দখিনের সময় ডেস্ক:
বিএনপি-জামায়াতের রোববারের (২৯ অক্টোবর) ডাকা হরতাল নিয়ে কড়া বার্তা দিয়েছে পুলিশ। পুলিশ বলছে, জনগণের চলাচলে বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। শনিবার (২৮ অক্টোবর) রাতে পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামীকাল রোববার বিএনপি এবং জামায়াত সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। স্বাভাবিক চলাফেরা করা জনগণের মৌলিক অধিকার। জনগণের চলাচলে বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এতে আরও বলা হয়, দেশের জনগণের জানমাল এবং সরকারি সম্পত্তির নিরাপত্তা বিধান বাংলাদেশ পুলিশের আইনি দায়িত্ব। পুলিশ জনগণকে সব ধরনের নিরাপত্তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। নাগরিকদের চলাফেরার ক্ষেত্রে কোনো ধরনের বাধার সম্মুখীন হলে বা আইনি সহায়তার প্রয়োজন হলে স্থানীয় পুলিশের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। ‘সম্মানিত নাগরিকদের নিরাপত্তা প্রদানে বাংলাদেশ পুলিশ সবসময় পাশে রয়েছে’ বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
সমাবেশে পুলিশি হামলার অভিযোগ এনে রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। শনিবার (২৮ অক্টোবর) নয়াপল্টনে বিএনপির সমাবেশ থেকে এই ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে তাদের ৩ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতারের প্রতিবাদে একইদিন সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী।