Home শীর্ষ খবর গর্ভাবস্থায় অনাগত শিশুর লিঙ্গ প্রকাশ করা যাবে না, হাইকোর্টে প্রতিবেদন

গর্ভাবস্থায় অনাগত শিশুর লিঙ্গ প্রকাশ করা যাবে না, হাইকোর্টে প্রতিবেদন

দখিনের সময় ডেস্ক:
কোনো ব্যক্তি, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, ল্যাবরেটরি কোনো লেখা বা চিহ্ন বা অন্য কোনো উপায়ে শিশুর লিঙ্গ প্রকাশ করতে পারবে না। গর্ভাবস্থায় অনাগত শিশুর লিঙ্গ প্রকাশ করা যাবে না মর্মে স্বাস্থ্য অধিদপ্তরের গঠিত কমিটির প্রতিবেদন হাইকোর্ট দাখিল করা হয়েছে। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে এ নীতিমালা দাখিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
আদালত এ নীতিমালার ওপর শুনানির জন্য মঙ্গলবার(৩০ জানুয়ারি) দিন ধার্য করেছেন। আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইশরাত হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত।
২০২০ সালের ২৬ জানুয়ারি গর্ভের শিশুদের লিঙ্গ পরিচয় জানার উদ্দেশে পরীক্ষা ও লিঙ্গ পরিচয় প্রকাশ বন্ধের নির্দেশনা চেয়ে জনস্বার্থে রিট করেন অ্যাডভোকেট ইশরাত হাসান। ২০২০ সালের ৩ ফেব্রুয়ারি মাতৃগর্ভে থাকা অবস্থায় অনাগত শিশুর লিঙ্গ পরিচয় রোধে নীতিমালা তৈরি করতে রুল জারি করেন হাইকোর্ট। রুলে অনাগত শিশুর লিঙ্গ পরিচয় রোধে নীতিমালা বা নির্দেশনা তৈরি করতে বিবাদীদের ব্যর্থতা কেন অবৈধ ও আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না এবং অনাগত শিশুর লিঙ্গ পরিচয় নির্ধারণে নীতিমালা তৈরি করতে বিবাদীদের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চান হাইকোর্ট।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেছিলেন। হাইকোর্টের রুলের পর নীতিমালা তৈরির জন্য কমিটি গঠন করে স্বাস্থ্য অধিদপ্তর। রুল জারির পর রিটকারী আইনজীবী ইশরাত হাসান বলেছিলেন, ভারতে আইন করে গর্ভজাত সন্তানের লিঙ্গ নির্ধারণ নিষিদ্ধ করা হয়েছে। গর্ভের শিশুর লিঙ্গ নির্ধারণ করা হলে প্রসূতি মায়ের মানসিক চাপ তৈরি হয়। অনেকক্ষেত্রে পারিবারিক চাপে গর্ভপাত করার ঘটনাও ঘটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বরিশালে বৃহত্তর চট্টগ্রাম সমিতির আত্মপ্রকাশ, ১০ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন

দখিনের সময় ডেস্ক: বরিশালে আত্মপ্রকাশ করেছে ‘বৃহত্তর চট্টগ্রাম সমিতি’। বরিশালে অবস্থিত চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলের পেশাজীবীদের ও বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে এই সমিতি প্রাথমিকভাবে পথচলা শুরু...

মেয়েদের চেয়ে ছেলেরা পিছিয়ে, কারণ খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দখিনের সময় ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষায় ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে, এটি সুখবর। তবে ছেলেরা কেন পিছিয়ে তা খুঁজে বের করতে হবে। আজ রোববার...

ওসি আলমগীরের বিদায় রহস্য

দখিনের সময় ডেস্ক: বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখায় ওসি মো: আলমগীর হোসেনের উইকেট পতন হয়েছে। এদিকে একটি সূত্র জানিয়েছে, বিএমপি’র জনৈক উপ-পুলিশ কমিশনারের রহস্যজনক প্রটেকশনের...

অন্তর্বাসে লুকানো ডিভাইস, পরীক্ষা শেষ হতো ১০ মিনিটে

দখিনের সময় ডেস্ক: মেয়েদের অন্তর্বাসের মধ্যে এবং ছেলেদের গেঞ্জির মধ্যে লুকানো থাকত অত্যাধুনিক ডিজিটাল ডিভাইস। একইসঙ্গে সংযোগ দিয়ে পরীক্ষার্থীর কানের মধ্যে রাখা হতো ক্ষুদ্রাকৃতির বল।...

Recent Comments