Home বরিশাল কোটি টাকার সেতুতে কাঠের সিঁড়ি, উন্নয়নের নমুনা

কোটি টাকার সেতুতে কাঠের সিঁড়ি, উন্নয়নের নমুনা

দখিনের সময় ডেস্ক:
খাল পার হতে সেতু আর সেতু পার হতে কাঠের সিঁড়ি! আজব শুনালেই ‍এটিই সত্য। তাও নির্মান শেষ হয়নি। বরিশালের উজিরপুরে তিন মাসে একটি সেতু নির্মাণের প্রকল্প গ্রহণ করা হলেও দুই বছরেও তা শেষ করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। সেতু আর সংযোগ সড়ক না করায় দুর্ভোগে রয়েছেন তিন গ্রামের হাজারো মানুষ। সেতুটি পার হতে কাঠের সিঁড়ি দিয়ে উঠতে হয়। ‍এদিকে বিধি লংঘন করে সেটুটি নির্মান করা হয়েছে পানির মধ্যে।
জানা গেছে, ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিলের চিঠি দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের উপজেলা কার্যালয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ২০২১-২২ অর্থবছরে উপজেলার বরাকোঠা ইউনিয়নের ধামুরা থেকে শের-ই-বাংলা বাজার সংলগ্ন হাকিম ডাক্তারের বাড়ির সামনে একটি আরসিসি সেতু ও এর দুই পাশে ৫০০ মিটার সংযোগ সড়ক নির্মাণে ৯০ লাখ ২৮ হাজার ৪৮৭ টাকা ব্যয়ে প্রকল্প নেওয়া হয়। ২০২১ সালের জুলাই মাসে দরপত্র আহ্বান করে ওই বছরের সেপ্টেম্বরে মেসার্স মৌ এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পায়। কার্যাদেশে ২০২১ সালের ডিসেম্বরে প্রকল্প শেষ করার কথা ছিল।
তিন মাসে কাজ শেষ করার কথা থাকলেও তা বিভিন্ন অজুহাতে শেষ করতে পারেনি। দুই বছর আগে সেতুর আংশিক নির্মাণ করলেও প্রকল্পে উল্লেখিত কাজ শেষ করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। ধামুরা, বরাকোঠা ও উত্তর বরাকোঠা গ্রামের বাসিন্দাদের চলাচলের প্রধানতম সড়ক এটি। ফলে তারা বাধ্য হয়ে সুপারি গাছের সিঁড়ি দিয়েছেন চলাচলে। ধামুরা গ্রামের বাসিন্দা কবির হোসেন বলেন, তিনটি গ্রামের কমপক্ষে ২৫ থেকে ৩০ হাজার মানুষ এই সেতুটির কারণে দুর্ভোগে আছি।
সেতু যখন নির্মাণ শুরু করে তখন বিকল্প সড়ক করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। উপজেলা প্রকৌশলও তা নজরদারি করেনি। এই সড়কের বিকল্প না থাকায় আমাদের দুর্ভোগ সহ্য করেই চলাচল করতে হয়েছে। এখন সেতু নির্মাণ শেষ হলেও সংযোগ সড়ক না করায় দুর্ভোগ আর শেষ হয়নি।
উপজেলা প্রকৌশলী আশ্বস্ত করেছেন, কাজটি করা হবে। কিন্তু কবে করা হবে তা জানা নেই। ইউপি চেয়ারম্যান বলেন, প্রকল্পের কাজ সঠিক সময়ে শেষ না করার চর্চা আমাদের বেশ বিব্রত করে। সরকার সঠিক সময়ে টাকা দেয়, কিন্তু কাজ শেষ হয় না।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের উজিরপুর উপজেলার প্রকৌশলী সুব্রত রায় বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান সঠিকভাবে সেতুর কাজও শেষ করেনি, সংযোগ সড়কও করেনি। আমরা ওই ঠিকাদারের সাথে চুক্তি বাতিল করার জন্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। তার চুক্তি বাতিল হলেই নতুন করে নির্মাণ কাজ শুরু করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রাজনীতিতে রনো ভাইরা আর নেই

রিকশায় না এসে প্রাইভেট কারে আসা এবং ধানমন্ডির ফ্ল্যাটে থাকার বিষয়ে রনো ভাইয়ের লজ্জিত হওয়ার বিষয়টি আমাকে বহু বছর ধরে বহুবার আন্দোলিত করেছে। ধরাধাম...

যা অছে ইইউ ট্যাক্স অবজারভেটরির রিপোর্টে

দখিনের সময় ডেস্ক: ইইউ ট্যাক্স অবজারভেটরির রিপোর্টের তথ্য অনুযায়ী ২০২২ সালে দুবাই শহরে সাড়ে বাইশ কোটি ডলারের সম্পদ কিনেছেন ৩৯৪ জন। তবে আরও বিভিন্ন তথ্যাদি...

পুলিশের খপ্পরে মৌ চাষির ট্রাক, মরেছে পাঁচ লাখ টাকার মৌমাছি

দখিনের সময় ডেস্ক: দিনাজপুর থেকে ট্রাকে করে ২৫১ বাক্স মৌমাছি নিয়ে রাজবাড়ীতে আসছিলেন মৌচাষি মো. খলিফর রহমান। পথে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের মনসার বটতলা...

বরিশালে অচিরেই আন্তর্জাতিক ক্রিকেট আসর বসবে

দখিনের সময় ডেস্ক: বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের চলমান উন্নয়ন কার্যক্রম শেষ হলে অচিরেই আন্তর্জাতিক ক্রিকেট আসর বসবে। এ কথা জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ...

Recent Comments