Home শিক্ষা ক্যাম্পাস ‘বাংলা চ্যানেল’ পাড়ি দিয়ে তৃতীয় ববি শিক্ষার্থী সুমন বালা

‘বাংলা চ্যানেল’ পাড়ি দিয়ে তৃতীয় ববি শিক্ষার্থী সুমন বালা

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) এক শিক্ষার্থী। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন দ্বীপ পর্যন্ত মোট ১৬.১ কি.মি. সাঁতরে পাড়ি দেন সাঁতারুরা। এ সাঁতরে মোট ৪৩ জন সাঁতরু অংশগ্রহণ করে তার মধ্যে সুমন ৩য় স্থান অধিকার করে। এতে তার সময় লাগে ৪ ঘন্টা ১১ মিনিট। বাংলা চ্যানেল পাড়ি দেওয়া ওই শিক্ষার্থীর নাম সুমন বালা। সুমন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৭-১৮শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহ্পরীর দ্বীপের পশ্চিমপাড়া সমুদ্রসৈকত থেকে এই সাঁতার শুরু করা হয়েছে। এবার এই সাঁতারের আয়োজন করেছে ‘ষড়্জ অ্যাডভেঞ্চার’ ও ‘এক্সট্রিম বাংলা’। আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘১৮তম বাংলা চ্যানেল সাঁতার ২০২৩’। সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করেছেন-টেকনাফ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট্র মো. এরফানুল হক চৌধুরী।
সুমন তার অভিজ্ঞতা ও অনুভুতি প্রকাশ করতে গিয়ে বলেন, আমি ছোট বেলা থেকে সাঁতার প্র্যাকটিস করি । ২০২১ সাল থেকে নিজেকে সাঁতারু হিসাবে মনে করি। কিন্তু আর্থিক সংকটের কারণে সাঁতার প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারি নাই। এবার আমার এক চাচার কাছ থেকে টাকা ধার করে এ সাঁতার প্রতিযোগিতা অংশগ্রহণ করি সেখানে ৪৩ জন সাঁতারুকে পিছনে ফেলে আমি ৩য় স্থান অধিকার করি। যা খুব আনন্দের ও গৌরবের। আমি আমার বিশ্ববিদ্যালয় কে রিপ্রেজেন্ট করতে পেরেছি। আমি মনে করি আমার পরিশ্রম বিফলে যায়নি। আমি টানা১৫ দিন চার ঘন্টা করে সাঁতার প্র্যাকটিস করছি।
এর আগে সুমন গত বছর বরিশাল বিশ্ববিদ্যালয় আন্তঃ বিভাগ সাঁতার প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান অধিকার করে এবং এই বছর দুইটা প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করে এবং সুমন একজন সাঁতারুর পাশাপাশি ওয়াটার পোলো খেলোয়াড়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

খালেদা জিয়ার সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের সাক্ষাৎ

দখিনের সময় ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠান...

স্কলারশিপ-এ পাকিস্তানে পড়ার সুযোগ ১০০ বাংলাদেশি, প্রধানমন্ত্রীর অনুমোদন

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন দিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্কলারশিপে ১০০ বাংলাদেশিকে পাকিস্তানে পড়ার সুযোগ দেওয়ার বিষয়টির অনুমোদন দিয়েছেন। সংবাদমাধ্যম...

Recent Comments