Home প্রযুক্তি উবার সিএনজি : প্রথম তিন রাইডে ৫০ শতাংশ ছাড়

উবার সিএনজি : প্রথম তিন রাইডে ৫০ শতাংশ ছাড়

দখিনের সময় ডেস্ক:
অবরোধ ও হরতাল চলমান থাকলেও ঢাকার রাস্তা অনেকটা স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে। ফলে রাস্তায় সিএনজিচালিত অটোরিকশা খুঁজে পাওয়া এখন আবারও কঠিন হয়ে পড়েছে। ঢাকার রাস্তায় দ্রুত ও আরামদায়কভাবে যাতায়াতের জন্য সিএনজিচালিত অটোরিকশা চমৎকার একটি বাহন। বিশেষ করে দীর্ঘ যানজট কিছুটা হলেও এড়িয়ে অলিগলি বা ফাঁকফোকর দিয়ে চলাচলের মতো ছোট এবং একইসাথে আপনি থাকবেন রোদ-বৃষ্টি থেকে সুরক্ষিত।
তবে এসব অটোরিকশার সবচেয়ে বড় সমস্যাটা হলো, রাস্তা থেকে ডাকার সময় চালকরা আকাশছোঁয়া ভাড়া দাবি করেন। তাদের সাথে ভাড়া নিয়ে দরদাম বা তর্ক করা ক্লান্তিকর, আবার অনেক সময় এতেও ভাড়া কমানো যায় না। এমন পরিস্থিতিতে উবারের মতো রাইডশেয়ারিং সার্ভিসের সিএনজি আপনার জন্য হতে পারে যথার্থ। এই সার্ভিস শুধু যে সাশ্রয়ী তা-ই নয়, এখানে আপনাকে চালকের সঙ্গে ভাড়া নিয়ে দরকষাকষিও করতে হবে না।
আপনি যদি এখনও উবারের সিএনজি সার্ভিস ব্যবহার করে না থাকেন, তাহলে আপনার জন্য এটি ব্যবহারের এখনই সুবর্ণ সুযোগ। কারণ এই রাইডশেয়ারিং প্ল্যাটফর্মটি দিচ্ছে সিএনজিতে প্রথম তিনটি রাইডে ৫০ শতাংশ ছাড়। এই ছাড় উপভোগ করার জন্য প্রথমে অ্যাপ ওপেন করে আপনার গন্তব্য নির্ধারণ করুন। এরপর সেই অ্যাপ থেকে যাত্রার বাহন হিসেবে উবার সিএনজিচালিত অটোরিকশা নির্ধারণ করুন। এবার সেখানে প্রোমো কোড চাইবে। সেই স্থানে CNGFTR23 প্রোমো কোডটি প্রবেশ করান। এরপর চলে যান আপনার নির্ধারিত গন্তব্যে।
তবে খেয়াল রাখতে হবে, এই ছাড় শুধু প্রথমবারের মতো উবার সিএনজি ব্যবহারকারী যাত্রীদের প্রথম তিনটি রাইডের জন্য প্রযোজ্য এবং এতে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। সুতরাং রাস্তায় দাঁড়িয়ে সিএনজি চালকদের সঙ্গে দরকষাকষি না করতে চাইলে উবারের এই সার্ভিস হতে পারে আপনার জন্য মানানসই ও সাশ্রয়ী একটি সার্ভিস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

প্রতিদিন কলা খাওয়ার উপকার

দখিনের সময় ডেস্ক: প্রতিদিন কলা খেলে মেলে অনেক উপকার। কলায় থাকে প্রয়োজনীয় অনেক ভিটামিন। যে কারণে চিকিৎসকেরা নিয়মিত কলা খাওয়ার পরামর্শ দেন। প্রতিদিন অন্তত দুটি...

মোহিনীর প্রেমের এআর রহমানের বিচ্ছেদ, যা বলছেন পুত্র

দখিনের সময় ডেস্ক: ব্যক্তিজীবন নিয়ে সংবাদের শিরোনামে এআর রহমান। সায়রা বানুর সঙ্গে দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যের অবসান। বুধবার রাতে রহমানের স্ত্রী সায়রার আইনজীবী এই খবর...

স্মার্টফোনে ইন্টারনেট চলে যাচ্ছে? জেনে নিন গতি বাড়ানোর কৌশল!

দখিনের সময় ডেস্ক: অনেকেই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় হঠাৎ করেই দেখেন, নেটওয়ার্ক চলে গেছে। আশেপাশের অন্যরা নির্বিঘ্নে ইন্টারনেট ব্যবহার করতে পারলেও আপনার ফোনেই সমস্যা...

প্রতিদিন ৩-৪ লিটার পানি পান করলে কী হয়?

দখিনের সময় ডেস্ক: ওজন কমানো একটি চ্যালেঞ্জিং কাজ হতে পারে। কঠোর ডায়েট অনুসরণ করা, খাবারের প্রতি লোভ নিয়ন্ত্রণ করা, প্রতিদিন জিমে যাওয়া, কঠোর ওয়ার্কআউট করা...

Recent Comments