Home মতামত রাজনীতিতে পথহারা পথিক বিএনপি

রাজনীতিতে পথহারা পথিক বিএনপি

গত ২৮ অক্টোবর কাকরাইল ও বিজয়নগরে সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলায় আসামির সংখ্যা কয়েক হাজার। এতে কেন্দ্রীয় নেতাদের সিংহভাগেরই নাম রয়েছে। তাদের মধ্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাসসহ নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের বহু নেতাই গ্রেপ্তার হয়ে গেছেন। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ‘আত্মগোপনে’ থেকে প্রতিদিন ভার্চুয়াল সংবাদ সম্মেলন করেছেন। যার কোনো প্রভাব পড়েনি রাজনীতি বা আন্দোলনে। এ ছিল তোতা পাখির কথার মতো রাজনীতিতে এক ধরনের বিনোদনের জোগান। প্রসঙ্গত, জনাব রিজভী যে ‘আত্মগোপনে’ ছিলেন তা সরকারের জ্ঞাতেই ছিল।
বিএনপির হীনবল দশা শুধু সরকারের অ্যাগ্রেসিভ মনোভাবের কারণে নয়। অনেকেই মনে করেন, প্রতিষ্ঠাকালীন অবস্থা থেকে বিএনপি বিচ্যুতিও দলটির হীনবল হওয়ার অন্যতম কারণ। দলে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। কমিটি বাণিজ্যের আকাশচুম্বী বিকাশ ঘটেছে। ত্যাগী নেতারা হয়েছেন নির্বাসিত। উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়, খুলনার নজরুল ইসলাম মঞ্জু, সিলেটের আরিফুল হক চৌধুরী, বরিশালের মজিবুর রহমান সরোয়ারের কথা।
সামগ্রিক বিশ্লেষণে অনেকেই মনে করেন, রাজপথে বলপ্রয়োগ করে সরকারকে বেকায়দায় ফেলার সনাতনী আন্দোলনে বিএনপি সফল হওয়ার সময় অনেক আগেই পেরিয়ে গেছে। এ অবস্থায় বিএনপি প্রকৃত অর্থেই রাজনীতিতে পথহারা পথিকের দশায় পড়েছে। এখন দেখা যাক, কী করে বিএনপি।
# দৈনিক কালবেলায় প্রকাশিত, ১৮ জানুয়ারি ২০২৪। শিরোনাম,  এখন কী করবে বিএনপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

দখিনের সময় ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবিগঞ্জে মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন । বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল আলীম...

সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যা: ৮ শিক্ষার্থী বহিষ্কার

দখিনের সময় ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যা করার ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের আটজন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। সাময়িক...

বাউফলে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বাউফল প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে কালাইয়া-বাউফল ও বরিশাল সড়ক অবরোধ করেছেন কয়েকশ বিক্ষুব্ধ শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে দুপুর ১ পর্যন্ত দুই ঘন্টা দাশপাড়া...

Recent Comments