Home বরিশাল সাদিক ও জাহিদ অনুসারীদের মধ্যে সংঘর্ষ, আহত অন্তত ১০ জন

সাদিক ও জাহিদ অনুসারীদের মধ্যে সংঘর্ষ, আহত অন্তত ১০ জন

দখিনের সময় ডেস্ক:
সাদিক আব্দুল্লাহর অনুসারী ও আওয়ামী লীগ মনোনীত জাহিদ ফারুক অনুসারীদের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এ সময়ে আহত একজনকে হাসপাতালে নিতে চাইলে তাকে বহনকারী ইজিবাইক ভাঙচুর ও আহত ওই ব্যক্তির স্বজনের মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। বরিশাল নগরীতে উত্তেজনা বিরাজ করছে ।
সোমবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টার মধ্যে দুই দফায় মেট্রোপলিটন কাউনিয়া থানা এলাকার ৫ নং ওয়ার্ড পলাশপুর ৭ নং গুচ্ছগ্রাম মসজিদের সামনে ব্রিজের ওপরে এ ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন বলে উভয় পক্ষ থেকে দাবি করা হয়েছে। যদিও হাসপাতালে তিনজন চিকিৎসা নিয়েছেন।
নৌকা প্রতীকের সমর্থক হালিম খলিফা বলেন, ওয়ার্ডের আওয়ামী লীগের নির্বাচনী অফিস উদ্বোধনের জন্য আমি লোকজনকে দাওয়াত দিচ্ছিলাম। এ সময়ে স্বতন্ত্র প্রার্থী সাদিক আব্দুল্লাহর অনুসারী আমিন হাওলাদার আমাকে বলেন, তোর বাবা (সাদিক) নির্বাচন করতেছে তুই জানিস না? এ নিয়ে আমাদের দুজনের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে আমিন কয়েকজন নিয়ে এসে আমাকে মারধর করেন। আমি এ ঘটনায় কাউনিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।
স্থানীয়রা জানিয়েছেন, এই ঘটনার সূত্র ধরে জাহিদ ফারুক অনুসারী নেতাকর্মীরা জড়ো হয়ে ৭ নম্বর গুচ্ছগ্রামের সাদিক অনুসারী আমিন হাওলাদারের বাসার সামনে জড়ো হয়ে তাকে খুঁজতে থাকেন। রাত ৯টা ৪০ মিনিটের দিকে আমিনকে মারধর করা হয়। আমিন হাওলাদার বলেন, বিনা কারণে আমাদের ওপর হামলা চালিয়েছে হালিম খলিফা। সে নৌকার প্রচারণার নাম করে এলাকায় অপপ্রচার চালাচ্ছিল। আমার ভাই আসিবকে বেদম পিটিয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিতে গেলে তাকে বহনকারী অটোরিকশাটি ভাঙচুর করে এবং রাব্বির মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয় মন্ত্রীপন্থি লোকজন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) ফজলুল করিম জানান আছে। দুইপক্ষের বেশ কয়েক জন আহত হয়েছে।, পলাশপুর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক ঘটনাটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

দখিনের সময় ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবিগঞ্জে মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন । বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল আলীম...

Recent Comments