Home নির্বাচিত খবর স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, গ্রেপ্তার ৪

স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, গ্রেপ্তার ৪

দখিনের সময় ডেস্ক:
শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলীর সমর্থকদের ওপর হামলার অভিযোগে নড়িয়া উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ ১৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। সোমবার (১ জানুয়ারি) নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। নড়িয়া থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন নজরুল খলিফা নামের এক ব্যক্তি। তিনি ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলীর সমর্থক।গ্রেপ্তারকৃতরা হলেন- নজরুল ইসলাম, রব্বানী ছৈয়াল, ইমরান দেওয়ান ও নাহিদ ছৈয়াল।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় শরীয়তপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলীর সমর্থকরা একটি মিছিল বের করে নড়িয়া পৌরসভার বাঁশতলা এলাকা থেকে মুলফৎগঞ্জ এলাকায় যাচ্ছিলেন। এ সময় মিছিলটি মুলফৎগঞ্জ ব্রিজের কাছাকাছি পৌঁছালে নৌকা প্রতীকের প্রার্থী একেএম এনামুল হক শামীমের সমর্থক মোস্তফা শিকদার, নড়িয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান বিপ্লবসহ অজ্ঞাত ৩০ থেকে ৩৫ জন মিছিলকে লক্ষ্য করে কিছু হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এরপর তারা দেশীয় অস্ত্র নিয়ে ঈগল প্রতীকের সমর্থকদের ওপর হামলা চালায়। এতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নজরুল ইসলাম ব্যাপারী, রশিদ চৌকিদার, আব্দুর রহিমসহ কয়েকজন আহত হন। পরে তাদের উদ্ধার করে প্রথমে নড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের শরীয়তপুর সদর হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

খালেদা জিয়ার সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের সাক্ষাৎ

দখিনের সময় ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠান...

স্কলারশিপ-এ পাকিস্তানে পড়ার সুযোগ ১০০ বাংলাদেশি, প্রধানমন্ত্রীর অনুমোদন

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন দিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্কলারশিপে ১০০ বাংলাদেশিকে পাকিস্তানে পড়ার সুযোগ দেওয়ার বিষয়টির অনুমোদন দিয়েছেন। সংবাদমাধ্যম...

Recent Comments