দখিনের সময় ডেস্ক:
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জিল্লুল হাকিমকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। দলীয় একটি অনুষ্ঠানে— ৯০ শতাংশ লোক দিয়ে নৌকায় ভোট দিতে হবে এবং ৯০ শতাংশ ভোটারকে ভোটকেন্দ্রে হাজির করতে হবে বলেন মন্তব্য করেন তিনি।
রবিবার (১৭ ডিসেম্বর) দুপুরে রাজবাড়ী-২ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক শাহিনুর রহমান এ শোকজ নোটিশ দেন। নোটিশে বলা হয়েছে, ‘গত ১৭ তারিখ একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের প্রেক্ষিতে জানতে পারি, আপনি সংসদীয় আসন নং-২১০ (রাজবাড়ী-২) নির্বাচনী এলাকার সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে— আপনার নির্দিষ্ট নির্বাচনী এলাকার বাইরে গিয়ে— অপর নির্বাচনী এলাকা সংসদীয় আসন ২০৯ (রাজবাড়ী-১) এ অবস্থিত রাজবাড়ী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় বিজয় দিবস-২০২৩ এর আলোচনা সভায় ৯০ শতাংশ লোককে দিয়ে নৌকায় ভোট দিতে হবে ও নির্বাচনে ৯০ শতাংশ ভোটারকে ভোটকেন্দ্রে হাজির করতে হবে এই মর্মে বক্তব্য প্রদান করেছেন।’ আপনাকে স্ব-শরীরে আপনি উপস্থিত হয়ে বা মনোনীত প্রতিনিধির মাধ্যমে আগামী ১৯ ডিসেম্বর ২০২৩ ইং তারিখ বেলা ১২ টার মধ্যে নির্বাচন অনুসন্ধান কমিটি সংসদীয় আসন রাজবাড়ী-২ যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২ এর এজলাসে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো।’