Home বরিশাল বরিশাল বিএনপির ১৫ নেতাকর্মী আটক, গুরুতর আহত ২

বরিশাল বিএনপির ১৫ নেতাকর্মী আটক, গুরুতর আহত ২

দখিনের সময় ডেস্ক:
কেন্দ্রীয় বিএনপি ডাকা সরকার পতনের এক দফা দাবি আদায়ের কর্মসূচিতে ঢাকায় বরিশাল বিএনপি ও অঙ্গ সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী আটক হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এছাড়া আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানা গেছে। আহতরা হচ্ছেন, বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাপ্পী ও ছয় নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সদস্য মানিক।
তবে কীভাবে তারা আহত হলেন সে বিষয়ে জানতে মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের বক্তব্যের জন্য কল করা হলেও তারা রিসিভ করেননি। তবে অন্য নেতারা দাবি করেছেন, নয়াপল্টন এলাকায় পুলিশের ছোড়া গুলিতে আহত হয়েছেন তারা। এদিকে, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক জাহিদুর রহমান রিপন জানিয়েছেন, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ছয় নেতাকে পুলিশ আটক করেছে।
শনিবার (২৮ অক্টোবর) বিএনপির মহাসমাবেশে যোগদানের জন্য লঞ্চ থেকে নেমে ঢাকায় প্রবেশকালে সদরঘাট থেকে বরিশাল মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম জোমাদ্দার, রেজাউল করিম রেজা, বরিশাল কলেজ শাখা ছাত্রদলের আল আমিন হাসান ও সেচ্ছাসেবক দল বরিশাল মহানগরের নয় নম্বর ওয়ার্ডের সদস্য সোহেল ফরাজিকে আটক করে পুলিশ। আর মহাসমাবেশের উদ্দেশে যাত্রাকালে সেচ্ছাসেবক দল বরিশাল মহানগরের ২৩ নম্বর ওয়ার্ডের সদস্য সচিব আহাদুল ইসলাম তাজ ও যুগ্ম আহ্বায়ক মাসুদ শরিফকে বরিশাল নগরীর চৌমাথা বাজারের সামনে থেকে আটক করে পুলিশ।
অন্যদিকে, বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে জেলার গৌরনদীতে দুই বিএনপি নেতাকে গ্রেপ্তার ও বাসায় তল্লাশি চালানো হয়েছে। গ্রেপ্তাররা হলেন, উপজেলার মাহিলাড়া গ্রামের সুন্দর আলী খানের ছেলে বিএনপি নেতা শাহাদাত খান ও কটকস্থল গ্রামের নুর মোহাম্মদ মোল্লার ছেলে বিএনপি নেতা দেলোয়ার মোল্লা।  উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাওসার তালুকদার জানান, শুক্রবার (২৭ অক্টোবর) রাত ১টার দিকে তার কমলাপুরের বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ। একই সময় বিএনপি নেতা হায়দার তালুকদারের বাসায়ও তল্লাশি চালানো হয়। অবশ্য বিস্ফোরক দ্রব্য আইনের একটি পুরোনো মামলায় শুক্রবার পলাতক দুই আসামিকে গ্রেপ্তারের কথা জানান গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন। যাদের শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
 এছাড়া, মহাসমাবেশে যোগ দিতে গিয়ে ঢাকায় গৌরনদী ও আগৈলঝাড়া বিএনপির-সহযোগী সংগঠনের সাত নেতাকর্মী পুলিশের হাতে আটক হয়েছে বলে জানিয়েছেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাওসার তালুকদার। পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

দ্রুত প্রণয়ন করা হবে বিচারক নিয়োগ নীতিমালা: প্রধান বিচারপতি

দখিনের সময় ডেস্ক: প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে নীতিমালা দ্রুত প্রণয়ন করা হবে। একই সঙ্গে সুনির্দিষ্ট আইনও করা হবে বলে...

বিআরইউ’র সভাপতি আনিসুর, সম্পাদক খালিদ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সভাপতি আনিসুর রহমান খান স্বপন (নিউ এইজ / ঢাকা ট্রিবিউন) আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খালিদ সাইফুল্লাহ (নয়া...

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

Recent Comments