Home বরিশাল সালাহউদ্দিন রিপনের নির্বাচনী কার্যালয়ে হামলা

সালাহউদ্দিন রিপনের নির্বাচনী কার্যালয়ে হামলা

দখিনের সময় রিপোর্ট:
বরিশাল সদর ৫ আসনে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের সালাউদ্দিন রিপনের প্রধান নির্বাচনি কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে অর্ধশত দুর্বৃত্ত বরিশাল সদর উপজেলার উলালবাটনা গ্রামে এ হামলার ঘটনা ঘটায়। এ সময় ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীরা। এ হামলায় নৌকার প্রার্থী জাহিদ ফারুকের নেতাকর্মীরা দায়ী বলে দাবি স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের।
ট্রাক প্রতীকের নেতাকর্মীরা জানান, নৌকার নেতাকর্মী, সমর্থকরা র‌্যালি করে এসে কার্যালয়ের চেয়ারসহ সবকিছু ভাঙচুর করেছে। এ সময় নারীসহ নেতাকর্মীদের মারধর করে তিন-চারটি গাড়ি ফেলে দিয়ে চলে গেছে। এ সময় আমরা দুইজনকে আটক করেছি। স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপন তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে নৌকার নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সেজন্য সব জায়গায় স্পেশাল নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হোক। সুষ্ঠু ভোটের জন্য সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের দাবি জানাচ্ছি। এ বিষয়ে আমি ইতিমধ্যে মৌখিক অভিযোগ জানিয়েছি
বিষয়টি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাসহ প্রশাসনকে জানানো হয়েছে উল্লেখ করে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপন বলেন, যেখানে প্রকাশ্য জনসভায় একজন প্রার্থী বলে একজনকে মারলে ১০ জনকে মারবা সেখানে তার অতিউৎসাহী কর্মীরা এমনটা করবে এটাই স্বাভাবিক। হামলার ভয়ে আমি নির্বাচনের মাঠ ছাড়বো না।
নৌকার নির্বাচন কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট লস্কর নুরুল হক গণমাধ্যমকে বলেন, স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ের পাশ দিয়ে আসার সময় নৌকার নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে স্বতন্ত্র প্রার্থীর লোকজন। এতে আমাদের ৭-৮ জন নেতাকর্মীকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আমরা মামলা দায়ের করব। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। কারা হামলা চালিয়েছে তা প্রাথমিকভাবে বলা যাচ্ছে না। বিস্তারিত পরে বলা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ফোন চার্জ হতে দেরি হয় কেন?

দখিনের সময় ডেস্ক: ফোন ছাড়া জীবন অচল। ঘুম থেকে উঠেই সবাই আগে মোবাইল খুঁজে। ঘুমানোর আগেও কমবেশি সকলের নজর থাকে মোবাইল স্ক্রিনেই। অনেক সময়ই দেখা...

ভিটামিন সি এর অভাব হলে শরীরে যা ঘটে

দখিনের সময় ডেস্ক: ভিটামিন সি আমাদের সুস্বাস্থ্য বজায় রাখতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি প্রাকৃতিক উৎসের মাধ্যমে সহজে পাওয়া যায়, তবুও অনেকের ভিটামিন সি...

বাংলাদেশের বিপ্লব বিশ্বজুড়ে প্রেরণা জোগাবে : জাতিসংঘে ড. ইউনূস

দখিনের সময় ডেস্ক: জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বাংলায় ভাষণ দিচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময়...

জাতিসংঘে ‘তিন শূন্য’ তত্ত্বের ওপর গুরুত্বারোপ ড. ইউনূসের

দখিনের সময় ডেস্ক: শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বিশ্বজুড়ে আলোচিত তার তিন শূন্য তত্ত্বের জন্য। সেগুলো হচ্ছে— দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা।...

Recent Comments