• ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ভবনের তৃতীয় তলা থেকে পরে হাসপাতালে ববি শিক্ষার্থী

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ২৫, ২০২৪, ১৭:১২ অপরাহ্ণ
ভবনের তৃতীয় তলা থেকে পরে হাসপাতালে ববি শিক্ষার্থী
সংবাদটি শেয়ার করুন...
বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রশাসনিক ভবনের (রেজিস্ট্রার বিল্ডিং) তৃতীয় তলা থেকে নিচে পরে গুরুতর আহত হয়েছেন এক শিক্ষার্থী। তাকে উদ্বার করে নগরীর শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে তার ডান পা, দুই হাত এবং ঘাড় গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে বলে জানা গেছে।
আহত শিক্ষার্থীর নাম জান্নাতুল ফেরদৌস। তিনি ইংরেজি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বলে নিশ্চিত হওয়া গেছে। প্রশাসনিক ভবনের তিন তলার রেলিঙে বসে পড়ার সময় অসাবধানতাবশত নিচে পরে যায় সে। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.মোঃ আবদুল কাইয়ুম বলেন, প্রশাসনিক ভবনের তৃতীয় তলার রেলিংএ বসে পড়ালেখা করার সময় অসাবধানতাবশত এক শিক্ষার্থী নিচে পরে যাবার ঘটনা ঘটেছে। তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে এসেছি আমরা।এছাড়া সবাইকে নির্দেশনা দিয়ে দিচ্ছি যেন কেউ অযথা বহুতল ভবনের রেলিঙের পাশে অবস্থান না করে এবং সাবধানতার সঙ্গে চলাফেরা করে।
ভবনের রেলিঙগুলোকে সুরক্ষিত করার উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ মনিরুল ইসলাম বলেন, ভবনগুলোর রেলিং আরো সুরক্ষিত করার জন্য আজই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে প্রকৌশল শাখাকে যথাযথ নির্দেশনা দিয়েছেন উপাচার্য স্যার। একইসাথে আহত শিক্ষার্থীর সুচিকিৎসার ব্যাপারে খোঁজ খবর নিচ্ছি আমরা।
এ বিষয়ে সতর্কতা নিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন রেলিং এ বসা ও আড্ডা দেওয়া যাবে না মর্মে নোটিশ প্রকাশ করে।রেজিস্ট্রার মনিরুল ইসলাম স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে – কেউ রেলিং বসলে বা পাশে আড্ডা দিলে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।