Home বরিশাল বিসিসির পরিচ্ছন্নতাকর্মী বিএম কলেজ ছাত্রলীগ সভাপতি!

বিসিসির পরিচ্ছন্নতাকর্মী বিএম কলেজ ছাত্রলীগ সভাপতি!

দখিনের সময় ডেস্ক:
বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্রলীগের সভাপতি হিসেবে পরিচয় দেওয়া রাশেদুল ইসলাম দায়িত্বে রয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) ২০ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতাকর্মীর। ২০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সৈয়দ আলিফ হোসানও একই পদে। শুধু তারা দুইজনেই নয়, বিএম কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি শুকুরানা হক, জেলা ছাত্রলীগের উপ-ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক সুমন খান, ছাত্রলীগ কর্মী সজিব, উজ্জল, মিলন হাওলাদার, কিশোর কুমার পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ২০ নম্বর ওয়ার্ডেই। খবর সূত্র: ঢাকাপোস্ট।
যদিও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র পরিবর্তন হওয়ার পর থেকে কাজে যোগ দিচ্ছেন না তারা। বিষয়টি নগর ভবন ও এসব পরিচ্ছন্নতাকর্মীদের কাছ থেকে নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে, বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সিটি কর্পোরেশনের মেয়র থাকাকালে ৩০টি ওয়ার্ডে তার অনুসারী কয়েকশ নেতাকর্মীকে বিভিন্ন পদে চাকরি দেন। ২০১৯ সালের শুরু থেকে মজুরিভিত্তিক নিয়োগ পেয়ে ২০২৩ সাল পর্যন্ত রাজনৈতিক বিবেচনায় এসব কর্মীদের সিটি কর্পোরেশনের স্টাফ করে বেতন দেওয়া হতো। এসব নেতাকর্মীরা সিটি কর্পোরেশনে কাজ না করলেও মূলত আধিপত্য ধরে রাখার জন্য নিয়োগ নেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। মজুরিভিত্তিতে নিয়োগ পাওয়া কর্মীরা মাসে ১০ হাজার টাকা বেতন পেতেন।
সাদিক আব্দুল্লাহ দায়িত্ব ছাড়ার এক মাস আগে ১৮৫ জনকে মজুরিভিত্তিক নিয়োগ দিয়ে যান। গুঞ্জন রয়েছে- আবুল খায়ের আব্দুল্লাহর পরিষদ যেন চাপে থাকে এজন্য এসব নিয়োগ দিয়েছিলেন সাদিক। এদিকে আবুল খায়ের আব্দুল্লাহ দায়িত্ব নেওয়ার পর সাদিকের শেষ সময়ে নিয়োগ পাওয়া ১৩৪ জনকে একদিনে (৭ ডিসেম্বর) নিয়োগ বাতিল করেন। এছাড়া সাদিকের রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া আরও কয়েকশ নেতাকর্মীর নিয়োগ বাতিল না করলেও তাদের দায়িত্ব নতুনভাবে বন্টন করা হয়। এতে অনেকেই কর্মস্থলে যোগ দিচ্ছেন না।
২০ নং ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব বলেন, সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর ক্ষমতাকালে সময়ে তার রাজনৈতিক অনুসারী কতিপয় নামধারী ছাত্রলীগকে মজুরিভিত্তিক চাকরি দেয় সিটি কর্পোরেশনে। যাদের মধ্যে আমার ওয়ার্ডের ঝাড়ুদারও আছে। শুনেছি ওরা নাকি ছাত্রলীগ পরিচয় দেয়। ওয়ার্ডে অনেকেই দায়িত্ব পালন করছেন। আবার অনেক ঝাড়ুদার কাজে যোগ দিচ্ছেন না। তাদের বিষয়ে সিটি কর্পোরেশন বিধান অনুসারে ব্যবস্থা গ্রহণ করবে।
বরিশাল সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা আহসান রোমেল বলেন, মজুরিভিত্তিক বিভিন্ন স্তরে নিয়োগপ্রাপ্তরা বেতন পান। পরিচ্ছন্নতাকর্মীরা অনেকে মাসে ১০ হাজার আবার অনেকে সাড়ে ৭ হাজার টাকা পান। এই টাকা তার হাজিরার ওপর নির্ভর করে। তিনি জানান, অফিস আওয়ারে হলে জানাতে পারতাম মজুরিভিত্তিক কতজন শ্রমিক কর্মরত রয়েছেন। অনুপস্থিত যারা থাকেন তাদের বিষয়েও সিটি কর্পোরেশনের বিধান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

মোহিনীর প্রেমের এআর রহমানের বিচ্ছেদ, যা বলছেন পুত্র

দখিনের সময় ডেস্ক: ব্যক্তিজীবন নিয়ে সংবাদের শিরোনামে এআর রহমান। সায়রা বানুর সঙ্গে দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যের অবসান। বুধবার রাতে রহমানের স্ত্রী সায়রার আইনজীবী এই খবর...

স্মার্টফোনে ইন্টারনেট চলে যাচ্ছে? জেনে নিন গতি বাড়ানোর কৌশল!

দখিনের সময় ডেস্ক: অনেকেই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় হঠাৎ করেই দেখেন, নেটওয়ার্ক চলে গেছে। আশেপাশের অন্যরা নির্বিঘ্নে ইন্টারনেট ব্যবহার করতে পারলেও আপনার ফোনেই সমস্যা...

প্রতিদিন ৩-৪ লিটার পানি পান করলে কী হয়?

দখিনের সময় ডেস্ক: ওজন কমানো একটি চ্যালেঞ্জিং কাজ হতে পারে। কঠোর ডায়েট অনুসরণ করা, খাবারের প্রতি লোভ নিয়ন্ত্রণ করা, প্রতিদিন জিমে যাওয়া, কঠোর ওয়ার্কআউট করা...

ডিভোর্সের দুদিন পরই সুখবর দিলেন এ আর রহমান

দখিনের সময় ডেস্ক: নিন্দুকরা মনে করছে বাংলার মেয়ে গিটার বাদক মোহিনী দে-র জন্যই হয়ত সায়রাকে ছেড়েছেন ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী ও সুরকার এ আর রহমানের। তবে...

Recent Comments