Home বরিশাল বরিশালে ‘হাতকাটা মামুন’ খুন

বরিশালে ‘হাতকাটা মামুন’ খুন

দখিনের সময় ডেস্ক:
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জহিরুল ইসলাম মামুন ওরফে হাতকাটা মামুনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সোনাপুর ও ইছাপুরা গ্রামে তিন গ্রুপের বিরোধের সূত্র ধরে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
এর আগে ২০২২ সালের আগস্ট মাসে ভাতশালা এলাকার বাসিন্দা সবুজের নেতৃত্বে মামুনকে কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয়। সেই ঘটনার চিকিৎসা শেষে এলাকায় ফেরার পর পুনরায় কুপিয়ে হত্যা করা হলো তাকে। নিহত মামুনের বিরুদ্ধে বাকেরগঞ্জ ও বরিশাল কোতয়ালী মডেল থানায় ২২টি মামলা ছিল বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, ইছাপুরা ছোট বটতলা থেকে হেঁটে রাত সাড়ে ৮টার দিকে নিজ গ্রাম সোনাপুরে যাচ্ছিলেন ইউপি সদস্য মামুন। পথে ৫ থেকে ৭ জনের একটি অস্ত্রধারী গ্রুপ তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় কেউ যেন ধরা না পরে সে জন্য হত্যাকারীরা গুলি করতে করতে ঘটনাস্থল ত্যাগ করে।
ইউনিয়নের দফাদার আব্দুর রহিম বলেন, কারা হত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটেছে। চেয়ারম্যান এস এম শফিকুর রহমান বলেন, নিহত ইউপি সদস্য দুটি হত্যাসহ বেশ কয়েকটি মাদক মামলার আসামি ছিলেন। এলাকার তিনটি গ্রুপের সঙ্গে তার বিরোধ ছিল। কী কারণে ও কারা হত্যা করেছে তা এখনই বলা যাচ্ছে না। তবে এলাকায় মাদক সিন্ডিকেট নিয়ে এ ঘটনা ঘটতে পারে।
ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান জানান, জহিরুল ইসলাম মামুন ফরিদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন। তবে ২০১৬ সালের ১২ জুন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মহিউদ্দিনকে হত্যায় জড়িত থাকায় কেন্দ্রের নির্দেশে তাকে বহিষ্কার করা হয়। বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরেই এ হত্যার ঘটনা ঘটেছে। তবে আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

দখিনের সময় ডেস্ক: কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপে বাড়ির সামনে থেকে তাহমিনা আক্তারের (৭) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) রাত...

স্ত্রীকে কুপিয়ে হত্যা, থানায় এসে স্বামীর আত্মসমর্পণ

দখিনের সময় ডেস্ক: রাজধানীর পল্লবীতে শামসুন্নাহার (৫২) নামের এক নারীকে নিজ হাতে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তার স্বামী। ঘাতক স্বামীর নাম মোখলেছুর রহমান (৫২)।...

সাড়ে তিন মাস পর আজ শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস

দখিনের সময় ডেস্ক: সাড়ে তিনমাস পর আজ রোববার (২২ সেপ্টেম্বর) শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস। এরইমধ্যে প্রতিটি বিভাগে ক্লাস রুটিনসহ নির্দেশনা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট...

মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা  ড. ইউনূস

দখিনের সময় ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে বসছেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নিইউয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আগামী মঙ্গলবার...

Recent Comments