Home বরিশাল সকলের সহযোগিতা চাইলেন নতুন মেয়র

সকলের সহযোগিতা চাইলেন নতুন মেয়র

দখিনের সময় রিপোর্ট:
বরিশালকে স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা চাইলেন বিসিসি’র নতুন মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ। তিনি বলেন, সর্বস্তরের মানুষ আমাকে নির্বাচিত করে যে দায়িত্ব দিয়েছেন তা নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সাথে পালন করবো। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ উপলক্ষে গতকাল মঙ্গলবার আয়োজিত অভিষেক অনুষ্ঠানে এ কথা বলেন আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত। তিনি বলেন, আনুষ্ঠানিকভাবে আমি ‘মেয়রের পবিত্র দায়িত্ব’ গ্রহণ করলাম।
নগর ভবনের সামনে তৈরি অস্থায়ী মঞ্চে অভিষেক অনুষ্ঠানে মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বপরিবারে জাতির পিতা এবং তাঁর পিতাসহ স্বজনদের হারানোর দু:সহ স্মৃতি স্মরণ করে বলেন, সেদিন আমি নিজেও গুলীবিদ্ধ হয়েছি। মেয়র বলেন, আমি নগরবাসীর কল্যাণ ও উন্নয়নে কাজ করবো। আমাকে সকলে সহযোগিতা করবেন। সকলের সহযোগিতায় নতুন বরিশাল গড়তে চাই। আমি প্রতিহিংসায় বিশ্বাস করি না। সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের প্রতি অনুরোধ করবো, আপনারা সকল স্বার্থের ঊর্ধ্বে থেকে জনসেবায় কাজ করবেন। সিটি কর্পোরেশন হবে হয়রানীমুক্ত সেবাপ্রতিষ্ঠান। কেউ বৈষম্য অথবা প্রতিহিংসার শিকার হবেন না। তিনি বলেন, নগর ভবনের প্রশাসনিক কাঠামো নেই বললেই চলে। প্রশাসনিক অবকাঠামো ভেঙে পড়লেও তা নিয়ে চিন্তা না করার আহবান জানিয়ে মেয়র বলেন, নতুনভাবে কাজ করবেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, সব ঠিক হয়ে যাবে। এসময় তিনি বলেন, সিটি কর্পোরেশনে আমি মাত্র ১২ কোটি টাকা পেয়েছি। আর বরিশালবাসী ঋণী ৩০০ কোটি টাকা!
মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিবেচনায় বরিশাল এক নম্বরে ছিলো। কিন্তু সেই অবস্থা আর নেই। এখন রাজশাহী সিটি কর্পোরেশন এক নম্বরে আছে। বরিশাল অনেক নীচে নেমেগেছে। দুঃখের সাথে বলতে হয়, পুরো বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে সামিল হলেও বরিশাল পশ্চাতপদ থেকে গেছে। বরিশালবাসীর দুঃখ-দুর্দশার কথা অনুধাবন করে আমি দায়িত্ব নেওয়ার আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮০০ কোটি টাকা বরাদ্ধ দিয়েছেন। বরিশালবাসীর পক্ষ থেকে তাঁকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই। মাননীয় প্রধানমন্ত্রী আমার উপর আস্থা রেখেছেন।  মেয়র আবুল খায়ের আব্দুল্লাহর অভিষেক অনুষ্ঠানে পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য কর্নেল জাহিদ ফারুক শামীম বলেন, বরিশালের উন্নয়ন চাইলে নৌকার প্রার্থীকে এমপি নির্বাচিত করতে হবে। এমপি ও মেয়র মিলে বরিশালের উন্নয়ন করবেন।
বরিশাল সিটি কর্পোরেশনের আয়োজনে ও বিভাগীয় কমিশনার শওকত আলীর সভাপতিত্বে মেয়র আবুল খায়ের আব্দুল্লাহর অভিষেক অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম, বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ, বরিশাল-২ আসনের সংসদ সদস্য শাহে আলম, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হাফিজ মল্লিক, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রুবিনা মীরা, মেয়রপত্নী লুনা আব্দুল্লাহ, বরিশাল সিটি কর্পোরেশনের সচিব মাসুমা আক্তার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, জেলা প্রশাসক শহিদুল ইসলাম, বরিশাল মহানগর পুলিশের কমিশনার সাইফুল ইসলাম, এবং ৩০টি ওয়ার্ডের কাউন্সিলরসহ প্রশাসনিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিআরইউ’র সভাপতি আনিসুর, সম্পাদক খালিদ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সভাপতি আনিসুর রহমান খান স্বপন (নিউ এইজ / ঢাকা ট্রিবিউন) আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খালিদ সাইফুল্লাহ (নয়া...

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

Recent Comments