Home জাতীয় মানুষের জীবন নিয়ে কাউকে খেলতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

মানুষের জীবন নিয়ে কাউকে খেলতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

দখিনের সময় ডেস্ক:
মানুষের জীবন নিয়ে কাউকে খেলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের স্থিতিশীলতা চায় না বলেই বিএনপি অগ্নি সন্ত্রাস ও নাশকতা করে। তাদের প্রতিরোধ করতে জনগণের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি। আজ মঙ্গলবার রংপুরের পীরগঞ্জে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন। এর আগে, মিঠাপুকুর ও তারাগঞ্জের জনসভায় নৌকায় ভোট চান আওয়ামী লীগ সভাপতি। সিলেট থেকে নির্বাচনি প্রচার শুরুর পর, এই প্রথম স্বশরীরে ভোটের মাঠে রংপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
দিনভর ব্যস্ত কর্মসূচির শেষভাগে, রংপুর-৬ পীরগঞ্জ আসনে দল মনোনীত প্রার্থী স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নির্বাচনি জনসভায় ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে যোগ দেন বঙ্গবন্ধুকন্যা। মঙ্গলবার বিকেলে যখন তিনি জনসভায় পৌঁছান, ততক্ষণে কানায় কানায় পূর্ণ পীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠ। শিরিন শারমিন চৌধুরীকে নিজের মেয়ে উল্লেখ করে তার জন্য নৌকায় ভোট চান শেখ হাসিনা। শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ দেশের কল্যাণ করে। আর বিএনপি করে ধ্বংস। অগ্নি সন্ত্রাস যারা করবে তাদের ধরে ধরে শাস্তি দিতে হবে। এদের ব্যাপারে সজাগ থাকতে হবে। কারণ দেশে নির্বাচন নিয়ে কোনো ধরনের সন্ত্রাস করতে দেওয়া হবে না। মানুষের জীবন নিয়ে কাউকে খেলতে দেওয়া হবে না।’ প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যাতে কেউ অরাজকতা সৃষ্টি করতে না পারে সেজন্য নিজের বাড়ির পাশের রেললাইন পাহারা দিতে হবে। বাসে যাতে কেউ আগুন দিতে না পারে সে জন্য সজাগ থাকুন।
সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় জানান আওয়ামী লীগ সভাপতি।সরকারপ্রধান বলেন, ‘১৫ বছরে দেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতে নৌকা মার্কায় ভোট দিতে হবে। এ নৌকাই নুহ নবীকে মহাপ্লাবন থেকে বাঁচিয়েছিল। এ নৌকাই আওয়ামী লীগের প্রতীক। আগামীতে ক্ষমতায় এলে দেশ স্মার্ট বাংলাদেশ হবে। আর সরকারের লক্ষ্য হচ্ছে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গড়ে তুলতে হবে।’
এর আগে, রংপুর-৫-মিঠাপুকুর আসনে জায়গীর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে নৌকার প্রার্থী রাশেক রহমানের নির্বাচনি জনসভায় যোগ দেন শেখ হাসিনা। এই আসনে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে লড়ছেন সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন। এ সময় শান্তিপূর্ণভাবে সবাইকে নির্বাচন করবার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি। রংপুর-২ বদরগঞ্জ-তারাগঞ্জ আসনের ওয়াকফ এস্টেট সরকারি কলেজ মাঠে নির্বাচনি জনসভাতেও যোগ দেন আওয়ামী লীগ সভাপতি। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগই রংপুরকে মঙ্গামুক্ত করতে পেরেছে, রংপুর এখন একটি উন্নত জনপদ। রংপুরের পুত্রবধূ শেখ হাসিনা। তিনটি জনসভার বিরতিতে তিনি পীরগঞ্জের ফতেপুরে শ্বশুরবাড়িতে যান। সেখানে তার প্রয়াত স্বামী বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করেন। বিশ্রাম নেন বাসভবন ‘জয় সদনে’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

গাজা-লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে  ৪৪ হাজার

দখিনের সময়  ডেস্কঃ গাজা-লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় প্রাণ গেছে ৮৮ ফিলিস্তিনির। খবর...

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

খালেদা জিয়ার সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের সাক্ষাৎ

দখিনের সময় ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠান...

Recent Comments