দখিনের সময় রিপোর্ট:
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ উপলক্ষে মেয়র আবুল খায়ের আব্দুল্লাহর অভিষেক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বরিশাল বিভাগীয় কমিশনার শওকত আলী বলেন, সরকারী কর্মকর্তারা সহযোগিতা করতে প্রস্তুত। সিটি কর্পোরেশনের তালিকায় এক নম্বরে থাকার কথা উল্লেখ করে আবার সেই অবস্থান পুনরুদ্ধারের আশাবাদ ব্যক্ত করেন বিভাগীয় কমিশনার শওকত আলী।
সিটি কর্পোরেশনে ৮শ’ কোটি টাকা বরাদ্ধ এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের ৯শ’ কোটি টাকার কাজ শুরু হবার কথা জানান বরিশাল বিভাগীয় কমিশনার শওকত আলী। পর্যবেক্ষক মহলের মতে বরিশাল বিভাগীয় কমিশনার শওকত আলীর এই বক্তব্য বিশেষভাবে গুরুত্ব বহন করে। কারণ সদস্য বিদায়ী মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে প্রশাসনের তরফ থেকে সহযোগিতা না করার বিষয়টি বারবার আলোচনায় এসেছে। এমন কী তার সঙ্গে ডিসি-ইউএনওসব বিভিন্ন স্থরের সরকারী কর্মকর্তারা বিরোধে জড়িয়ে যাবার ঘটনা একাধিকবার ইস্যু হয়েছে। যাতে রাজনীতি ও প্রশাসন উভয়ই ক্ষতিগ্রস্থ হয়েছে বলে অভিজ্ঞ মহল মনে করেন।