দখিনের সময় ডেস্ক:
নির্বাচন কমিশন গঠিত অনুসন্ধান কমিটিকে অসহযোগিতার অভিযোগ ওঠায় বগুড়া জেলা ও দায়রা জজ এ কে এম মোজাম্মেল হক চৌধুরীকে প্রত্যাহারের সুপারিশ করেছে নির্বাচন কমিশন। বিচারক মোজাম্মেল হক চৌধুরীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ করেছেন বগুড়া জেলার ৭টি নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়াম্যানরা। তারা বলেছেন, অনুসন্ধান কমিটির বিচারকদের নির্বাচনী কাজে বাধা দিচ্ছেন এবং প্রশিক্ষণে অংশ না নিতে বলছেন বিচারক মোজাম্মেল হক। এছাড়া আরও বেশকিছু বিষয়ে অসহযোগিতা করছেন তিনি।
অভিযোগ পাওয়ার পর বিচারক একে এম মোজাম্মেল হক চৌধুরীকে প্রত্যাহারের সুপারিশ করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করাসহ তার নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেছে ইসি। এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রস্তুত করেছে ইসি সচিবালয়। সেটি আগামীকাল বুধবার আইন মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে বলে ইসি সূত্রে জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, ‘বগুড়া জেলাধীন ‘নির্বাচন-পূর্ব অনিয়ম’ সংক্রান্ত বিষয়সমূহ অনুসন্ধানপূর্বক কমিশনের কাছে প্রতিবেদন দাখিলের লক্ষ্যে গঠিত ৭টি নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যানরা মৌখিকভাবে জানান যে, বিজ্ঞ জেলা ও দায়রা জজ, বগুড়া তাদের নির্বাচনী দায়িত্ব পালনে বাধা বা অসহযোগিতা করছেন। উপরিউক্ত বাধা বা অসহযোগিতা প্রদান নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ এর ৪ ও ৫ ধারা অনুযায়ী অসদাচরণের অন্তর্ভুক্ত। এ অবস্থায় নির্বাচনী দায়িত্ব পালনে বাধা বা অসহযোগিতার জন্য জেলা ও দায়রা জজ, বগুড়া থেকে এ, কে এম মোজাম্মেল হক চৌধুরীকে প্রত্যাহার করে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করাসহ তার নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক তার বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা গ্রহণের জন্য সুপারিশ করা যেতে পারে।’
জেলা ও দায়রা জজ যেসব অসহযোগিতা করেছেন
(ক) নির্বাচনী অনুসন্ধান কমিটির বিজ্ঞ বিচারকদের নির্বাচনী কাজে বাধা প্রদানসহ প্রশিক্ষণে অংশ না নিতে বলেন।
(খ) নির্বাচনী দায়িত্ব পালনকে উপেক্ষা করে বিচারিক দায়িত্ব পালনে বাধ্য করছেন।
(গ) নির্বাচনী অনুসন্ধান কমিটির জন্য বিজ্ঞ জেলা ও দায়রা জজ, বগুড়া এর অনুকূলে বরাদ্দকৃত বাজেটের অর্থ সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান কমিটির মধ্যে বিতরণে অপারগতা প্রকাশ করছেন।