Home নির্বাচিত খবর এস.এম. ফজলুল হকের ২৮ তম মৃত্যুবার্ষিকী আজ

এস.এম. ফজলুল হকের ২৮ তম মৃত্যুবার্ষিকী আজ

দখিনের সময় ডেস্ক:
আজ ১৫ ডিসেম্বর শুক্রবার এস.এম. ফজলুল হকের ২৮ তম মৃত্যুবার্ষিকী। অক্সফোর্ড খ্যাত বিদ্যাপীঠ ব্রজমোহন (বিএম) কলেজ’র শিক্ষক ছিলেন (১৯৫৭-১৯৯০)। পরে বরিশাল ইসলামিয়া কলেজে অধ্যক্ষের দায়িত্ব পালন করেন(১৯৯১-১৯৯৫)। আমৃত্যু তিনি এখানেই কর্মরত ছিলেন।
এস.এম. ফজলুল হকের স্কুল জীবন কেটেছে গোপালগঞ্জে। এসময় তাঁর বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র পরম সান্নিধ্যে আসার সৌভাগ্য হয়। ম্যাট্রিক পাশ করেন গোপালগঞ্জ থেকে(১৯৪৮)। বঙ্গবন্ধু’র পরামর্শ মতো তিনি ব্রজমোহন কলেজ’এ ভর্তি হন। এ কলেজে অধ্যয়নকাল তাঁর জীবন দর্শনে গভীর রেখাপাত করে। কলেজের লেখাপড়ার গুনগত মান বিশেষকরে শিক্ষকবৃন্দের আকর্ষণীয় ব্যক্তিত্ব, পাণ্ডিত্য এবং নৈতিক মূল্যবোধ তাঁর মননে এতটাই গভীর প্রভাব ফেলে যে, জীবনের লক্ষ্য তিনি তখনই স্হির করে ফেলেন। পেশাগত জীবনে মহাত্মা অশ্বিনী কুমার দত্তের কলেজের শিক্ষক হবেন এই ছিল তাঁর ব্রত।
এস.এম. ফজলুল হক মেধাবী ছাত্র ছিলেন। উচ্চমাধ্যমিকে ভালো ফলাফল করলে এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন(১৯৫১)। আবাসিক ছাত্র ছিলেন সলিমুল্লাহ মুসলিম হলের। পরবর্তীতে পাকিস্তান সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হলে এমনকি অনেক লোভনীয় চাকরির সুযোগ পেলেও তিনি তাঁর স্বপ্নের কলেজে শিক্ষাকতার পেশাকে বেছে নেন। বিএম কলেজে যোগ দেন ১৯৫৭’র গোড়ার দিকে। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের প্রেক্ষাপটে সকল গণতান্ত্রিক আন্দোলনে একজন  সচেতন বাঙালি হিসেবে তিনি তাঁর ছাত্রদের মধ্যে দেশপ্রেমের মন্ত্র, বঙ্গবন্ধু’র স্বাধীকার আন্দোলন সংগ্রামের আদর্শ ছড়িয়ে দেন। ব্যক্তিজীবনে তিনি ছিলেন একজন অসাম্প্রদায়িক, মানবিক গুণাবলী সম্পন্ন নিষ্ঠাবান মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকার জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের...

গাজা-লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে  ৪৪ হাজার

দখিনের সময়  ডেস্কঃ গাজা-লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় প্রাণ গেছে ৮৮ ফিলিস্তিনির। খবর...

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

Recent Comments