Home শীর্ষ খবর রোগীর ছেলেকে কক্ষে আটকে পেটালেন ইন্টার্ন চিকিৎসকরা

রোগীর ছেলেকে কক্ষে আটকে পেটালেন ইন্টার্ন চিকিৎসকরা

দখিনের সময় ডেস্ক:
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগীর ছেলেকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার( ৭ফেব্রুয়ারি) বেলা ১১টার পর হাসপাতালের ৪৯ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। পরে হাসপাতালে অবস্থিত পুলিশ বক্সের পরিদর্শক গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করেন। আহত ওই যুবকের নাম সুমন পারভেজ রিপন। তিনি নগরীর বোষপাড়া এলাকার বাসিন্দা।
ঘটনার পর আহত যুবককে চিকিৎসা না দিয়ে হাসপাতালের পরিচালকের কক্ষের সামনে বসিয়ে রাখা হয়। ঘণ্টা খানেকের মধ্যে বিষয়টি জানাজানির পর সাংবাদিকরা উপস্থিত হয়ে ওই যুবকের সঙ্গে কথা বলতে চাইলে তাকে পরিচালকের রুমে ডেকে নেওয়া হয়।
ভুক্তভোগী সুমন বলেন, ‘আমার মায়ের বুকে সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শে তাকে রামেক হাসপাতালের ৪৯ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরিবারের সবাই আমরা বয়স্ক মাকে নিয়ে দুশ্চিন্তায় আছি। হাসপাতালের চিকিৎসক তার নানান টেস্ট দেন। ওই রিপোর্ট নিয়ে সকালে চিকিৎসকের কাছে যাই। এ সময় চিকিৎসক আমার রিপোর্ট না দেখে ইন্টার্ন ডাক্তারদের সঙ্গে কথা বলছিলেন। আমি তাকে আবারও অনুরোধ করি, আমার মায়ের কী হয়েছে তা রিপোর্ট দেখে জানাতে। এ সময় তারা দুর্ব্যবহার করে আমাকে সেখান থেকে তাড়িয়ে দেন।’ তিনি আরও বলেন, ‘সিনিয়র ওই চিকিৎসক চলে গেলে একজন ইন্টার্ন চিকিৎসক এসে রিপোর্ট নিয়ে ৪৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত তাদের কক্ষে ডাকেন। আমি তার কথা মতো ওই কক্ষে যাবার সাথে সাথে রুমের দরজা বন্ধ করে দেওয়া হয়। এ সময় সেখানে ১৫ থেকে ২০ জন ইন্টার্ন ডাক্তার আমার ওপর হামলা করেন। আমার বুকে, পিঠে ও হাত-পায়ে লাঠি ও হাত দিয়ে মারতে শুরু করেন। তাদের মধ্যে কয়েকজন বলে সিজার নিয়ে আয় ওর হাত-পা আর গলা কেটে ফেলব। এভাবে ১০ মিনিটের মতো তারা আমার ওপর নির্যাতন চালান। পরে পুলিশ এসে আমাকে উদ্ধার করে।’
ভুক্তভোগী যুবক বলেন, ‘ঘটনার পর হাসপাতালের পরিচালক আমাকে তার কক্ষের সামনে বসিয়ে রাখেন। সাংবাদিকরা আসলে এক ঘণ্টা পর আমাকে নিয়ে ৪৯ নম্বর ওয়ার্ডে যান পরিচালক। এ সময় ইন্টার্ন চিকিৎসকরা আবারও আমাদের ওপর চড়াও হন। হাসপাতালে মাকে নিয়ে আমি এখন ভয়ের মধ্যে আছি। এই ঘটনায় আমি আইনের আশ্রয় নেব। আমার যদি কোনো দোষ থাকত, তবে তারা আমাকে পুলিশে দিয়ে দিতে পারত। আমি শুনেছি এই হাসপাতালে রোগী ও স্বজনদের সাথে ঘনঘন এমন ঘটনা ঘটে।’
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ বলেন, ‘এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত প্রতিবেদনে দায়ী যে হবে, তার বিরুদ্ধে শক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি এক পক্ষের কথা শুনেছি। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের কথাও শুনব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

গোয়েন্দা নজদারীতে নতুন ডিসিরা

দখিনের সময় ডেস্ক: এদিকে নিয়োগপ্রক্রিয়া থেকে একের পর এক ঘটনার জন্ম হওয়ার প্রেক্ষাপটে সারা দেশের নতুন ডিসিরা এখন গোয়েন্দা নজরদারিতে রয়েছেন। এদিকে ক্রমশঃ জটিল হচ্ছে...

মহানবীকে নিয়ে কটুক্তি, মুম্বাই অভিমুখে মুসলিমদের যাত্রা

দখিনের সময় ডেস্ক: ক্ষমতাসীন বিজেপির এমএলএ এবং এক ধর্মীয় গুরুর বিচারের দাবিতে র‌্যালি নিয়ে মুম্বাইয়ে গেছেন ভারতের মুসলিম সম্প্রদায়ের হাজার হাজার মানুষ। তাদের নেতৃত্ব দিয়েছেনন...

নতুন উচ্চতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্ক, বাইডেন-ইউনূসের বৈঠক

দখিনের সময় ডেস্ক: স্বাধীনতার পর থেকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্ক কখনও ভালো, কখনও টানাপোড়েনের মধ্য দিয়ে গেছে। গত এক দশকে বিভিন্ন ইস্যুতে সেই সম্পর্ক একেবারে তলানীতে গিয়ে...

শিবিরকে প্রকাশ্যে রাজনীতি চর্চার আহ্বান ছাত্রদল সেক্রেটারির

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি চর্চার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সেক্রেটারি নাসির উদ্দিন। মঙ্গলবার দৈনিক কালবেলার সঙ্গে এক সংক্ষিপ্ত আলোচনায় নাসির...

Recent Comments