Home শীর্ষ খবর মেয়র সাদিকের  এ নহে বিদায়!

মেয়র সাদিকের  এ নহে বিদায়!

আলম রায়হান:
বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর শেষ কর্মদিবস আজ বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩। তিনি আরো কয়েকদিন থাকতে পারতেন। কিন্তু তিনি তা করেননি, কৌশলগত কারণে। এদিকে নতুন মেয়র আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত দায়িত্ব পালনের আনুষ্ঠানিক যাত্রা শুরু করবেন ১৪ নভেম্বর। এ দায়িত্ব গ্রহণ উপলক্ষ্যে বর্নাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানাগেছে। সূত্রমতে, রাজনীতি ও প্রশাসনের বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও এ অনুষ্ঠানে অন্তত চারজন মেয়র উপস্থিত থাকবেন।
এখন প্রশ্ন হচ্ছে, বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর কী হবে? আগামীকাল বৃহস্পতিবার মেয়র পদে দায়িত্ব থেকে বিদায় নেওয়াই কী তাঁর বিদায়? নাকি অন্য ধাপে উত্তরণের অপেক্ষা? এসব প্রশ্নের জন্য অপেক্ষা করতে হবে। তবে তা নিশ্চয়ই দীর্ঘ অপেক্ষার বিষয় নয়। আওয়ামী লীগের মনোনয়ন ঘোষণার পরই সবার কাছে বিষয়টি পরিস্কার হবে। সবার কাছে দৃশ্যমান হওয়ার আগেই যারা খোঁজ খবর রাখেন তাঁরা বলছেন, মেয়র পদ থেকে আনুষ্ঠানিক বিদায় মানেই সাদিকের বিদায় নয়। বরং অন্য ধাপে উত্তরণের প্রক্রিয়ার নতুন যাত্রা। তা হতে পারে বরিশাল-৫ তথা সদর আসনে আওয়ামী লীগের মনোনয়ন লাভ। অথবা অন্য কিছু। উল্লেখ্য, মেয়র নির্বাচনে দ্বিতীয়বার মনোনয়ন না পাওয়ার পরও বরিশাল-৫ আসনের রাজনীতি ও সংগঠনের নব্বই শতাংশই সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নিয়ন্ত্রণে। যে কারণে কেউ কেউ রসিকতা করে আলোচিত ব্যক্তিত্বকে বলেন, ‘রাজনীতিতে মিস্টার টেন পার্সেন্ট।’ সাংগঠনিক রাজনীতিতে তাঁর অবস্থান লবডঙ্কা ! যদিও তাঁর অন্যরকম সুনাম রয়েছে।

২০১৯ সালের দুর্যোগের রাতে সবাই যখন ‍ছিলেন ঘরের নিরাপদ আশ্রয়ে তখন মেয়র সাদিক ছিলেন বাইরে। দৈনিক দখিনের সময় থেকে আহরিত।

উল্লেখ্য, বরিশাল সদর আসনে ক্ষমতাসীন দলের বর্তমান সংসদ সদস্য হচ্ছে কর্নেল (অব:) জাহিদ ফারুক শামীম। তিনি পানি সম্পদ প্রতিমন্ত্রী। প্রশ্ন উঠতেই পারে, সিটিং এমপিকে বাদ দিয়ে সাবেক মেয়রকে কেন এমপি পদে মনোনয়ন দেওয়া হবে! এ প্রশ্ন মোটেই অবান্তর নয়। তবে এখানে বর্তমান ও ভবিষ্যত রাজনীতির নানান ইকোয়েশন বিবেচনার দাবী রাখে। সূত্রমতে, এই ইকোয়েশনে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এগিয়ে আছেন। আর এর মূল ভিত্তি হচ্ছে, বরিশালে বর্তমান আওয়ামী রাজনীতিকে শক্ত ভিত্তির উপর টিকিয়ে রাখা। যা বিরাজমান বাস্তবতায় অনিবার্য হয়ে পড়েছে। কারণ, বাংলাদেশের রাজনীতি যে পথে হাটছে তাতে পরিস্থিতি জটিল হবার আশংকা কেউই উড়িয়ে দিচ্ছেন না। আর এ অবস্থায় দেশের গুরুত্বপূর্ণ আসন গুলোতে ‘শীতের পাখিদের’ মনোনয়ন দেওয়া হলে তা হবে আওয়ামী লীগের জন্য আত্মঘাতী।
যেকোনো বিবেচনায় বরিশাল সদর আসন গুরুত্বপূর্ণ তালিকার উপরের দিকে রয়েছে। আর এই আসনে নানান বিবেচনায় আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সবচেয়ে উপযুক্ত মনে করা হচ্ছে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে। উল্লেখ্য, পচাত্তরের থিংকট্যাংকের নীল নকশায় ১৫ আগষ্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করার একই সময় আর যে দুই বাড়িতে হত্যাযজ্ঞ চালানো হয়েছে তার একটি হচ্ছে আবদুর রব সেরনিয়াবাতের বাড়ি। এই রব সেরনিয়াতেরই নাতি সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এদিকে সবাই জানেন, সাদিক আবদুল্লাহর পিতা আবুল হাসানাত আবদুল্লাহ রাজনীতির বৈরী সময়কে মোকাবিলা করে বরিশাল আওয়ামী লীগকে কেবল টিকিয়ে রাখা নয়, এগিয়ে নিয়ে শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেছেন। রাজনীতির অনেক কিছু পিতার কাছে শিখেছেন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এদিকে মুক্তিযুদ্ধের সঙ্গে সেরনিয়াবাত পরিবারের বন্ধন অবিচ্ছেদ্য। আর সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ হচ্ছে রাজনীতির সফল দুই ঝরণাধারার আদর্শ ও রক্তের উত্তরাধিকার। এ কারণে পচাত্তরের থিংকট্যাংক তাঁকে নানাভাবে অপদস্থ করতে পারলেও বিনাশ করতে পরেনি।
বিশেষভাবে উল্লেখ্য, বরিশালের রাজনীতিতে এরই মধ্যে সাদিক আবদুল্লাহ ১২ বছর অতিক্রান্ত হয়েছে। এ সময় তিনি তাঁর ভিত্তি শক্তিশালী করেছেন, বেড়ে উঠেছেন। তার এই বৃদ্ধি অনেকটা তালগাছের বাস্তবতায়। তালগাছ প্রথম ১২ বছর নিচের দিকে বাড়ে। যে কারণে কোন ঝড়েই এ গাছ পড়ে যায় না। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়,
 “তালগাছ এক পায়ে দাঁড়িয়ে
সব গাছ ছাড়িয়ে
উঁকি মারে আকাশে।
মনে সাধ কালো মেঘ ফুঁড়ে যায়-
একেবারে উড়ে যায়-
কোথা পাবে পাখা সে?”
অভিজ্ঞ মহল মনে করেন, বরিশালের রাজনীতিতে সবাইকে ছাড়িয়ে যাবার ক্ষেত্রে সাদিক আবদুল্লাহর পাখা হচ্ছে তাঁর দলের মনোনয়ন। এদিকে সাধারণের কাছেও দৃশ্যমান, বজ্রপাত ছাড়া তাল গাছের বিনাশ নেই!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

টিকটকে নিরাপদ রাখবে যে ১০ ফিচার

দখিনের সময় ডেস্ক: ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে টিকটক। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে যৌথভাবে কাজ শুরু করেছে টিকটক। যেখানে ‘ফিডস’ নেটওয়ার্কের...

প্রতিদিন খেজুর খাবেন যে কারণে

দখিনের সময় ডেস্ক: আপনার কি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সুস্বাদু কোনো খাবার প্রয়োজন এবং সেইসঙ্গে অতিরিক্ত ওজন কমাতে চাইছেন? এক্ষেত্রে সবচেয়ে ভালো হতে পারে খেজুর।...

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

বাউফলে ইউএনও’র বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর বিরুদ্ধে অনিয়ম,দুনীতি ও অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈশোম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল...

Recent Comments