Home শীর্ষ খবর ঢাকা-আরিচা মহাসড়কে বাসে আগুন

ঢাকা-আরিচা মহাসড়কে বাসে আগুন

দখিনের সময় ডেস্ক:

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের তরা এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে বাসে থাকা যাত্রীদের ক্ষয়ক্ষতি হয়নি। রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার তরা এলাকায় এ ঘটনা ঘটে। মানিকগঞ্জ সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ সরকার জানান, সকাল থেকেই জেলা শহর ও ঢাকা-আরিচা মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ নিরাপত্তায় কাজ করছে।

এ সময় খবর পাওয়া যায় তরা এলাকায় একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। পরে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা বাসের আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কেউ হতাহত হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। জানা গেছে, শিবালয় উপজেলার আরিচা থেকে যাত্রী নিয়ে মানিকগঞ্জের দিকে আসছিল বাসটি। পথিমধ্যে তরা এলাকায় এলে কয়েকজন দুর্বৃত্ত বাসের গতিরোধ করে এবং বাসের ভেতরে থাকা ৫০ এর অধিক যাত্রী নামিয়ে দেয়। এর পরই ওই বাসে পেট্রোল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনা জানার কিছুক্ষণ পরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং ১৫-২০ মিনিটের মধ্যে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে সকাল থেকেই ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ৩৫ কিলোমিটার এলাকায় হরতালের তেমন কোনো প্রভাব দেখা যায়নি। ঢাকা-আরিচা মহাসড়ক, মানিকগঞ্জ-সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক সড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ছাড়া জেলা শহরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এছাড়া বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জেলা শহরসহ বিভিন্ন এলাকার মার্কেটের দোকানপাট খুলতে শুরু করেছে। জীবিকার তাগিদের হরতালের খবর শুনেও বাড়ি বসে থাকতে পারেননি অটোরিকশাচালক বিপ্লব। তিনি বলেন,  ‘হরতাল দিয়া কি করমু, কাম না করলে দিন চলবো কনে? আজকে হরতাল এটা জানি, তারপরও বের হইছি। পরিবারের চাহিদা তো পূরণ করতে হইবো কন।’গোলড়া হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সুখেন্দু বসু জানান, ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের অংশে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে দূরপাল্লার বাস মহাসড়কে কিছুটা কম থাকলেও লোকাল বাস, ট্রাক, প্রাইভেট কার চলাচল করছে। মহাসড়কে হরতালের তেমন প্রভাব নেই বলে তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিআরইউ’র সভাপতি আনিসুর, সম্পাদক খালিদ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সভাপতি আনিসুর রহমান খান স্বপন (নিউ এইজ / ঢাকা ট্রিবিউন) আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খালিদ সাইফুল্লাহ (নয়া...

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

Recent Comments