Home বরিশাল কোটি টাকার সেতুতে কাঠের সিঁড়ি, উন্নয়নের নমুনা

কোটি টাকার সেতুতে কাঠের সিঁড়ি, উন্নয়নের নমুনা

দখিনের সময় ডেস্ক:
খাল পার হতে সেতু আর সেতু পার হতে কাঠের সিঁড়ি! আজব শুনালেই ‍এটিই সত্য। তাও নির্মান শেষ হয়নি। বরিশালের উজিরপুরে তিন মাসে একটি সেতু নির্মাণের প্রকল্প গ্রহণ করা হলেও দুই বছরেও তা শেষ করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। সেতু আর সংযোগ সড়ক না করায় দুর্ভোগে রয়েছেন তিন গ্রামের হাজারো মানুষ। সেতুটি পার হতে কাঠের সিঁড়ি দিয়ে উঠতে হয়। ‍এদিকে বিধি লংঘন করে সেটুটি নির্মান করা হয়েছে পানির মধ্যে।
জানা গেছে, ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিলের চিঠি দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের উপজেলা কার্যালয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ২০২১-২২ অর্থবছরে উপজেলার বরাকোঠা ইউনিয়নের ধামুরা থেকে শের-ই-বাংলা বাজার সংলগ্ন হাকিম ডাক্তারের বাড়ির সামনে একটি আরসিসি সেতু ও এর দুই পাশে ৫০০ মিটার সংযোগ সড়ক নির্মাণে ৯০ লাখ ২৮ হাজার ৪৮৭ টাকা ব্যয়ে প্রকল্প নেওয়া হয়। ২০২১ সালের জুলাই মাসে দরপত্র আহ্বান করে ওই বছরের সেপ্টেম্বরে মেসার্স মৌ এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পায়। কার্যাদেশে ২০২১ সালের ডিসেম্বরে প্রকল্প শেষ করার কথা ছিল।
তিন মাসে কাজ শেষ করার কথা থাকলেও তা বিভিন্ন অজুহাতে শেষ করতে পারেনি। দুই বছর আগে সেতুর আংশিক নির্মাণ করলেও প্রকল্পে উল্লেখিত কাজ শেষ করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। ধামুরা, বরাকোঠা ও উত্তর বরাকোঠা গ্রামের বাসিন্দাদের চলাচলের প্রধানতম সড়ক এটি। ফলে তারা বাধ্য হয়ে সুপারি গাছের সিঁড়ি দিয়েছেন চলাচলে। ধামুরা গ্রামের বাসিন্দা কবির হোসেন বলেন, তিনটি গ্রামের কমপক্ষে ২৫ থেকে ৩০ হাজার মানুষ এই সেতুটির কারণে দুর্ভোগে আছি।
সেতু যখন নির্মাণ শুরু করে তখন বিকল্প সড়ক করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। উপজেলা প্রকৌশলও তা নজরদারি করেনি। এই সড়কের বিকল্প না থাকায় আমাদের দুর্ভোগ সহ্য করেই চলাচল করতে হয়েছে। এখন সেতু নির্মাণ শেষ হলেও সংযোগ সড়ক না করায় দুর্ভোগ আর শেষ হয়নি।
উপজেলা প্রকৌশলী আশ্বস্ত করেছেন, কাজটি করা হবে। কিন্তু কবে করা হবে তা জানা নেই। ইউপি চেয়ারম্যান বলেন, প্রকল্পের কাজ সঠিক সময়ে শেষ না করার চর্চা আমাদের বেশ বিব্রত করে। সরকার সঠিক সময়ে টাকা দেয়, কিন্তু কাজ শেষ হয় না।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের উজিরপুর উপজেলার প্রকৌশলী সুব্রত রায় বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান সঠিকভাবে সেতুর কাজও শেষ করেনি, সংযোগ সড়কও করেনি। আমরা ওই ঠিকাদারের সাথে চুক্তি বাতিল করার জন্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। তার চুক্তি বাতিল হলেই নতুন করে নির্মাণ কাজ শুরু করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

খালেদা জিয়ার সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের সাক্ষাৎ

দখিনের সময় ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠান...

স্কলারশিপ-এ পাকিস্তানে পড়ার সুযোগ ১০০ বাংলাদেশি, প্রধানমন্ত্রীর অনুমোদন

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন দিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্কলারশিপে ১০০ বাংলাদেশিকে পাকিস্তানে পড়ার সুযোগ দেওয়ার বিষয়টির অনুমোদন দিয়েছেন। সংবাদমাধ্যম...

Recent Comments