Home প্রযুক্তি যেসব নিয়ম মানলে অর্ধেকে নেমে আসবে বিদ্যুৎ বিল

যেসব নিয়ম মানলে অর্ধেকে নেমে আসবে বিদ্যুৎ বিল

দখিনের সময় ডেস্ক:
গরমে বিদ্যুৎ বিলের পরিমাণ যতটা বেশি আসে, সেই তুলনায় শীতে খানিকটা কম থাকে। কিন্তু শীতে বৈদ্যুতিক পাখা না চালিয়েও অনেক টাকা বিল আসছে? এমনটি হলে আপনাকে এমন কিছু টিপস মেনে চলতে হবে, যাতে আপনি এসি, ফ্রিজ ও অন্যান্য বৈদ্যুতিক গ্যাজেট চালালেও বিদ্যুৎ বিল অনেকটাই কম আসবে।
সিএফএল বাল্ব: সাধারণ বাল্বের পরিবর্তে কম শক্তি বা পাওয়ারের বাল্ব ব্যবহার করুন। এতে বিদ্যুৎ খরচ কম হবে। আপনার মনে হতেই পারে, তাহলে কী ভাল আলো হবে না? একেবারেই তা নয়, কম পাওয়ারের আলো আপনার ঘরকে ভালোরকম আলো করে রাখবে। আপনি সিএফএল বা এলইডি লাইট ব্যবহার করে প্রায় ৭০ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় করতে পারেন।
ফ্রিজার ডিফ্রস্ট রাখুন: যদি আপনার ফ্রিজে প্রচুর পরিমাণে বরফ জমে থাকে, তবে এই বরফের কারণে ফ্রিজের ঠান্ডা হওয়ার ক্ষমতা কমে যায় ও এটি বেশি পরিমাণে বিদ্যুৎ খরচ করে। তাই, সবসময় ফ্রিজকে ডিফ্রোস্ট করে রাখুন এবং গরম খাবারকে একটু ঠাণ্ডা হওয়ার পরই ফ্রিজে রাখুন। এতে বিদ্যুৎ বিল কম খরচ হবে।
অপ্রয়োজনে বন্ধ রাখুন: টিভি, ল্যাপটপ, মোবাইল চার্জার ইত্যাদি বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করার পরে অবশ্যই তাদের পাওয়ার সুইচটি বন্ধ করুন। যদি মনে করেন, টিভি দেখা হয়ে গেছে। আর তা আপনি রিমোট দিয়ে বন্ধ করে রেখেছেন। তাহলে সেই অভ্যাস পাল্টে নিন। কারণ আপনার মনে হতে পারে যে, আপনি রিমোট দিয়ে টিভিটি বন্ধ করেছেন। কিন্তু আদৌ তা পুরোপুরি বন্ধ হয় না। ফলে বিদ্যুৎ খরচ করে।
এসি চালানোর সময় ঘর বন্ধ রাখুন: আপনি যদি এসি চালান তবে বাড়ির সমস্ত জানালা, দরজা ও স্কাইলাইট ইত্যাদি সঠিকভাবে বন্ধ আছে কি না তা নিশ্চিত করার চেষ্টা করুন। এসির পরিবর্তে সিলিং ফ্যান বা টেবিল ফ্যান ব্যবহার করতে পারেন। আর এসব টিপস অনুসরণ করে আপনি বিদ্যুৎ বিল কমাতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

স্মার্টফোনে ইন্টারনেট চলে যাচ্ছে? জেনে নিন গতি বাড়ানোর কৌশল!

দখিনের সময় ডেস্ক: অনেকেই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় হঠাৎ করেই দেখেন, নেটওয়ার্ক চলে গেছে। আশেপাশের অন্যরা নির্বিঘ্নে ইন্টারনেট ব্যবহার করতে পারলেও আপনার ফোনেই সমস্যা...

প্রতিদিন ৩-৪ লিটার পানি পান করলে কী হয়?

দখিনের সময় ডেস্ক: ওজন কমানো একটি চ্যালেঞ্জিং কাজ হতে পারে। কঠোর ডায়েট অনুসরণ করা, খাবারের প্রতি লোভ নিয়ন্ত্রণ করা, প্রতিদিন জিমে যাওয়া, কঠোর ওয়ার্কআউট করা...

ডিভোর্সের দুদিন পরই সুখবর দিলেন এ আর রহমান

দখিনের সময় ডেস্ক: নিন্দুকরা মনে করছে বাংলার মেয়ে গিটার বাদক মোহিনী দে-র জন্যই হয়ত সায়রাকে ছেড়েছেন ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী ও সুরকার এ আর রহমানের। তবে...

যৌন পর্যটনের নতুন কেন্দ্র টোকিও, সেক্স ইন্ডাস্ট্রির জড়িত কিছু চক্র

দখিনের সময় ডেস্ক: যখন স্বর্ণযুগ ছিল, শহরটি অর্থনীতিতে ব্যাপক উন্নতি দেখেছে। এটি এখনো বিশ্বের অন্যতম বাসযোগ্য শহর হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। তবে আশঙ্কার বিষয়...

Recent Comments