চেপে ধরবে আ.লীগ: রিজভী

দখিনের সময় ডেস্ক: গণহত্যার জন্য বর্তমানে আওয়ামী লীগ ক্ষমা চাওয়ার কথা বললেও, সুযোগ পেলে আবারও তারা মানুষের গলা চেপে ধরবে। এমনটাই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র...

Recent Comments