Home জাতীয় স্পিডবোটের চালক ছিলেন মাদকাসক্ত, প্রাণ গেলো ২৬ জনের!

স্পিডবোটের চালক ছিলেন মাদকাসক্ত, প্রাণ গেলো ২৬ জনের!

দখিনের সময় ডেক্স:

মাদারীপুরের শিবচরে পদ্মায় স্পিডবোট দুর্ঘটনায় ২৬ জনের প্রাণ কেড়ে নেয়। দুর্ঘটনার পরেই আটক করা হয়েছিলো স্পিডবোট চালক মো. শাহআলম (৩৮) কে। দুর্ঘটনার পরে আশঙ্কাজনক অবস্থায় ওই চালককে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তখনই স্বাস্থ্য পরীক্ষার সময় আহত চালক শাহআলমের ডোপ টেস্টের জন্য নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। পরে ডোপ টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। এমনটাই জানিয়েছেন,  শিবচর উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. শশাঙ্ক।

ঘটনার দিন স্পিডবোটের আহত যাত্রী ও ফরিদপুরের আলফাডাঙ্গার বাসিন্দা আদুরী বেগম জানিয়েছেন, ভোরে যখন তারা স্পিডবোটে ওঠেন তখন চালকের চোখে ঘুম ঘুম ভাব ছিল। মাঝ পদ্মায় আসার পর সবাই আস্তে চালাতে অনুরোধ করলেও তিনি শোনেননি। পরবর্তীতে ঘাটে দাঁড়িয়ে থাকা একটি বাল্কহেডের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাণ দিতে হয় ২৬ জনকে। এই ঘটনার বিচার না হলে ভবিষ্যতেও আরও বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

গত সোমবার (৩ মে) শিমুলিয়া থেকে বাংলাবাজার ঘাটে আসার পথে স্পিডবোট দুর্ঘটনায় নিহত হয় ২৬ জন যাত্রী। এতে আহত হন স্পিডবোটের চালকসহ ৫ জন। দুর্ঘটনার পরে অবৈধ স্পিডবোটের চালক মো. শাহআলমকে গুরুতর অবস্থায় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

প্রশাসনের নির্দেশনায় ওই চালকরে ডোপ টেস্টের নমুনা সংগ্রহ করে রাখা হয়। পরে আহত ওই চালককে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে চালক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ডোপ টেস্টের কিট মাদারীপুরে না থাকায় ঢাকা থেকে কিট সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। পরে বৃহস্পতিবার তার ডোপ টেস্টের রিপোর্ট পজিটিভ অর্থাৎ তিনি মাদকাসক্ত ছিলেন বলে জানানো হয়।

এদিকে স্পিডবোট দুর্ঘটনার দিন রাতে মালিক, ইজারাদারসহ চারজনকে আসামি করে মামলা করে নৌপুলিশ। যদিও ঘটনার চার দিন কেটে গেলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, দুর্ঘটনাকবলিত চালকের ডোপ টেস্টের প্রতিবেদন হাতে পাওয়া গেছে। সেখানে তার মাদকাসক্তের বিষয়ের প্রমাণ মিলেছে। পরবর্তীতে কোনো মাদকাসক্ত যেন স্পিডবোট চালক না হতে পারে সেই ব্যাপারে কঠোর পদক্ষেপ নেয়া হবে। পাশাপাশি চালকদের প্রশিক্ষণ, স্পিডবোটের রেজিস্ট্রেশন ও লাইসেন্স থাকতেই হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

দখিনের সময় ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবিগঞ্জে মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন । বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল আলীম...

সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যা: ৮ শিক্ষার্থী বহিষ্কার

দখিনের সময় ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যা করার ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের আটজন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। সাময়িক...

Recent Comments