Home শীর্ষ খবর রাজধানীর বিজয়নগরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ

রাজধানীর বিজয়নগরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ

দখিনের সময় ডেস্ক:
রাজধানীর বিজয়নগরে বিকট শব্দে একটি বিস্ফোরণ ঘটেছে। রোববার (২৯ অক্টোবর) বিজয়নগরের ফার্স হোটেলের সামনে বিকট শব্দে এ বিস্ফোরণ ঘটে। তবে কী কারণে এ বিস্ফোরণ তা জানা যায়নি। প্রত্যক্ষদর্শীদের মতে, ফার্স হোটেলের সামনে সড়ক ডিভাইডারের উপরে থাকা একটি বটগাছের পাশেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণের পর সেখানে পোড়া দুটি বস্তু থেকে ধোঁয়া বের হতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা।
ঘটনাস্থলে উপস্থিত এক মোটরসাইকেল চালক বলেন, হঠাৎ করেই বিস্ফোরণের আওয়াজ শুনতে পাই। শব্দ শুনে ভয় পেয়ে যায়। পরে মনে হলো পটকা জাতীয় কিছু একটা হতে পারে। তবে শব্দটা বিকট ছিল। এদিকে বিএনপির ডাকে আজ সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে। এই হরতালে গণতন্ত্র মঞ্চ, গণঅধিকার পরিষদসহ যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো সমর্থন দিয়েছে। পাশাপাশি জামায়াত ইসলামীও আজ সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে।
অন্যদিকে হরতালে রাজনৈতিক কর্মীরা মাঠে না থাকলেও আতঙ্ক বিরাজ করছে সবখানে। তবু কর্মজীবী মানুষের জীবন থেমে নেই। রোববার সকাল থেকেই বিভিন্ন উপায়ে নিজ কর্মস্থলে ছুটছেন কর্মজীবীরা। হরতালে সড়কে গণপরিবহনের সংখ্যা অনেক কম দেখা গেছে। সেই সঙ্গে সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকার জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের...

গাজা-লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে  ৪৪ হাজার

দখিনের সময়  ডেস্কঃ গাজা-লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় প্রাণ গেছে ৮৮ ফিলিস্তিনির। খবর...

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

Recent Comments